![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেনে নেয়ার মতো প্রশান্তি- কিছুতেই নেই
কী খুয়েছেন? সম্ভ্রম?
আসুন- মেনে নেই।
মানবতা লুট হয়ে গেছে?
আসুন- মেনে নেই।
প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে?
প্রজন্ম গোল্লায় যাচ্ছে?
ধর্ষন মহামারি ছাড়িয়েছে?
আসুন মেনে নেই?
কষ্ট ঘামের আমানত ডাকাতি হয়ে গেছে?
ব্যাংক, শেয়ার, ডেসটিনি, হলমার্ক, বেসিক, ফার্মাস?
আসুন- মেনে নেই।
অতীত আগাম বর্তমান ছিনতাই হয়েছে?
সংবিধান কেটে খেয়েছে?
ভোট জোট- রাজনীতি?
আসুন- মেনে নেই।
অধিকার ছিনতাই হয়ে গেছে?
মত প্রকাশ রুদ্ধ হয়েছে?
ন্যায় বিচার বিপন্ন হয়েছে?
আসুন মেনে নেই।
মেনে নেয়ার মতো সহজ সুখ আর আছে- কোথাও?
আসুন- মেনে নেই।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০০
কিরমানী লিটন বলেছেন: আসুন- মেনে নেই
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
কবিতায় এই ধরণের ছবি মানায় না, মনে হয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
কিরমানী লিটন বলেছেন: আসুন- মেনে নই
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১
করুণাধারা বলেছেন: মেনে নেব ? এই স্বপ্নীল চোখের এতিম ছেলেটি যেভাবে তার হাত খোয়ালো, তাও মেনে নেব? মেনে নিলাম। ঘুমের ওষুধের খরচ কেবলই বেড়ে যাচ্ছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩
কিরমানী লিটন বলেছেন: এক দেশে এক স্বৈরচারী
রাজার মুখোস দৈত্য,
সবাই জানে সে কাহিনী
গল্পটা বেশ- সত্য!!
রোগ হলে রোগী দায়ী
কবিরাজ দৈত্য,
গিলে খায় রোগ- রোগী
ওসুধ আর পথ্য।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সোহানী বলেছেন: হাঁ মেনে নিতে নিতে তো পিঠ বাঁকা হয়ে গেল, ডাস্টবিন থেকে কুঁড়ে খেতে খেতে হাড্ডিশার হয়ে গেলাম...............
ছবিটা দেখে টাসকিত হলাম............
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১
কিরমানী লিটন বলেছেন: মেনে নিতে নিতে আমরা মান্যবর জাতিতে পরিনত হবো....
ছবি দেখেেই টাসকিত! মানচিত্রের রক্তক্ষরণ দেখেন নি।
শুভকামনা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় যখন প্রাবল্যে ঝিম ধরিয়ে দেয়
তখন জাতি এমন নির্বিষ অসহায়ত্বে ঝিমায়
স্বৈরাচারিতার দাপটে কুলুপ এটে
কবিও বলে- আসুন- মেনে নেই
একটা কালবোশেখির ঝড় বুঝি ঝিম নেশা কাটাতে পারে!
জাতি আড়মোড়া ভেঙ্গে জেগে উঠবে
ন্যায়, সত্য, বিচার, আর - -
সকল মৌলিক অধিকারের দাবীতে।।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
কিরমানী লিটন বলেছেন: পীরের চরন তুষ্ট করে
প্রভুর চরন সন্ধি,
রক্তে কেনা স্বাধীনতা
খাঁচায় পোষা- বন্দী।
অনেক ভালোবাসা প্রিয় বিদ্রোহী-শুভকামনা সব সময়।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২
শাহরিয়ার কবীর বলেছেন: গোলাপ ফুল ফোঁটার দৃশ্যটা মন্দ নয়।।
কবিতা ভালো হয়েছে।।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭
কিরমানী লিটন বলেছেন: সিরাজেরা বিড়ি বেঁচে
ঈশা খা'রা দর্জি,
শহরের বাপ- ভাই
উমিচাঁদ- শেঠজী।
আলাদীন মাছ বেঁচে
কাওরান বাজারে,
আলীবাবা জমিদার
আমাদের শহরে।
ভালোবাসা জানবেন প্রিয় কবি। অনেক ধন্যবাদ।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম
আসুন মেনে নেই ...
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০
কিরমানী লিটন বলেছেন: আসুন- মেনে নেই...
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮
কানিজ রিনা বলেছেন: দেশ আনর্জাতীক উন্নয়নের সার্টিফিকেট
পেয়েছে মেনেইতো নিয়েছি।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৩
কিরমানী লিটন বলেছেন: চেনা বামনের পইত্যা লাগে কি?
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভারত দেড়কোটি মুসলমানকে পুশইন করার তালে আছে, আমাদের সরকার থেকে কোন প্রতিবাদ নাই!
আসুন মেনে নেই।
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮
কিরমানী লিটন বলেছেন: পীরের চরন তুষ্ট করে
প্রভুর চরন সন্ধি,
রক্তে কেনা স্বাধীনতা
খাঁচায় পোষা- বন্দী।
ভালোবাসা প্রিয় মিতা
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ওখানে ফুল না ফুটিয়ে বাশ দিলে মেনে নিব
০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০
কিরমানী লিটন বলেছেন: আসুন- মেনে নেই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন:
