নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

নিকট নির্বাসন

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭


বৃষ্টি হয়ে ভাসিয়ে ছিলাম
সাঁজিয়ে ফুলেল বসন্তে,
শরৎ মেঘে শুন্যে উড়ে
মিলেছিলাম- অনন্তে।

চৈত্রে পুড়া বর্ষা গেলো
বিরান মরু- হেমন্তে,
ক্লান্ত শীতে স্থবির চাতক
স্বপ্ন ছুঁয়ার- দিগন্তে।

রক্ত হলাম শিরায় শিরায়
তোমার ব্যাথা- গিড়ায় গিড়ায়,
তাকিয়ে দেখি দাঁড়িয়ে সেথা
যেথায় ছিলাম পথের গোড়ায় !

সেই তুমি আজ অচীন মানুষ
অন্য খোঁপা- কানের দুল,
খাঁচার সোহাগ বাগান বিলাস
অন্য মালির- টবের ফুল।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


সেলিম আনোয়ার, নাইম জাহাংগীর নয়ন, সব কবি দয়িতাকে পায়নি, পাচ্ছে না, এখন আপনিও সেই দলে যুক্ত হলেন।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

কিরমানী লিটন বলেছেন: "মহা জ্ঞানি মহাজন
যে পথে করেছে গমন"

যেখানে থেমেছিল সবাই, আমি না হয় সেখান থেকে শুরু করলাম
ভালোবাসা অনেক, প্রিয় চাঁদ গাজী ভাইয়ের জন্য

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই তুমি আজ অচীন মানুষ
অন্য খোঁপা- কানের দুল,
খাঁচার সোহাগ বাগান বিলাস
অন্য মালির- টবের ফুল।
আহারে ! কি দুঃখ , কি দুঃখ !!

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটা খুবই টাচী!
পুরো কবিতাই ভাল লেগেছে, গভীর আবেদনময়।
কবিতায় ভাল লাগা + +

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

জাহিদ অনিক বলেছেন:


সুন্দর কবিতা।
আমাকে স্পর্শ করেছে

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কিরমানী লিটন বলেছেন: স্বাদের নির্যাস যেমন বিস্বাদ, তেমনি উপলব্ধির নির্যাস বেদনা। তাই আফসোস করবেন না মিতা। বেদনাকে আমি উপভোগ করে ফুৎকারে উড়িয়ে দেই।

অনেক ভালোবাসা প্রিয় মিতার জন্য

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কিরমানী লিটন বলেছেন: অন্তর্গত অসুখের কথাই বলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় খায়রুল আহসান ভাই। ভালোবাসা অনন্ত

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

কিরমানী লিটন বলেছেন: অন্তর্গত অসুখের কথাই বলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় খায়রুল আহসান ভাই। ভালোবাসা অনন্ত

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কিরমানী লিটন বলেছেন: অন্তর্গত অসুখের কথাই বলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় খায়রুল আহসান ভাই। ভালোবাসা অনন্ত

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

জুন বলেছেন: অনেকদিন পর এক আবেগপুর্ন কবিতা নিয়ে ফিরে এলেন কিরমানী লিটন । অনেক ভালোলাগা রইলো । কেমন ছিলেন এতদিন ? ভালোতো ?
+

১১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



এ্যাদ্দিন শরৎ মেঘে শুন্যে উড়ে দিগন্তেই হারিয়ে গিয়েছিলেন মনে হয় ।
চৈত্র গেলো, বর্ষা গেলো এখন বসন্তে এসে হাজির ! স্বাগতম নতুন করে ।

শেষের চার লাইন খুব সুন্দর হয়েছে ।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞতা অনেক ভালোবাসার, শুভকামনা জানবেন সব সময়

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

কিরমানী লিটন বলেছেন: প্রিয় সুহৃদ জাহিদ অনিক ভাইয়া, ধন্যবাদ জানবেন অনেক ভালোবাসায়

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

কিরমানী লিটন বলেছেন: প্রিয়- জুন আপু,
ছুটছিলাম, এখনও ছুটছি। ছিলাম- না থাকার মধ্যে দিয়েও। আপনাদের আন্তরিকতার ছাঁয়ায় আয়েশী উঁকি দিতে চেয়েও পেরে উঠছিলাম না।

অনেক কৃতজ্ঞতা এখনও মুছে যাইনি বলে- আপনাদের নাগাল থেকে। ধন্যাবাদের সহজ বিকল্প নেই বলে ওটাতেই শান্তনা খুঁজতে হচ্ছে। শুভকামনা অনেক, শ্রদ্ধায়- ভালোবাসায়।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিরকালীন আক্ষেপ ;)


অট: ভায়া, রিপ্লাইতে ক্লিক করে উত্তর দিলে আমরা নোটিফিকেশন পাব! নয়তো নতুন কমেন্ট হিসেবে আপনার উত্তর রয়ে যাবে :)

কবিতায় ++++

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

কিরমানী লিটন বলেছেন: প্রিয় সুহৃদ
আহমেদ জী এস- ভাইয়া,

মেঘ ছিলনা- রোদ ঝলমল
প্রান্ত ছিল ফাঁকা,
শীত বসন্ত শরৎ শেষে
তাকিয়ে দেখি একা।

ভালোবাসা জানবেন- স্নিগ্ধ সজিবতায়। নিরন্তর শুভকামনা।

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

কিরমানী লিটন বলেছেন: প্রিয় বিদ্রোহী ভৃগু
ভাইয়া,
আমি মোবাইল থেকে নেট ইউজ করছি। রিপ্লে বক্সে লিখছি। বাট মন্তব্য প্রকাশ করুন বাটন চাপলে নতুন মন্তব্য হিসাবে ট্রিট হচ্ছে। আচ্ছা মুসিবতে পড়েছি ভাই



ভালোবাসা জানবেন।

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

কিরমানী লিটন বলেছেন: প্রিয় বিদ্রোহী ভৃগু
ভাইয়া,
আমি মোবাইল থেকে নেট ইউজ করছি। রিপ্লে বক্সে লিখছি। বাট মন্তব্য প্রকাশ করুন বাটন চাপলে নতুন মন্তব্য হিসাবে ট্রিট হচ্ছে। আচ্ছা মুসিবতে পড়েছি ভাই



ভালোবাসা জানবেন।

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকদিন পর? সাদর সম্ভাষণ!

চিরকালীন আক্ষেপের নির্মোহ প্রকাশ!

২০| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

কিরমানী লিটন বলেছেন: সুপ্রিয়
রূপক বিধৌত সাধু দা,
ঠিক বলেছেন। আবার এলাম আপনাদের ভালোবাসার দূয়ারে।

ভালোবাসা রইলো, নিরন্তর শুভকামনায়।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর ব্লগে। সুস্বাগতম ।

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:২১

সুমন কর বলেছেন: ভালো লাগল। কেমন আছেন?

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন। বার বার ফিরে আসি আপনাদের ভালোবাসার মুগ্ধ বাতায়নে। নিরন্তর ভালোবাসা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয়কবির জন্য। আপনাদের ভালোবাসার মায়ায় ফিরলাম। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.