![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনো স্বদেশ- হে জননী
বলবো তোমায়- সে কাহিনী
অনেক ব্যাথার দিন রজনী
বলছি সেটা- বলছি,
আমি তোমার সূর্যবালা
জন্ম থেকেই জ্বলছি।
জন্ম আমার মুক্তিকালে
বিরাঙ্গনা মায়ের কোলে
ইন্দুবালার মেয়ে বলে
সেই অপবাদ বইছি,
জনম দুঃখী সূর্যবালা
একালা একা চলছি।
বিয়ের কলি- ফুল ফুঁটেনি
তাইতো আমি ঘর বাঁধিনি
আপন করে কেউ ডাকেনি
অর্ধশত ছুঁইছি,
বাতির নিচে আঁধার হয়ে
এতটা পথ হাঁটছি।
আমি নাকি নষ্টা মেয়ে
ঘাতক চাওয়ার স্বাদ মিটিয়ে
পাইনি পিতার সোহাগ চেয়ে
বণ্চনা সব সইছি,
ইন্দুবালার মেয়ে আমি
সূর্যবালা বলছি।
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতগজ্ঞতা, ধৈর্য ধরে আমার অকবিতার পিঠে হাত রাখার জন্য
ভালোবাসা জানবেন।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
তারেক ফাহিম বলেছেন: সূর্যবালা প্রতিবাদ করতে পারে না
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪
কিরমানী লিটন বলেছেন: প্রতিবাদ করার মানসিক ও শারিরিক শক্তিটুকুও খুঁইয়েছে তারা। এর দায় আমাদেরও।
অনেক কৃতজ্ঞতা সূর্যবালাদের কাব্যকে প্রশ্রয়ের নাগাল ছুঁয়ে দেখার জন্য। ভালোবাসা জানবেন প্রিয় সুহৃদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
জনৈক অচম ভুত বলেছেন: জন্মই সূর্যবালাদের আজন্ম পাপ।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮
কিরমানী লিটন বলেছেন: এর দায় আমরা কি অস্বিকার করতে পারি? আসুন সূর্যবালাদের পাশে দাড়িয়ে এই দায়বোধ কিছুটা হলেও পরিশোধ করি।
অনেক কৃতগজ্ঞতা পাশে থাকার জন্য। ভালোবাসা জানবেন।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সূর্যবালার মায়েরা স্বাধীনতার মুল্য চুকিয়েছে, তার পরেও সূর্যবালারা স্বাধীনতার স্বাদ পায়নি।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
কিরমানী লিটন বলেছেন: একটি গাছের ডালে দুটি পাখি। একটা খায় অন্যটা দেখে। যে খায় তার কাজকে আমরা ভোগ আর যে দেখে তার কাজকে উপভোগ বলি। জাতি হিসাবে আমাদের দূর্ভাগ্য হলো- আমাদের সূর্যবালারা এর কোন দলেই না। অথচ সূর্যবালারাই বাংলাদেশ। তাই সূর্যবালাদের অবমাননা- মাতৃত্বকেই অবমাননার সমতুল্য। এই বোধ জাগ্রত হো সকলের বিবেকের আঙিনায়।
ভালোবাসা অনেক প্রিয় মিতার জন্য।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৭
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্য।
শুভকামনা জানবেন-নিরন্তর
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
মোঃ মাইদুল সরকার বলেছেন: মন ছুঁয়ে গেল কবিতাটা।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
কিরমানী লিটন বলেছেন: জেনে সার্থক হলো আমার অকবিতার কবিতার পানে ছুটার ইচ্ছাটা।
ভালোবাসা জানবেন, অনেক শুভকামনা।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১
নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর কবিতা । ভালো লাগলো ।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১১
কিরমানী লিটন বলেছেন: আমনার আন্তরিক মতামতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।কৃতজ্ঞতা রইলো শুভাশীষসহ।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১
চাঁদগাজী বলেছেন:
বাংলাকে সুর্যবালাদের দেশে পরিণত করেছে হবু আর গবুরা মিলে
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
কিরমানী লিটন বলেছেন: আসুন হবু আর গবুদের ঠেকাতে প্রভুদের দাসত্বের চর্বিতে তৈল মর্দন থেকে বিরত থেকে তাদের বর্ন করি।
আপনার মতামত আতঙ্কে ভুগী। আবার প্রতিকক্ষাও করি।।।।
ভালোবাসা নিরন্তর।
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।
গাজী ভাইয়ের মন্তব্যে প্লাস।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৮
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায় অনেক শুভকামনা। পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্য। ধন্যবাদ প্রিয় সুহৃদ প্রিয়।
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১
কিরমানী লিটন বলেছেন: প্রিয় দাদা, আমার সুমন দা। ব্লগার হওয়ার ইচ্ছের জন্মের দায়- যার কাছে।
সপরিবার সুখ আর সমৃদ্ধির সাম্পান হয়ে উঠুক- আপনার বেঁচে থাকার আঙিনা। ভালোবাসা এবং অনপক ভালোবাসা।।।।।।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২০
প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় ছন্দের প্রজাপতি প্রামানিক ভাই।
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৪
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সামাজিক বঞ্চনায় সূর্যবালারা তাদের ন্যায্য সম্মান ও মর্যাদা থেকে এখনো বঞ্চিত।
কবিতায় মুগ্ধ।
২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩
কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা
কেমনপ সকাল হবে।
সূর্বালাদের ব্যাপারে আমাদেরও দায় আছে।।।।।।
অনেক কৃতগজ্ঞতা, পাশে থাকার জন্য। ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।