![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসে চড়িয়া ভেড়া হাঁটিয়া চলিলো....
ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিলো... সেই ছেলেবেলায় শুনা প্রচলিত প্রবচনের অর্থ মধ্য বয়সে এসে অবশেষে খুঁজিয়া পেলাম। যুগের এই ডিজিটালায়নে আমাদের ষোল কোটি জনসংখ্যার বাংলাদেশ- এখন আট কোটি মহিলা আর আট কোটি ভেড়ার বসবাস। ডিজিটাল ভেড়ারা এখানে ভ্যা ভ্যা করার শক্তিও খুঁইয়েছে।
যন্ত্রের বাধ্যগত উফশী ভেড়ার দল সত্বাকে বন্ধক দিয়ে চাচা আপন প্রাণ বাঁচার উচ্ছ্বাসে এক একটা রোবটে রুপ নিয়েছে। আবেগ, বিবেক, অহম আর আত্নমর্যাদা এদের আর কাছে টানে না। নয়টা- ছয়টা আদেশের খাঁচায় বন্দী বিবেকহীন বধির ভেড়ার দল, জী হুজুর বাণীকে তাই আত্বস্থ করেছে মন মগজ রক্ত ধমনী- শিরায় শিরায়।
নাকে- মুখে স্কচটেপ আটকিয়ে গনতন্ত্রের পেটে পারা দিয়ে পশ্চাদদেশ দিয়ে শ্বাস নেয়ালে তার ভয়াবহ পরিনতি কি হয়, এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ডিজিটালাইজড ভেড়ার দল। তাই আজ নিশ্বাসে, বাতাসের বদলে নোংড়া বর্জ্যের আধিক্য। দশটাকা সের চাল খাওয়ার সাধ এরা সাত কেজির দাম দিয়ে এক কেজি খেয়ে বাধ্যগত ফরমায়েসী তৃপ্তির ঢেঁকুর দিচ্ছে। পাঁচটাকা পিস পেঁয়াজ, টাকায় এক হালি কাঁচা মরিচ, নুন, তেল,গরুর মাংস, বিদ্যুত ব্যাংক, ভ্যাট, শেয়ার বাজার, রিজার্ভ খুন গুম, সংবিধান, বৈষম্য, বিচারহীনতা এখন ভালো ভাবেই শিখে ফেলেছে।
বেপরোয়া উন্নয়নের প্রবল প্লাবন রাজধানী ঢাকাকে বস্তিতে পরিনত করেছে। এর তিনতলা জ্যাম এদের শুধু ধৈর্য সমিতির আজীবন সদস্যই করেনি, আমাদের ছেলেবেলার সকলের না বুঝা সেই প্রবাদটাও শিখিয়ে ফেলেছে। তিনতলা জ্যামের মাইনক্যা চিপায় পড়ে রাজধানীর নাগরিক নামধারী আমরা ভেড়ার দল বাসে উঠে কোনমতে ভাড়াটা দিয়েই নেমে গন্তব্যে হাঁটা শুরু করি। তখন ঠিকই বুঝি, "ঘোড়ায় চড়িয়া মর্দ, কেমনে হাঁটিয়া চলিলো....?"
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
কিরমানী লিটন বলেছেন: আমাদের রাজনৈতিক চরিত্রের মতো স্বাদ বুঝে গেছে কাঁঠালের। তাই আর কাঁঠালের মায়া ছাড়তে পারছে না। প্রিয় চাঁদগাজী ভাই, এই কাঁঠাল গাছের ছবিটা নেট থেকে সংগৃহীত।
ভালোবাসা জানবেন। নিরন্তর শুভকামনায়..
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৬
শাহিন বিন রফিক বলেছেন: সময়ের চিত্র সুন্দরভাবে উপস্থাপন।
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুভকামনা প্রিয় শাহিন বিন রফিক ভাই।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৮
বনসাই বলেছেন: আমি অভিভূত। বর্তমানকে এতো অসাধারণভাবে উপস্থাপন, সত্যি তুলনাহীন।
ঘোড়ায় চড়িয়া মর্দ কীভাবে হাটিয়া চলে- কেউ যদি প্রাক্টিক্যালি দর্শন করতে চান তবে ঢাকায় চলে আসুন। সরকার ও এর বিশেষজ্ঞ পুলিশ আপনার সহায়ে সদা প্রস্তুত।
হাটাহাটির সুবিধার জন্যে শহরের অলিগলির ফুটপাথেও টাইলস বসিয়ে দিয়েছে জনগণের সেবকেরা।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২
কিরমানী লিটন বলেছেন: সুপ্রিয় বনসাই দাদাভাই, "সত্য যে কঠিন, সে কঠিনেরে ভালোবাসিলাম...."
অভিবাদন আপনাকে, সত্যকে সহজে নেয়ার জন্য। সাথেই আছি- সব সুন্দরের....
ভালোবাসা জানবেন। অনেক শুভকামনা।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১
কলাবাগান১ বলেছেন: ক্রন্দন না করে আশা করে থাকুন ৭১ এ রাজাকার রা যেমন দেশ মাতৃকা কে ধর্ষন করার জন্য অস্ত্র হাতে নেমে এসেছিল...হাসিনা কে সরাতে আপনার অপমান শুনে রাজাকার বান্ধব ভেড়ারা আবার 'আন্দোলনে' ফেটে পড়বে....
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
কিরমানী লিটন বলেছেন: প্রিয় কলাবাগান১, ভালোবাসা দাদাভাই। আবেগের আশ্রয়ে প্রতিক্রিয়ার বেদনায় আহত হলাম। এ আমার প্রতি কলাবাগান১ ভাইয়ার বেশী ভালোবাসার প্রাকাশের আধিক্য।
আমার সার্টিফিকেটের শিকলমুক্ত মুক্তিযোদ্ধা পিতাকে একাত্তরের যে রাজাকার কমান্ডার ধরে নিয়ে সাতদিন ক্যাম্পে অমানুষিক নির্যাতন চালিয়ে মৃত ভেবে ডোবায় ফেলে দিয়েছিল। সেই কুক্ষাত মৌলানা নুরুল ইসলামকে আপনার প্রিয় আওয়ামীলীগ শুধু এমপি বানিয়েই ক্ষান্ত হয় নি। তাকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়ে তার গাড়ীতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল।
তাই কাকে বলবেন, শুয়রের বাচ্চা? যে কয় শুয়রের বাচ্চা- সে নিজেও একটা শুয়রের বাচ্চা।।
ভালোবাসা। সত্যের চেয়ে সুন্দর আর কিছুই নেই।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪
ফাইয়াজ ইসলাম ফাহিম বলেছেন: হাহাহা
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯
কিরমানী লিটন বলেছেন: আমিও হাসলাম ভাই, আপনার সাথে জামাতে...
ভালোবাসা নিবেন।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
কলাবাগান১ বলেছেন: প্লাস যিনি দিলেন, মহিলা হয়েও এই পোস্টে মহিলাদের অপমান টা ধরতে পারলেন না
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২
কিরমানী লিটন বলেছেন: এইড্যা একটা কথা বললেন। বমি ভেড়া বললাম আমাদের পুরষদেট আ আপনি কি না..।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভেড়া শুধূ পথে প্রান্তরে নেই! সর্বত্রই আছে!
সকল সত্য সকল বিবেক চেতনা নামের বায়বীয় স্বত্তায় বিসর্জন দিয়ে তারা অন্ধ সমর্থন দিয়ই যাবে!
আর অলীক মিথ্যা এবং বানানো কথার ঝুড়ি মাথঅয় নিয়ে চলমান ব্যর্থতা, জুলূম, শোষন এবং স্বৈররাচারিতা
এক নায়কতন্ত্র, সব বালুতে মূখ লুকানো উঠৈর মতো অস্বীখার করে!
কাকে মতো চোখ বন্ধ করে ভাঙ্গা রেকর্ড বাজাতেই থাকে।
মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারীর নামে মিথ্যা বলে অনবরত! অথচ কথিত চেতনার দোহাই ধারীরা যে রাজাকেকর বংশ বৃদ্ধি করছে তা দেখৈো দেখেনা! আতে পাতে সব খানে বিয়ের জন্য তারা হয় রাজাকাররে ছৈল মেয়ে খুঁজে পায় নয়তো ্ইহুদী নাসারা বিয়ে করে!
হায় দেশ দেশ করে মূখে ফেনা তোলারা একান্ত বাধ্যগত চামুচ হয়ে তার পক্ষেই সাফাই গায়!!!!!
হায়! সত্যি কি বিচিত্র তাদের বিবেক!!!!!!!!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
কিরমানী লিটন বলেছেন: সত্যকে স্বিকার করার পৌরষ সকলের থাকে না- আপনার মতো। সব ফরমায়েশী ভারু আর ভেড়া।।।।।
অভিবাদন সুহৃদ প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইয়া, শ্রদ্ধায়- ভালোবাসায়..
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫
করুণাধারা বলেছেন: দিলাম তৃতীয় লাইক! পারলে পোস্টের প্রতিটি বাক্যে লাইক দিতাম, সামুর সিস্টেমে এটা করা যায় না।
কলাবাগান১, কোন মহিলাটির অপমান হল একটু বিষদ বলুন।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
কিরমানী লিটন বলেছেন: " আমি কান পেতে রই..।
নান্দনিক ভালোবাসায়।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫
বিজন রয় বলেছেন: গাছে কাঁঠাল গোঁফে তেল।
হা হা হা ..............
এখন দেখি কাঁঠাল গাছে শিশু!!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১
কিরমানী লিটন বলেছেন: গাছ নেই কাঁঠালও
তবু ডব- আঁঠালো...
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: গাছে শিশু। দেখছে সে অবাক হয়ে কিছু। সেও অবাক। জাতিও অবাক
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
কিরমানী লিটন বলেছেন: জড়িয়ে কাঁঠাল
গাছে শিশু
তারও যে ইচ্ছে জাগে
বলার চাওয়া কিছু....।
হা হা হা, ভালোবাসা জানবেন।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৫
কলাবাগান১ বলেছেন: সবখানে ইহুদি নাসারা খুজে পায় রাজাকার বান্ধব রা.....বিদ্যুত এর বদলে খাম্বা দিয়ে ছিল...গ্রেনেড মেরে পুরা একটা দলকে ধ্বংস করার প্রচেস্টা ছিল ...আগুন সন্ত্রাস করে সাধারন মানুষ দের পুড়িয়ে মারা র পর ও এরা গলাবাজি করে সাধারন লোকজন কে ভেড়া বলে কেন হাসিনার বিরদ্ধে মাঠে নামে না..।
আমেরিকার হাইকমিশনার বুঝেছিল এরা কারা...তাই কেবল করে বলে যে এরা ...মানবতার শক্র...বলেছিল যে এরা কিভাবে দেশ টাকে বিদেশী কোম্পানীর কাছে বিক্রি করে দিয়েছিল...।গুগুল করে উইকিলিকস এ প্রকাশিত আমেরিকার ঢাকা এম্ব্যাসির কেবল পড়লে ই বুঝতে পারবেন দেশটা এই হায়েনারা কোথায় নিয়ে গিয়েছিল আর এখন এসেছে গলা বাজি করতে যে দেশ 'রসাতলে' কিন্তু সবাই ভেড়া হয়ে কোন প্রতিবাদ করছে না
প্রতিবাদ কেন করবে...সাধারন জনগন ভাল ই আছে অন্তত বিদ্যুত পাচ্ছে...খাম্বা না
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
কিরমানী লিটন বলেছেন: ডুপ্রিয় কলাবাগান১, সব পাচ্ছি- জলের দরে ফলের রস।।।।।।।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
আটলান্টিক বলেছেন: চলেন সবাই মিলে গুপ্ত সংগঠন খুলে সরকারের উপর হামলা করে দেশ দখল করি।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
কিরমানী লিটন বলেছেন: যে কথা মনের কথা- কতবার থেমে গেছি, বলিতে- বলিতে..।
আমরা আমরাই তো...
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন লিখেছেন!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০০
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা প্রিয় মিতার জন্য...।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
md.zahir uddin বলেছেন: কলাবাগান-১....তিনি কত বড় মুক্তিযোদ্ধা জানতে মন চায়...তার আন্ধা চেতনা খালি রাজাকারের উপরই উষ্ঠা খায়া পড়ে..,
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪
কিরমানী লিটন বলেছেন: পতাকার পেডিকোট
মানচিত্রের শাড়ী,
মুক্তির চেতনাটা
ক্ষমতার সিঁড়ি..
ভালোবাসা প্রিয় md.zahir uddin ভাইয়া
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪
প্রামানিক বলেছেন: "ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল" কথাটি ডিজিটাল যুগে আসিয়া বাস্তবে রুপ নিল।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
কিরমানী লিটন বলেছেন: প্রিয় প্রামানিক ভাই, শিখখছি নতুন করে..।
ভালোবাডা জানবেন।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজাকার তো আওয়ামীলীগের কোলেই বেশি! লিষ্টি সামুতেই অনেকবার এসেছে! আজাইরা প্যাচালৈই কি আর নিজেদের অপরাধ ঢাকা যায়! নাকি নিজেরা রাজাকারের সাথৈ আত্মীয়তা করে রাজাকারের বংশ বৃদ্ধির দায় অপরাধ ভূলাতেই অন্যরে ফালতু ট্যাগিংবাজি!!! পাবলিক সব বুঝৈ!
তারা খারাপ করছিল বইলইতো তাদের পরাজিত করে চেতনারে বিজয়ী করেছিলাম! এথন কথিত চেতনার ধ্বজাধারীর করা ভূলকে কি ভুল বলা যাবে না? জুলুমকে জুলূম বলা যাবেনা? স্বৈরাচারিতা করলে, গণতন্ত্র হত্যা করলে তা বলা যাবে না!!!! হয়েনার হাত থেকে মুক্তি পেতে আমজনতা তবে পিশাচের হাতে পড়ল! কি?
কথিত চেতনার বান্ধবদের চেতনা এতই খাড়া- ভারত যখন মুক্তিযুদ্ধরে ধর্ষন করে তখনো তারা কুলুপ এটে থাকে! আমাদের মহান মুক্তিযুদ্ধকে যখন ভারত পাকিস্তান যুদ্ধ বলে তারা কুম্ভকর্ণের ঘুম দেয়! প্রতিবাদ হীন প্রতিক্রিয়া হীন! ছিঃ
আমজনতা সদা জাগ্রত! স্বৈরাচারিতার বড়াইতে গুম, খুন আর জেল জুলুমেও তারা দাড়িয়ে আছে। আর তারা কোথায়?? বলে যে অহংকারী উচ্চারন তাতে যেন ৭৪ এর সংসদে দম্ভ করে বলা -কোথায় সিরাজ সিকদারেরই প্রতিধ্বনি শোনা যায়!
দম্ভ অহমিকা অহংকার ভাল নয়। আল্লাহ পছন্দ করেন না।
সত্যকে ভালবাসুন, সত্য বলুন। পরকালে আোয়অমীলীগ কর্মী বললে বিশেষ বিবেচনা করা হবে না! যার যার আমল ব্যাতিত১
সাধু সাবধান!
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
কিরমানী লিটন বলেছেন: "যে আামারে দেখিবারে পায়, অসীম ক্ষমায়, ভালো মন্দ সকলি মিলাশ।
এবার পুজোয় তাকে দিতে চাই
আপনারে যাহা দিতে পারি নাই..."
ভালোবাসা- আবারও।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: একটা কাহিনী বলি। সত্য।বিশ্বাস করা আপনার ব্যাপার।
আমি বাংলালিংক সিম কোম্পানি তে কাস্টমার কেয়ারে কথা বলছি।
হ্যালো (সালাম দিলাম)
আমি* ভাইয়া আমার নেট স্পিড ভালো পাচ্ছি না। আমি ৩জি ডাটা ব্যবহার করছি। সেটিংস ৩জি করেছি। সিম ১ নাম্বার খাজে
বসিয়েছি। বলুন কি করবো।
কা :সে;***
অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কি সমস্যা তা দেখে নেই।
২মিনিট পর
আপনি ৩জি কবারেজের বাহিরে আছেন।
তাই স্পিড নাই।
আমি**ভাইয়া জামালপুর সদর, শহর এলাকা ৩জির আওতা ভুক্ত কি?
কা সে♦♦জি। জামালপুর শহর৩ জির আওতাভুক্ত।
আমি**ভাইয়া তাহলে আমি কোথায়?
আমি তো শহরেই।
কা সে::♦♦ আপনি শহরে নাই।
আপনি শহরের কাবারেজ থেকে বাহিরে আছেন।
আমি ♦না ভাইয়া আমি শহরেই।
কা সে♦♦♦না আপনি বাহিরে দেখাচ্ছে।
আপনার কভারেজ শহরে নাই।
আমি ##আমি এখন কোথায় জানেন?
পৌরসভা অফিসের সামনে।
পৌরসভা অফিস ই পৌরসভার বাহিরে।
নতুন তথ্য শুনাইলেন।
আরো একদিন জি পি ফোন করেছি।
বাংলালিংক কে শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মন্দির এর সামনে
থেকেও ফোন দিয়েছি।
একই উত্তর।
আমি নাকি শহরেই নাই।।।
হায় ত্রি জি।
হায় ৪জি
আরো পড়তে আমার ব্লগে দেখতে পারেন
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
কিরমানী লিটন বলেছেন: কাহিনি সত্য।।।।
শুভকামনা- অনেক ভালোবাসা।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯
জাহিদ অনিক বলেছেন:
বেপরোয়া উন্নয়ন রাজধানীকে বস্তিতে রূপান্তর করেছে; ভালই বলেছেন
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
কিরমানী লিটন বলেছেন: একদম...।
ভালোবাসা, অনেক শুভকাৃনা
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: বেশ বেশ---
ছবিটা বেশি বেশ।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২০
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞজ্ঞতা আর ভালোবাসা কবি, অনেক শুণাশীঢ
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
সাইন বোর্ড বলেছেন: কাউকে না কাউকে সত্য বলতেই হবে...
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২
কিরমানী লিটন বলেছেন: সত্যেট মতো ডযত্ন মিথ্যার আবাদ।।।।।
ভালোবাসা প্রিয় সুহৃদ, অনেক শুভকামনা
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কেমন যেনো পরাধীন অধিকারহীন মানুষের মত এদেশের মানুষ। তারা চোখেও দেখেনা কানেও শুনে না ।
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪
কিরমানী লিটন বলেছেন: বধিরের বৈকল্যে ভিগছে স্বদেশ। এর শেষ নেই- সীমাও...
শুভকামনা প্রিয় কবি। অনেক ভালোবাসা।
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০১
কলাবাগান১ বলেছেন: চিহ্নিত লোকজনের এত বুক ফাটা হা-হুতাশ শুনে হলেও আম-জনতার রাস্তায় নেমে আসা দরকার হাসিনাকে শায়েস্তা করতে... কেননা হাসিনা তাদের পেয়ারের লোকদের ঝুলিয়ে দিয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪
কিরমানী লিটন বলেছেন: যে কাষ্ঠ ভক্ষন করবে, তাকে কয়লা বিসর্জন দিতে হয়। আর আগুনে না পুড়লে কাঠ কি অঙ্গার হয়? তাই যে যার পাঁপের অনলে নিজেই নিজেকে পুড়ায়। অন্যের দরকার নেই
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
কি কাঁঠাল গাছ! এক কাঁঠালের সাথে একটা করে বাচ্চাও দিচ্ছে! এই কাঁঠাল গাছ কোথায়?