নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

একটি ছড়া....

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭

একটি ছড়া গুমড়ে কাঁদে
বুক পকেটের তলে,
একটি ছড়া উদাস দুপুর
টোল পড়া তার গালে।

একটি ছড়া হাওয়ার নাচন
ধান শালিকের কুলে,
একটি ছড়া লুকিয়ে রাখি
মায়ের আঁচল তলে।

একটি ছড়া রাত্রি জাগে
নাক ডাকা ঘুম ফেলে,
একটি ছড়া আঁধার তাড়ায়
আলোর মশাল জ্বেলে।

একটি ছড়া আঁকড়ে ধরি
টানপোড়নের কালে,
একটি ছড়ার আশায় থাকি
উজান নাওয়ের পালে।

একটি ছড়া সন্ধ্যা ডাকে
আঁধার ছেড়ে ভোরের দোড়,
একটি ছড়া লেপ্টে রাখে
মায়ার জালে নেশার ঘোর।

একটি ছড়া যত্নে বাড়ে
জড়িয়ে রাখে শরীর ওম,
একটি ছড়া দমকা হাওয়া
ক্লান্তি জুড়ায়- সুখের ধুম।

একটি ছড়ার আশায় থাকি
হারিয়ে ফেলি চোখের ঘুম,
একটি রঙিন প্রাজাপতির
ইচ্ছে ডানার পাখায় চুম।

একটি ছড়া তোমার কাঁধে
হাত রাখলেই- সকাল হয়,
একটি ছড়া বুকের ভীতর
গড়াগড়ি- রাত্রিময়....।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

করুণাধারা বলেছেন: এর আগের যে পোস্ট দিয়ে দীর্ঘদিন আর ব্লগে ছিলেন না......

ভালো লাগলো ফিরে এসেছেন। ছড়াও ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

কিরমানী লিটন বলেছেন: জীবনের খসখসে বাস্তবতা কখনও কখনও অমৃতেও অরুচি আসে। তাই এই অনাকাঙ্ক্ষিত বিরতি....মনে রেখেছেন- ভুলে যাওয়ার হাজারটা কারন থাকা সত্যেও। এটাই আমার জন্য পরম পাওয়া। শুভকামনা জানবেন। ভালোবাসায় কাছে চাই- এভাবেই....

২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




একটি ছড়া খুঁজে ফিরি
নকলের বাজারে,
ভেজাল জিনিস পেয়েছি
লাখো কোটি হাজারে।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৭

কিরমানী লিটন বলেছেন: আইও ভেজাল, তুইও ভেজাল
ভেজাল সারা দুনিয়ায়
হাল জামানার মানুষ ভেজাল
ভেজাল জিনিষ খাই....
শুভকামনা জানবেন প্রিয় যুক্তি না নিলে যুক্তি দাও । ভালোবাসায় কাছে চাই- এভাবেই....

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব সুন্দর ছড়া লিখেছেন প্রিয় কবি।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক ভালোবাসা আর নিরন্তর শুভাশিস । ভালো থাকবেন প্রিয় কবি- সবাইকে নিয়ে.....

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো ছড়াটি।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮

কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মতামতে। ভালোবাসা প্রিয় সুহৃদ - শারদীয় শুভেচ্ছা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.