![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কোন দাবী নয়- আমার পালা আসুক এবার
নিশ্চিহ্ন হওয়ার আগে আরও কিছু ক্রোধ বাকী আছে
আরও কিছু পৈচাষ বাকী আছে এখনও,
আরও হিংস্রতা অবশিষ্ট আছে- ফিরে আসুক তারাও।
এখনও কিছু ভ্রুন টিকে আছে বিবেকের- ধূসর বর্তমানে
তাদেরও হত্যার আয়োজন মেতে উঠুক বুনো উল্লাস।
আরও ঘৃনা আরও অপমান- ডেকেছি তাদেরও।
নারকিয়তার আরও কিছু পঙ্তিমালা রেখে যাবো।
এই নাও গাছের বাকলে লেখা মজলুমের আড়াই অক্ষর,
দুয়ারে সজাগ থেকো, যদি শোনো ভক্ষকের ডাক,
যদি সন্দেহ হয়, মৃত্যুর দুয়ার আঁকা নদীর কিনারে চলে এসো
পাখির পালকে লেখা শব্দগুলো ফেরাতে ভুলো না- কখনও....
যে-রাত তৃষ্ণার্ত, তাকে তুলে নিও ভাতমাখা হাতে
কখনও সমুদ্রে গেলে সাথে নিও- মিনিপ্যাক কনডম।
অনন্ত জ্যোৎস্নার রাতে মেঘের রচনাবলি পুড়ুক মাঘিপূর্নীমা,
এই ধর্ষিত জনপদ এই মানচিত্রে ফিরুক নীলকর।
বিনাশী বীর্য এখনও জমা আছে অক্ষম কাপুরুষ খায়েসে
সেগুলিও ঢেলে দাও ধর্ষিত পতাকার- যৌনাঙ্গে,
তবুও তৃপ্ত হোক ওরা- অতৃপ্ত নপংশু ফুলশজ্জায় সাজুক নিয়তি....
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
কিরমানী লিটন বলেছেন: অনেক উৎসাহে- উজ্জীবিত হলাম আপনার মননের মতামত জেনে।
ভালোবাসা জানবেন প্রিয় মাহবুবুল আজাদ ভাই- অনেক শুভকামনা রইলো ..।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২
সাইন বোর্ড বলেছেন: চমৎকার লিখেছেন !
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয় সাইন বোর্ড, অনেক কৃতজ্ঞতা ...
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর, দারুণ প্রতিবাদ। কবিতা হয়ে উঠুক মাটি রক্ষার মোক্ষম হাতিয়ার
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
কিরমানী লিটন বলেছেন: শৃঙ্খলিত মানুষের বুকে- মুক্তির হাহাকার, প্রশান্ত জলাশয় কতদুর আর কতদুর ...?
ভালোবাসা নিরন্তর প্রিয় বাকপ্রবাস ।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬
নব ভাস্কর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন- অনেক কৃতজ্ঞতায় ...
৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা অনেক ...
৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩
ল বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮
কিরমানী লিটন বলেছেন: নেক উজ্জীবিত হলাম- আপনার মননের মতামতে- ভালোবাসা জানবেন, অনেক শুভকামনায় ...
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: এক্সেলেন্ট -
এই ধর্ষিত জনপদ এই মানচিত্রে ফিরুক নীলকর ।
দুর্দান্ত লিখেছেন।