নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল পাঁপ.....

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২১

পতাকার পেডিকোট- মানচিত্রের শাড়ি,
মুক্তির চেতনাটা- ক্ষমতার সিঁড়ি।
খায়েশের দাবানল- প্রান্তর পুড়ি,
ক্ষমতার আসমানে- আজ তুমি ঘুড়ি।

নাটাইয়ের সাথে তাই- সখ্যতা গড়ি,
শিকড়কে ভুলে গেছো- বাস্তব ছাড়ি।
ইচ্ছে সুঁতোর সীমা- আহ্লাদে মাড়ি,
বিপরীতে কাঁটাকুটী- তাড়িয়েছো বাড়ী।

সিঁথিতে সিঁদূর এঁকে- তসবির তালে,
দিবানিশি চুমো খাও- বর্গির গালে।
কখনো শকুন সাঁজ- পাষানী ছোবল,
তাকে নিয়ে উপহাসে- মাঁতো দলবল।

কখনো ডাকিনী হয়ে- ছলনার ফাঁদ,
সাধ্যকে লুটে নাও- কেড়ে নাও সাধ।
রাজপথে খেদিয়েছো- মিছিলের সুর,
যানযটে পুড়িয়েছো- কর্মের ভোর।

স্লোগান দাবীকে তাই- পানি দাও না,
রাজনীতি ভুলিয়য়েছো- নিজ ঠিকানা।
জয় কালে ক্ষয় আছে- মরনে ওষুধ?
নয়ে যার হুস নয়- নব্বইয়ে বোধ?

মায়ের আঁচল ছায়া তুমি- খুঁজি যেথা চাঁদ,
সেই তুমি শকুন মেঘে- আমাবশ্যার রাত।
দেশ যাকে ওঁঝা মানে- সে যখন সাপ,
সেটা নয় স্বাধীনতা- ডিজিটাল পাঁপ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩২

তার ছিড়া আমি বলেছেন: ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পাপ। জটিল সমীকরণ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

কিরমানী লিটন বলেছেন: এই নিন" ডিজিটাল ভালোবাসা। শুভেচ্ছা নিরন্তর।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫২

রাবেয়া রাহীম বলেছেন: ডিজিটাল পাপের ছন্দময় ক্ষোভ অনবদ্য লাগলো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

কিরমানী লিটন বলেছেন: এটা ক্ষোভ না রাবেয়া বু, একে বরং বৈরী সময়ের উপায়হীন আতর্নাদ, আপনি এটা ডিজিটাল হতাশাও বলতে পারেন।

নিরন্তর শুভকামনা.....

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো

শুভকামনা থাকলো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর নান্দনিক ভালোবাসা জানবেন।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৯

আকিব হাসান জাভেদ বলেছেন: ডিজিটাল পাপ এখন সর্বত্র, শুধু গা ডেকে বেচে আছি। কবি কে অভিনন্দন ডিজিটাল মানচিত্র তুলে ধরতে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

কিরমানী লিটন বলেছেন: "..... অনেক অনেক দাম, হৃদয় যে তার নাম। তারই এক কোনে হারিয়েছে প্রেম....."

তাই প্রেমহীন পিচাশী সময়ের পার্শ্বপ্রতি:ক্রিয়ার নির্লজ্জ প্রদর্শনী চলছে মানচিত্রের শরীরজুড়ে। বন্ধকি বিবেক হেরমের উচ্ছ্বিষ্টে ডুবে গেছে। তাই কেউ নেই সত্যতে মুখ ফুঁটে বলার। জানি কুকুরকে কেবলার ভয় দেখিয়ে লাভ নেই। তাবুও অতলের ঢেউ বুদবুদে ভাসাই- ভাসিও.....

ভালোবাসা কবি।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: বেশ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা সুপ্রিয়.....

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

আটলান্টিক বলেছেন: বাহ বাহ ডিজিটাল পাপ ;)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

কিরমানী লিটন বলেছেন: চাঁদ চুলকায়
তাঁরা চুলকায়
আকাশ জুড়ে চুলকানী
চুলকে চুলকে ঘা বেঁধেছে
বিবেকের কুলখানী....

ভালোবাসা নিরন্তর। অনেক শুভকামনায়।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুভকামনা প্রিয় সুমন দা'র জন্য.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.