![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভীড়ের মাঝে চোখবুজে ডুব
তাকিয়ে দেখি একা,
ভীড়ের স্রোতে গা ভাসালেও
শুন্য উঠোন- ফাঁকা!
তীরেই কুড়ে, তবুও দূরে
মাঝ দরিয়া বাস,
হাঙ্গর কুমির খাদ্য খুঁজে
আমার চতুর্পাশ।
গোলাপ ফোঁটার সময় যখন
সস্তা আবেগ ডুবে
হয়নি সুযোগ তাকিয়ে দেখা
ভোরের রবি- পুবে।
নরম রোদের সকাল গুলো
হয়নি ছুঁয়ে দেখা,
বিকেল দুপুর সন্ধ্যা সাঁজে
পতিত ফাঁকা- থাকা।
রাতের শরীর হেলান দেয়া
জোছনা মাখার কালে,
মুঠো মুঠো আঁধার কুড়াই
ভুলের মায়া- জালে।
স্বপ্ন তখন হাপিয়ে উঠে
নাগাল বিহীন ঘুমে,
রাত্রী জাগার দু'চোখ ডাকে
ভোরের বদল- যমে।
সময় কি আর আসে দু'বার
শুন্য কূলায় ফিরে,
যার চলে যায় সে-ই বুঝে
হারিয়ে যাবার পরে।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩২
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম আমার ব্লগ বাড়ীর জীর্ণ কুটীরে। মুগ্ধ কৃতজ্ঞতায় অনেক শুভকামনা...।
২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ছন্দের তালে তালে আবেগগুলোর নৃত্যনাট্য দেখলাম। সুন্দর মুখরিত কবিতা।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮
কিরমানী লিটন বলেছেন: আমিও একটা বিশুদ্দ মন্তব্য খেলাম- আমনার আন্তরিক মতামতে। ভালোবাসা রইলো। সাথেই আছি, ন্যায় আর সুন্দরের। কৃতজ্ঞ স্বাগতম আমার ব্লগবাড়ীট বারান্দায়। আবারও নিমন্ত্রন- এভাবেই।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৩
সৈয়দ তাজুল বলেছেন:
শেষের চারলাইন কেউ বিশ্বাসের সাথে জীবনে ফিট করলে সফল নিশ্চিত।
ভাল হয়েছে কবিতা।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোবাসায় মমন ভরে গেল কানায় কানায়। অনেক কৃতজ্ঞজ্ঞতা জানবেন। পাশেই চাই- সব সময়।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
জীবন বয়ে চলে, সময় হারিয়ে যায়, দু:খ সহজে যায় না।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২
কিরমানী লিটন বলেছেন: কারন দুঃখগুলো মৌলিক- চড়াই উৎরাইয়ের এক একটা মাইলফলক। যা হারয় না- ফুড়ায়ও না। অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো।
৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। সময় যার শেষ হয় সে বুঝে ।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কিরমানী লিটন বলেছেন: একদম...।
অনেক কৃতজ্ঞতা কবি। আন্তরিক মতামতে উৎসাহ দেয়ার জন্য। ভালোবাসা রইলো।
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
করুণাধারা বলেছেন: সময় কি আর আসে দু'বার
শূন্য কুলায় ফিরে,
যার চলে যায় সে-ই বোঝে
হারিয়ে যাবার পরে।
ভালো লাগলো।
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৫
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর মুগ্ধ ভালোবাসা জানবেন।
নিরন্তন শুভকামনা...।
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
দিবা রুমি বলেছেন: ছড়াকার সাহেব,
খুব ভাল হয়েছে ছড়াটি।
প্লাস+++
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮
কিরমানী লিটন বলেছেন: স্বাগতম আমার ব্লগবাড়ীর বারান্দায়। অনেক ধন্যবাদ আর মুগ্ধ কৃতজ্ঞতা রইলো।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: দারুণ ছন্দময়। খুব ভালো লাগলো।