![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভৈরব- বিষান.....
এক
সুখের সাথী- সংগী থাকে
দুঃখ থাকে- নিঃসংগ,
উল্টো পথই- প্রজাপতি
সহজ পথে- পতংগ।
খাঁদ মিশিয়ে- খাঁটী সোনা
গয়না গড়ি তাতে,
নিখাদ সোনা পতিত বেকার
ধুঁকে মরে- ভাতে।
ভন্ডে দখল মণ্চ- মাইক
রামধনু রঙ মিথ্যেরা,
বোধের সময় ভবঘুরে,
পালিয়ে বাঁচে- সত্যরা।
চোরের মাথায় জয়ের মুকুট
পুলিশ তা দেয়- পাহাড়া,
সাধুর দশা বাদুর- ঝুলা
বনবাসী, মা-হারা।
নলের শাষন মিথ- মদিনা
প্রভুর হুকুম- সংবিধান,
ভিন্ন মতে ঝেটিয়ে তাড়া
ফানুসরে কয়- ঐক্যতান।
জজের কলম পুতুল সাঁজে
সুতোর টানে- নাচে
ন্যায়ের বিচার মিথ্যে মুখোস
হুকুম মেনে বাঁচে।
স্বাধীনতা খাঁচার আদর
বিবেক বুঝি- লাঠি,
শিকল নুপুর এই পতাকা
বর্গীরে পা চাঁটী!
জগত শেঠের রাজ্যে এখন
আইন বানায় দাগী,
সিরাজ তখন ঘাটের মরা
মায়ের রূপে- মাগী!!
দুই.
বৃষ্টিতে নাই জলের ফোঁটা
ধূলোর দখল শহরময়,
স্থবির জ্যামে তলিয়ে শুনি-
উন্নয়নও কথা কয়।
কথার ধমক, ভেংচি কাঁটে
লাল দালানের- দাবানল,
সত্য লুকায় বুটের তলে
মিথ্যে ছুঁটে- অনর্গল।
মিথ্যে খোয়াব- আরব রাতি
মিথ্যে লোবান- আগরবাতি,
মিথ্যে এখন মানিয়ে গেছে
মিথ্যেরা তাই জীবন সাথী।
মিথ্যে গুলোর বয়স হলো
বুঝতে পারি দিনের শেষে,
বয়োবৃদ্ধ মিথ্যে আলোয়
আঁধার ডাকে ভয়ের বেশে।
দিনের আলো ভোরের পায়ে
সত্যরা সব উঠুক জেগে
মিথ্যেরা হোক মরিচীকা
পালিয়ে মরুক কালো মেঘে।
বিকল বিবেক প্রানের ছোঁয়া
কাল বোশেখী ক্ষোভের ধোঁয়া,
হানুক আঘাত টর্পেডো বেগ
শকুন মেঘে শুদ্ধ ছায়া।
মিথ্যে তখন বাধ্য হবে
ন্যায়ের পথে- আসবে ফিরে,
বৃষ্টি পাবে জলের ছোঁয়া
ফিরুক জীবন সত্য ঘিরে...!!এক
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩২
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই। ভালোবাসা রইলো প্রিয় প্রজাপতি ছন্দের কবির জন্য। শুভকামনা জানবেন।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
জাতীয় পর্যায়ে মিথ্যার একটা শুরু ছিল, তখন উহাকে কেহ বাধা দেয়নি; আজ তা রাষ্ট্র থেকে সমাজ, সমাজ থেকে পরিবারেও প্রবেশ করেছে।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬
কিরমানী লিটন বলেছেন: সব কিছুর যেমন শুরু থাকে, তেমন শেষও আছে। কিন্তু আমাদের সমাজের খারাপ শুরুগুলের শেষ নেই।
ভালোবাসা আর ধন্যবাদ জানবেন প্রিয় চাঁদগাজী ভাই। সাথে চাই- সব সময়।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
রুরু বলেছেন: ভালো লাগলো।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
কিরমানী লিটন বলেছেন: কৃতগজ্ঞ ভালোবাসায় অনেক সুপ্রিয় রুরু। শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক দিন পর এলেন। শুভেচ্ছা কিরমানী ভাই!
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন প্রিয় ভ্রমরের ডানা, অনেকদিন পর। সাথেই থেকে পাশে চাই- এভাবেই।
নান্দনিক ভালোবাসা রইলো।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাস্তবতা আর তার মুক্তির পথ - দুটোতেই মুগ্ধতা
দারুন ভায়া
+++++
২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণ পেলাম আপনার। আন্তরিক মতামতে। ভালোবাসা জানবেন নিরন্তন শুভকামনায়।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
কিরমানী লিটন বলেছেন: মুগদ্ধ কৃতগজ্ঞতা। বরাবর পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য। ভালোবাসা রইলো প্রিয় সুমন দার জন্য- অনেক শুভকামনা।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬
কিরমানী লিটন বলেছেন: "সহজ কথা যায় না বলা- সহজে"
আন্তরিক ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় রাজীব নুর ভাইয়া, আপনার সরল মতামতে বরাবর উৎসাহ পাই
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন,বঅনেক কৃতজ্ঞতায়, শুভকামনা সব সময়।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭
কিরমানী লিটন বলেছেন: উৎজ্জিত হলাম তৃপ্তির মুগ্ধতায়।
ভালোবাসা জানবেন।
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে।
এতদিন পর? নিজেও নিয়মিত নই, তাই বুঝতে পারি না।
শুভেচ্ছা...
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন। অনেক দিন দূরে ছিলাম। কিছুটা কাজের ব্যস্ততা আর কিছুটা ব্যক্তিগত হতাশায়। এখন নিয়মিত হবার ইচ্ছেতে আবার শুরু। আপনাদেরকেও নিয়মিত চাই- পাশেই। ভালোবাসা জানবেন, অনেক কৃতগজ্ঞতায়।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ