নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কবি নই- কমই..।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০



কবি নই- কমই....
কিরমানী লিটন

চিন্তার জমিতে কতটা চাষের পর
একটি উৎকৃষ্ট শব্দ জন্ম নেয়?
নিমগ্ন ভাবনারা- কতটা গভিরের নাগাল ছুঁয়ে,
অনুভূতির কপালে মুগ্ধতার সিঁদুর আঁকে?
ভাবনার আল্পনায়- শব্দের অবয়ব,
বাক্যের পথ ধরে হেঁটে- দৌড়ে অতলের গভীর ছুঁয়ায়?

উপলব্ধির আলোড়ন- মুগ্ধতার ঢেউ হয়ে,
প্রান্তর ভাসিয়ে, আসা যাওয়ার পথে পথে-
যদি উর্বর আগামী ছড়ায়, তবে তার পোয়াতী পললে
প্রেরণার উন্নত বীজ থেকে জন্ম নেয়া-
এক একটি প্রসবিত সত্যই- কবিতা।

আমার বৈধব্য ভাবনায় তৃপ্তির রঙ নেই।
অন্ত্যমিলের টানপোড়ন, বেমানান মাত্রায়,
অতলে পৌছলেও- তা ছন্দহীন।
গন্তব্যের নাগাল তাই অমোঘ অদৃশ্যের- আজন্ম দীর্ঘশ্বাস!

সুবাসিত স্বপ্নেরা বেওয়ারিস ভাবনা হয়ে
মরে যায়- ঝরা পালকের মতো।
তার আর কবিতা হয়ে উঠা হয় না।

তাই আমাকে তোমরা, কবি না বলে-
বরং, কমই বলে ডেকো...

হ্যা- কমইতো!
আমার সব কিছুতেই কম
চাওয়া কম- প্রাপ্তিও।
বন্ধু- আপন, স্বজন- কুজন
অতীত আগামী এমনকি বর্তমান....।

যে আমি রুমালের ভাঁজে
পড়ে থাকি- পিছন পকেটে, অযত্ন- অবহেলায়।
টিস্যুর আধুনিকতায় যা, বড় বেশী বেমানান.....।

আঙুলের ফাঁক গলে পরে আটকে রয়েছি-
সেই কবে থেকে গ্লাসের কম জলের আড়াল?
আমার আর কবি হওয়া হয় না।
তাই তোমরা আমাকে কবি না বলে, বরং
'ক-ম-ই বলে ডেকো...

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতাটা ভাল লেগেছে কিন্তু সমাপ্তিটা একটু.........................

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

কিরমানী লিটন বলেছেন: আসলে শেষটার দুটি শব্দ কেটে গিয়েছিল, খেয়াল করা হয়নি। এখন ঠিক করলাম।

অনেক ধন্যবাদ অসঙ্গতিটা দেখিয়ে দেয়ার জন্য। নিরন্তর ভালোবাসা।

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

জাহিদ অনিক বলেছেন:

চিন্তার জমিতে কতটা চাষের পর
একটি উৎকৃষ্ট শব্দ জন্ম নেয়?
--- কবিতা লেখার পর কবি নিজে তৃপ্ত হতে পারলে সেটা উতকৃষ্ট কবিতা

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪

কিরমানী লিটন বলেছেন: সত্যিই- স্রষ্টার তৃপ্তিই একটি উৎকৃষ্ট কবিতার শ্রেষ্ট মানদন্ড।
ভালোবাসা প্রিয়কবি- পাশে থেকে সাহস দেয়ার জন্য। শুভকামনা জানবেন।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: না পাওয়া,না চাওয়ার জগতে আত্মমূল্যারোপিত কবিতাটি বেশ ভাল লাগলো।
শুভ কামনা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার আন্তরিক মতামত জেনে। ভালোবাসা রইলো- শুভকামনা..

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতগজ্ঞতা রইলো।
অনেক শুভকামনা আর ভালোবাসা নিবেন- প্রিয় প্রামানিক ভাই।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে +++


আপনার ছবিগুলো ভাল লাগলো ।।


শুভ কামনা রইল ভাইয়া।।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয়কবি। শখ আর ছেলেমানসিকতা থেকে ছবিগুলি দিলাম। সেজন্য সকলের কাছে সরিও বলে রাখলাম।

শুভকামনা জানবেন।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

শাহিন বিন রফিক বলেছেন:



এতটা গভীরে কিভাবে ভাবা যায়
আজও তা মেলেনি এই অভাগার কপালে।

ভাবনার গভীরতা নিয়ে গভীর ভাবনার একখানা কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

কিরমানী লিটন বলেছেন: খুব ভালো লাগলে আপনার আন্তরিক মতামত জেনে। ভালোবাসা আর সুস্বাগতম আমার ব্লগবাড়ীর জীর্ণ কুটিরে। শুভকামনা জানবেন।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

সোহানী বলেছেন: আত্মকথন........................ ভালো লাগলো।

তবে জাহিদ যথার্থই বলেছে, "কবিতা লেখার পর কবি নিজে তৃপ্ত হতে পারলে সেটা উৎকৃষ্ট কবিতা"।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ অনেক আপনার আন্তরিক মতামত জেনে।
আমিও আপনার ও জাহিদ ভাইয়ের সহমত। শ্রষ্টার খিরকি দুয়ার পেরিয়েই তো পথিকেের কাছে পৌছতে হয়। কৃতগজ্ঞতা- অনেক, শুভকামনা জানবেন।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: কবিতা কি আসলে আবেগ খেলা নয়? কেউ আবেগ প্রকাশ করতে পারে। কেউ পারে না। আর যারা আবেগ প্রকাশ করতে পারে তারাই কবি হয়।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: কথাগুলো বেশ ভালো লাগলো ।
এতো সুন্দর ভাবে যে লিখতে পারে তাকে কম বলা চলে না ।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

প্রতিভাবান অলস বলেছেন: অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.