নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

একক দাবী ছাড়ো

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩



কে ছোঁয়ালো রবির আলো
কে ডাকিলো ভোর,
কে লিখেছে স্বাধীনতা
কে বাঁধিছে সুর?

কে বাজালো ঘন্টা- বাঁশি
কার ঠোঁটে ফুঁক, যক্ষা-কাঁশি
কোন প্রহরির হাতের বাড়ি
মন উদাসে টাঁটায় নাড়ী?

এসব প্রশ্ন মাড়িয়ে কি আর
সত্য মিথ্যে খুঁজি,
আমরাতো ভাই মুজিব মানে
স্বাধীনতাই বুঝি!!

মুজিব মানে এই পতাকা
মানচিত্র দেশের- পিতা,
রক্ত জমাট কালোর আখর
সংবিধানের আইন পাতা।

মুজিব মানেই মুক্তি মিছিল
শিকল ছেঁড়ার গান,
মুজিব মানেই ষোল কোটির
একটা হৃদয়- প্রাণ !!

মায়ের সোহাগ স্বপ্নাচঁলে
কে ঢালিলো বিষের ক্রোধ
কে রচিলো বিভেধ দেয়াল
হিংস্র পিচাশ প্রতিশোধ ?

পিতার বুকের জায়নামাজে
আগুন দিলো, পুড়ায়- কে,
দখল করে মন্চ মাইক
বর্গী শাষন চালায় কে ?

চেয়ার ছোঁয়ার নাগাল পেতে
কে পিতাকে মই বানালো,
মুজিব নামে- স্বাধীনতার
সে জাতিকে দাস বানালো?

ঢের করেছো বেঁচা-কেনা
শোধ পেয়েছো পাওনা- দেনা
পিতার নামে লেনা-দেনা
ভোটের মালিক- ভোটার বিনা......!

দোহাই বুবু এবার পিতার
একক দাবী ছাড়ো,
তুমিই একা? ষোল কোটির
দাবী আছে আরও....।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার লেখা গুলো সবাই দেখতে পারে না।
কিভাবে বুঝব আমার লেখা প্রকাশের অনুমতি পেয়েছে কি না???

জানলে বলবেন

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

কিরমানী লিটন বলেছেন: তাতো হবার কথা নয়। আপনি কমেন্ট করতে পারলে লেখাতো সবাই দেখার কথা। আমি খোঁজ নিয়প জানাবো।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার লেখা গুলো সবাই দেখতে পারে না।
কিভাবে বুঝব আমার লেখা প্রকাশের অনুমতি পেয়েছে কি না???

জানলে বলবেন

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

কিরমানী লিটন বলেছেন: আপনি সহযোগিতা অপশনে ট্রাই করতে পারেন। ভালোবাসা নিরন্তর।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: +++

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রান পেলাম। ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় বিজন রয় দাদা ভাই। অনেক শুভকামনায়।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা---
সুন্দর অনুভূতি।
অতি মনোরম।

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব নুর ভাইয়া, ভালোবাসা নিরন্তর। শুভাশীষ রিলো

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

করুণাধারা বলেছেন: চমৎকার!

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা সুহৃদ প্রিয় করুণাধারা, ভালোবাসা জানবেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: কবিতায় যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর বাংলাদেশিরা এখনো দিতে পারেনি।

আফসোস!

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

কিরমানী লিটন বলেছেন: একদিন ঠিক ঠিক
চিনে যাবো দক
পথ ভুলে গেলে।

অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা প্রিয় বিজন রয় দাদাভাইকে।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

কিরমানী লিটন বলেছেন: "একদিন ঠিক ঠিক
চিনে যাবে দিক
পঘ ফুড়ালে।।।।।।"

আমরা ফুড়িয়ে যাবার পরই সজাগ হই। বাঙালী হিসাবে এটা আমাদের দূর্ভাগা নিয়তিই বলা যায়। তাই উত্তর পাবো না জেনেও প্রশ্নটাকে বাঁচিয়ে রাখি- সযত্ন ভালোবাসায়।

ভালোবাসা সুপ্রিয় সুহৃদ বিজন রয়, দাদাভাই।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন ভাই, স্যালুট আপনার কবি-মনকে, শেষের লাইন দুটি যথোপযুক্ত।


২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

কিরমানী লিটন বলেছেন: সত্যকে স্বিকার করার সাহস থাকতে হয়। অনেকের মতোই তা পাশ কাটিয়প নাগিয়ে সত্যের পাশপ থাকায় অনেক কৃতজ্ঞতা। ভালেবাসা জানবেন প্রিয় কবি নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন++

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১২

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতগজ্ঞতা প্রিয় শাহরিয়ার কবীর ভাইয়া। ভালোবাসা জানবেন।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

আটলান্টিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায় প্লাস দিলাম ভাইয়া ;)

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ হলাম- অনেক, আপনার আন্তরিক মতামতে। ভালোবাসা নিরন্তর।কৃতজ্ঞ শুভকামনায়

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

এম এম করিম বলেছেন: সুন্দর কবিতা।
দাবী ছাড়লে ভালই হত।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কিরমানী লিটন বলেছেন: পিতা যদি সবার
দখল কেন- একার।

কৃতজ্ঞ শুভকামনা আর ভালোবাসায় অনেক শুভকামনা।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসায় শুভাশীষ।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৭

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয়কবি, অনেক শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.