![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালকে ঘিরে- সবুজ আঁকি
প্রান্ত থেকে শীর্ষে মাখি,
রাতের আকাশ, ভোরের পাখী
সবদিকে মা, তোকে দেখি।
আসল খাঁটী, নকল মেকী
চাতক চাওয়া, চোখা-চোখী
সুস্থ্য থাকার- বাঁধন রাখী
মায়ার আঁচল- ছায়ার পাখী।
বটের শাখা নদীর স্রোতে
নিত্য বাঁচার জীবনবোধে,
এক ফালি চাঁদ- মিষ্টি রোদে,
সব ঋণী তোর - বুকের দুধে।
বণ্চনা সুখ, প্রাপ্তি- শোকে,
কঁচি লাউয়ের পাতার ফাঁকে,
ঘাংগুর জলে- পথের বাঁকে,
দৃষ্টি জুড়ে দেখি- মাকে।
বাঁধার পাহাড়, আকাশ ঘুরে
দিনরা ফুঁড়ায় রাতের দোড়ে,
তোরই বুকে ঘুমিয়ে পড়ি
জেগে উঠার সকাল- ভোরে।
গাছের ডালে পাখীর বাসায়
হতাশ নীলে স্বপ্ন আশায়,
ক্লান্ত শরীর স্বস্তি খোঁজায়
চাই তোকে- মা, বাঁচা- মরায়!!
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা অনেক শুভকামনায়....
২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
ভাল লেগেছে।
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা নিরন্তর
৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: মা নিয়ে কবিতায় প্রথম +
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা প্রিয় কবি। ভালোবাসা জানবেন
৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭
কিরমানী লিটন বলেছেন: আপনার পছন্দের আশেপাশে পৌছতে পেরেই কমতগজ্ঞ। ভালোবাসা আর শুভাশীষ প্রিয় গাজী ভাইকে...।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬
ওমেরা বলেছেন: আমারও ভাল লেগেছে মাকে নিয়ে কবিতা।
২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন প্রিয় ওমেরা
৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২১
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: প্রিথিবীর সব মায়ের জন্য ভালোবাসা।
২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
কিরমানী লিটন বলেছেন: সেই সাথে আপনার জন্যও ভালোবাসা আর শুভকামনা।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০
ইমরান আল হাদী বলেছেন: জননীর জন্য জন্য ভালোবাসা।
২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
কিরমানী লিটন বলেছেন: পৃথিবীর সব জননীর চরন ধূলি অঙ্গে মাখি- ভালোবাসা তাদের শ্রদ্ধার চরনে।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ! অসাধারণ।
২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
কিরমানী লিটন বলেছেন: একবুক ভালোবাসা সেই সাথে কৃতজ্ঞ শুভকামনা....
১০| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
মনিরা সুলতানা বলেছেন: মা !!
মা' এর জন্য ভালোবাসা ।
২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
কিরমানী লিটন বলেছেন: ভালো থাকুক পৃথিবীর সব মা, শ্রদ্ধায় সম্মান আর ভালোবাসায়....।
শুভ কামনা আপনার জন্যও
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: খুব সুন্দর....................................।