নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আমিই, আমার- ফেরার....

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

এই আমি সে- গাঁয়ের ছেলে
আমায় চিনো নাকি?
আজ এখানে শহরতলে
ছিন্নমূলে থাকি।

এইতো সেদিন সদর- ভীতর
দুঃখ সুখের গানে,
বাবার স্নেহ, মায়ের আদর
ছিলাম সবার প্রাণে।

ভোর না হতেই দলে দলে
ব্যস্ত ডাকাডাকি,
গাছের ডালে, ঘরের চালে
সেদিন ছিলাম পাখী।

ডানে বাঁয়ে, উপর নীচে
এখন চতুর্দিকে,
ঘাঙর নদী, সাগর- বীচে
উল্টো সময় ফিকে।

এই যে ঝিনাই- কর্ণফুলী
হারিয়ে ফেলা খেই,
সরু সড়ক- পথের ধূলি
কোথাও আমি নেই।

নাড়ীর আঁচল, শিকড়- মূলে
তাকিয়ে দেখি যেই,
মায়ার বাঁধন, নীড়ের কূলে
আমার ছায়া নেই।

চমকে উঠি, কোথায়- আমি?
দাড়িয়ে ভীড়ের কোনে,
অতল আড়াল, গহীন নামি
নেইকো কোনখানে।

তখন থেকেই নিখোঁজ হলাম
হারিয়ে সবার মনে,
আমায় খোঁজে আমায় পেলাম
ফেরার জনে জনে...

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১০

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসায় অনেক কৃতজ্ঞতা- প্রিয়কবি সেলিম আনোয়ার ভাই। শুভকামনা জানবেন....

২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

নীলপরি বলেছেন: বাহ । ভালো লাগলো ।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ শুভকামনা জানবেন, অনেক ধন্যবাদ জানবেন....

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা রইলো, অনেক ধন্যবাদ জানবেন...

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬

শরতের ছবি বলেছেন: বেশ ভাল লেগেছে কিন্তু ! যেন শিশিরে ভিজেছে মন ।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১

কিরমানী লিটন বলেছেন: আমিও আদ্র হলাম, উজ্জীবিত প্রেরণায়- আন্তরিক মতামতে ছুঁয়ে গেলো- অতলান্তিক গভীরে । অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা নিরন্তর....

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: বেশ।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই- কৃতজ্ঞতা রইলো- সব সময় পাশে থেকে উৎসাহে ভাসানোর জন্য। নিরন্তর শুভকামনা আপনার জন্য ....

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

টুটুল বলেছেন: অস্তিত্বের সংকট- শহুরে জীবনে নিত্য বাস্তবতা।


কবিতা ভালো হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

কিরমানী লিটন বলেছেন: তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে...
ভালোবাসা নিরন্তর- অনেক শুভকামনা জানবেন....।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: অনেক দিন পর..............

সুন্দর হয়েছে। +।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন- অনেকদিন পর এবারের প্রত্যাবর্তন। জীবনের বাস্তবতাগুলো কখনও কখনও সুন্দরের সান্নিধ্যকে বিচ্ছিন্ন করে। এরপরও এক নিমগ্নের ফাঁক গলে বারবার ফিরে আসি- সুন্দরের মোহে।

সত্যিকথা বলতে কি আমার ব্লগের মোহের অন্যতম প্রেরণার উন্নত বীজ- একজন সুমন কর। প্রিয় দাদাভাই। যার প্রশ্রয়ের আলতো উষ্ণতায় আমার বিচ্ছিন্ন ভাবনারা ওম পায়- কাব্য হয়ে বেড়ে উঠার। তাই সুমন কর- দাদাভাইয়ের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। ভালো থাকবেন প্রিয় আপনার আপন। হৃদয়ের অতলান্তিক গহীন থেকে শ্রদ্ধা আর ভালোবাসা আপনাকে। সপরিবার শারদীয় শুভেচ্ছা রইলো- নিরন্তর শুভকামনায়....

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

নজসু বলেছেন: ছন্দ ছড়ায় মুগ্ধতা।

১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন- অনেক শুভকামনা...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.