নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

হালের দেবদাস.

২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮



ভোরের পাখী গায়নি সেদিন
পায়নি দেখা ভোরের,
রবি বাবুর ঘুম ভাঙ্গেনি
কান্না কিসে- সুরের?

দূয়ার খুলে তাকিয়ে দেখি
প্রতিবেশীর ভীড়ে
বারান্দাতে সবাই মিলে
লাশটা আছে ঘিরে।

খবর পেয়ে পুলিশ এলো
লাশ নিয়েছে থানায়,
ছুরি- কাঁচির শ্রাদ্ধ হবে
দারোগা বাবু জানায়।

সুরত হালের আয়োজনে
পড়লো সারা ধুম
মৃত্যু নদীর কিনার খুঁজে
হরিপদ ডোম।

অবশেষে জানলো সবাই
খবর হলো ফাঁস,
ভালোবাসার ক্ষত ছিল
বুকের বাম পাশ।

প্রেমের স্রোতে ক্ষয়ে গেছে
হৃদয় চারপাশ,
লাশকাঁটা ঘর ঠাঁই পেয়েছে
হালের দেবদাস।

নীলান্জনা নীল কারে
ফিরছে বাড়ী যখন
দারোগা মশাই জানতে চেয়ে
করলো টেলিফোন!

আজ্ঞে ম্যাডাম, বলুন দেখি
লোকটাকে ঠিক চিনেন?
কি মুশকিল, চিনবো কোথায়,
জী-না মশাই- ভাগেন !!!

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

সোহানী বলেছেন: দেবদাস হলো উচ্চমার্গীয় ছাগল...... একটা পারুল যাবে আরেকটা আসবে। সাথে য়াও সুন্দরীরাতো আছেই........ ;)

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

কিরমানী লিটন বলেছেন: সোহানি আপুর এটা আবেগীয় হিংসা। জানি তলে তলে তিনিও দেবদাসের জন্য আফসোসে ভাসেন। আহারে অমন সরল- সহজ লোকটা শেষে কিনা পারুর জন্য.... হা হা
হিংসা টিংসা ছাগু কাগু যাই করুন দেবদাসের দহনের তাপ কিন্তু ছুঁয়ে যায়- যাবেই...
শুভেচ্ছা নিরন্তর- অনেক কৃতজ্ঞতা।

২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: বোন সোহানী ভালই বলেছেন।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

কিরমানী লিটন বলেছেন: প্রেমের মরা পানি খায় না....
প্রিয় প্রামানিক ভাইয়ের তাই এ অরুচি....

ভালোবাসা অনেক।

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


প্রেম মানুষকে দেবদাস বানিয়েছে যুগে যুগে

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১১

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন প্রিয় গাজী ভাই, " প্রেম হলো আগুন, যে আগুনে হাত পুড়ে না- মন পুড়ে ছাড়খার হয়ে যায়। " শুভকামনা জানবেন- অনেক ভালোবাসায়।

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। এই নীলাঞ্জনা গণিকার চেয়ে খারাপ। আর দেবদাস বিশুদ্ধ প্রেমিক। মরে গিয়ে ভালো করে নি।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

কিরমানী লিটন বলেছেন: একদম....
দেবদাসরা বিশুদ্ধ প্রেমিক বলেই পারুদের মতো বৈভবের স্রোসে নিজাকে না ভাসিয়ে প্রেমের কাছে সমর্পিত।
ভালোবাসা রইলো- অনেক শুভকামনা।

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা গল্প হয়ে গেছে।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩১

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন। আসলে কাব্যের আড়ালে আমার লিখা " একদিন নীলান্জনা" গল্পটাই বলার চেষ্টা করেছি। এর একটা গদ্যকাব্য ভার্সনও আছে। অন্য একদিন পোষ্ট করবো।

শুভকামনা জানবেন। অনেক ভালোবাসায়।

৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

কিরমানী লিটন বলেছেন: ঠিক তাই, আসলে কাব্যের আড়ালে "একদিন নীলান্জ্না" গল্পটাই বলতে চেষ্টা করেছি...।
নিরন্তর ভালোবাসায়- অনেক শুভকামনা।

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বোকা দেবদাসের কাব্য
পার্বতী কে কবি স্বার্থপর বানিয়ে দিয়েছেন, অবশ্য এযুগের পার্বতীরা স্বার্থপরই হয়।

প্রথম মন্তব্যে সোহানী আপু দারুণ বলেছেন,

ছড়ায় মুগ্ধতা

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন, যন্ত্রের সভ্যতা পারুদের সুচারু স্বার্থপর আর দেবদাসদের আরও বোকা বানিয়েছে।
ভালোবাসা রইলো। সব সময়ের জন্য।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

তারেক ফাহিম বলেছেন: বর্তমান প্রেমে দেবদাস খুব কমই হয়।
ক্ষত হয় শরীর বুব ঠিকই থাকে।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

কিরমানী লিটন বলেছেন: শুভকামনা সব সময়ের জন্য।।।

৯| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোবাসায়-
অনেক কৃতজ্ঞতা জানবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.