নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

"ও গানওয়ালা আর একটি গান গাও... বিদায়- হ্যামিলনের বাশিওয়ালা....

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩




টাকা কড়ি ধন সম্পত্তি
অনেক অনেক বাড়ি গাড়ি
ঠিকানার এক ছড়াছড়ি
আমি তুমি বাড়াবাড়ি
মরলে সঙ্গে যাবে না
কোনই কিছুই তোমার অংশীদারি...
ঠিকানা শুধু
এক সমাধি
সাড়ে তিন হাত মাটি...

সাড়ে তিন হাত মাটির ডাক কেউ উপেক্ষা করতে পারে না জানি। তবু কোন কোন ডাক বড় অসময়- অবেলার। আয়োজন- প্রস্ততিহীন এ বিদায়ে আঁতকে উঠি। হৃদয়ের অতলান্তিক গভীরে ঢেউ তুলে- ওলট পালট করে দেয়- সমস্ত প্রান্তর। সেসময় অসহায় অসাড় তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। সকাল দশটায় অফিসে ঢুঁকে পিসি অন করতেই বধিরে থমকে যাওয়া কঠিন সত্যের নির্মম বেদনার খবরটি জানলাম। প্রিয় গানের পাখি- আমারমতো অসংখ্য ভক্তকুলকে অনেকটা ফাঁকি দিয়েই বড় অসময়ে না ফেরার দেশে উরাল দিয়েছেন প্রিয় শিল্পি আইয়ুব বাচ্চু!!! স্থবির হয়ে রইলাম- অনেক্ষন!!! জানি জন্মের ঋণ শোধ, মৃত্যু দিয়ে। তাই বলে হাসী আর কান্নার গল্পগুলো অসমাপ্ত রেখেই- এ শোধ, কিছুতেই মেনে নেয়ার নয়। অমোঘ নিয়তির এ পরিহাস- উপায়হীন মেনে নেয়া ছাড়া আর কি করার আছে- আমাদের ...? তাই লোনার জলে এ বিদায়- খুব কষ্টের- বেদনার !!! ভালো থাকবেন প্রিয় আইয়ুব বাচ্চু। সাড়ে তিন হাত মাটির চিরস্থায়ী আবাস- আপনাকে তৃপ্ত করুক- শান্তির ঘুমে শ্রান্ত করুক। আমাদের আত্মাজুড়ানো- আপনার গানের মতোই। মহান করুনাময়ের দরবারে আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিদায় হ্যামিলনের বাশিওয়ালা- তোমাকে বিদায়...!!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: সাত সকালে উঠেই খবরটা শুনলাম। মনটা খারাপ হয়ে গেলো

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

কিরমানী লিটন বলেছেন: ঠিক ভাই- মন খারাপ হওয়ার মতোই খবর। ওপারে ভালো থেকো প্রিয় বাচ্চু ভাই ...
আপনাকেও ধন্যবাদ মন্তব্য দিয়ে সহমর্মিতা জানানোর জন্য

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

নব ভাস্কর বলেছেন: সব ক্ষতিপূরণ হওয়ার নয়।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: একদম- সব ক্ষত সারে না- সব সময়। কোন কোন ক্ষত থেকেই যায়। করুনাময় তাকে মৃত্যুর ওপাড়ে শান্তিতে রাখুন। আপনার জন্যও শুভকামনা ...

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

সাইন বোর্ড বলেছেন: এখন অামরা শুধু তার অাত্মার শান্তি কামনা করতে পারি ।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

কিরমানী লিটন বলেছেন: মহান আল্লাহ তাকে শান্তিতে রাখুন ওপাড়ে...
আপনার জন্যও শুভকামনা ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

সনেট কবি বলেছেন: তার জন্য সবাই শোকাহত।

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

কিরমানী লিটন বলেছেন: আল্লাহর দরবারে তেয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি...

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক কে অনেক ধন্যবাদ

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, সেই সাথে মরহুম বাচ্চু ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

হাফ হাতা শার্ট বলেছেন: তার বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া করছি

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কিরমানী লিটন বলেছেন: করুনাময়ের দরবারে তার আত্মার মাগফেরাত ও ওপাড়ে তার জান্নাতুল ফেরদাউস কামনা করছি ...

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

নজসু বলেছেন: প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুর আত্মা শান্তি পাক।
তিনি তার গানের মাধ্যমে আমাদে হৃদয়ে চির আসীন হয়ে থাকুন।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

কিরমানী লিটন বলেছেন: করুনাময়ের দরবারে তার আত্মার মাগফেরাত কামনা করছি ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.