নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আজ আমার চার দেয়ালে- বন্দী থাকার দিন...

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৭



ফাল্গুনে মন জাল বুনেছে- হৃদয় বীণার তারে
চৈত্রে গোলাপ পাঁপড়ি পুড়ে- আঁধার বোশেখ ভোরে।
এই আকাশের স্নিগ্ধ গালে রোদ্রু তাধিন ধিন
আজ আমার চার দেয়ালে বন্দী থাকার দিন।

ডুব দিয়েছি ভীরের জলে- শিকড় ছেড়ে- তীর
সহজ ভুলে জড়িয়ে থাকি- মিথ্যে ভাবী পীর।
তোমরা যতই ফানুস উড়াও- একটু সুখের জন্য
আমার বোশেখ ভিন্নতা দেয়, অন্য মানে- ভিন্ন।

হালখাতা রঙ কর আয়োজন- চলুক,
লুটের আড়াল ছলচাতুরী, মিথ্যে কথা- বলুক
কর্পোরেটের নতুন আবাদ- ভিন্ন নেশা- ঘোর
এই বোশেখে ফানুস রঙে- কালচে আঁধার- ভোর।

আজ পৃথিবীর প্রানের ছোঁয়ায়, আমার অনেক- ঋন,
তাই নিজেকে লুকিয়ে কাঁদি, বুক করে চিনচিন....
তোমরা যতই নাচো
বাজাও, সুখ পুড়ানে- বীণ,
আজ আমার চার দেয়াল- বন্দী থাকার দিন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

কিরমানী লিটন বলেছেন: অনেক প্রীত হলাম আপনার আন্তরিক মতামত জেনে। ধন্যবাদ আর শুভকামনা রইলো....

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: বঞ্চনার কবিতা। বঞ্চনার শেষ হোক।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

কিরমানী লিটন বলেছেন: রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনার আন্তরিক মন্তব্যের জন্য। ভালোবাসা রইলো কবি।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

তারেক ফাহিম বলেছেন: সুন্দর কবিতা।
বঞ্চনামুক্ত আশা করছি।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

কিরমানী লিটন বলেছেন: আমাদের ভবিষ্যত- আমাদেরই গড়ার অপেক্ষায়...

কৃতজ্ঞ শুভকামনা।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

সোহানী বলেছেন: এতো চমৎকার কবিতায় কোন প্লাস নেই!!!!!!!!!!!!! ধ্যাৎ এইটা কিছু হইলো.......... +++++++

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

কিরমানী লিটন বলেছেন: আন্তরিক মতামতের জন্য কৃতজ্ঞতা- অনেক।
শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.