নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

কষ্ট সমাচার ....

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭



ঝিনুক বুকে আগলে রাখা- মুক্তাগুলি-
একলা একা কষ্টে বাঁচে,
দিনের আলোয় লুকিয়ে থাকা শুকতারার
একলা থাকার কষ্ট আছে।

মাল্টিকালার সুঁতোয় বাঁধা-পুঁতির মালায়,
ভারী লকেট- একলা থাকে,
জড়িয়ে থেকেও একলা একা- বিষন্নমুখ
সুঁতোগুলো- বড্ড কাঁদে।

কষ্ট আসে উল্টা পাল্টা কটুক্তিরা-
সুঁতোয় গাঁথা- পদ্ম হলে,
বুকটা কেমন খাঁ খাঁ করে, অধির শোকে-
তাদের দেখা- মায়ার ছলে।

কেবল দেখি দূরের বাতি নিভে গেলে-
অপমানে জ্বলতে থাকে,
বুকের ভীতর জলের স্রোতে-পাথর গড়ায়,
কষ্ট তখন- একলা কাঁদে।

কষ্ট জাগে মুখ ফিরিয়ে- নিজের মতোই
চলতে থাকা- ব্যবচ্ছেদে,
ভুলেই গেছি চোখের জলের- বিন্দু বিন্দু,
একলা হওয়া- একার ফাঁদে।

তবুও বেশ ভালোই আছি- আবোল তাবোল,
রোদের ভীতর ফড়িং খুঁজে,
ঘরে ফিরি যখন দেখি- রাতের আঁধার
শুন্য একা- বুকের মাঝে।

কান্নাগুলো বৈরি বাতাস- ভালো থাকুক,
অবহেলার- কষ্ট ভুলে,
মূর্খ রাতের স্বপ্ন ভরা শতেক সুখের
পথ পাথালি- পাখনা মেলে।

বুক চুবিয়ে নিজের মতো- ঘুমিয়ে থাকুক
ঘুমিয়ে থাকা- কান্নাগুলো,
একাই চলুক শুন্যে থাকুক ঘুম বিহনে-
জেগে উঠার- গল্পগুলো.....!

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসাধারণ লিখেছেন।
শেভেচ্ছা জানবেন।
ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

কিরমানী লিটন বলেছেন: আপনাকে স্বাগতম- আমার ব্লগ বাড়ীর জীর্ণ আঙিনায়। অনেক মুগ্ধ হলাম- আপনার আন্তরিক মতামত পেয়ে। শুভকামনা জানবেন- অনেক ভালোবাসায় ...

২| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: ৮ ছত্রের দারুন ছান্দিক কবিতা!
সুন্দর।

মাল্টিকালার, রকেট শব্দ ভাল লাগেনি।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

কিরমানী লিটন বলেছেন: আপনার মতামতে বরাবরই উজ্জীবিত হয় আমার ক্যাবের প্রতিটি শব্দমালা। লিখার ক্ষুধাটাও জাগিয়ে তুলে- ভীষণভাবে...। পাশেই চাই- এভাবেই...
কবিতাটি কিছুক্ষণ আগেই শেষ করেছি। শব্দের কিছুটা অপূর্ণতা- রয়ে গেছে, জানলাম আপনার মন্তব্য থেকে। যুতসই প্রতিশব্দ খুঁজছি। পেলেই ঝালাই করবো- আবারও ..। ভালোবাসা জানবেন- কৃতজ্ঞ শুভকামনায়...।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

নজসু বলেছেন: অসাধারন।

প্রিয় মানুষ কখনো জেনে শুনে কষ্ট দেয় না,
যদি বা মনের অজান্তে দিয়ে ও ফেলে তার চাইতে বহুগুন বেশি কষ্ট সে পায়

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

কিরমানী লিটন বলেছেন: প্রিয় মানুষের কষ্টটাই বিঁধে পুড়ায়- ক্ষতও সৃষ্টি করে। দাবিটা যে বেশী, তাই দায়টাও ...
অনেক মুগ্ধতায়- উজ্জিবনি পেলাম আপনার আন্তরিক মতামতে। ভালো থাকবেন- অনেক শুভকামনা রইলো।

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল অনুভূতির কথা ।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন। ভালোবাসা জানবেন- অতলান্তিক গভীর থেকে। শুভকামনা রইলো- নিরন্তর...

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: বিজন দা'র সাথে আমিও একমত।

এছারা অসাধারণ লেগেছে। কেমন আছেন? ভাল থাকুন নিরন্তর।

২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

কিরমানী লিটন বলেছেন: বিপুল সুখের, একলা একার আটকে পড়ার কষ্টে আছি
একটা দু’টো ঠুনকো জিনিস- লজ্জা পেয়ে থমকে গেছি...।

এভাবেই আছি- বেঁচেই...।
ভালোবাসা জানবেন প্রিয় মাহবুবুল আজাদ ভাইয়া। কৃতজ্ঞ শুভকামনা- সপরিবার ।
অনেক রঙের পুঁতির মাঝে- লকেটের বড়ত্বও, তাকে একলা করে রাখে। আর একাকীত্বের ভাবনার দুয়ার খুলে কষ্টরা এসে হানা দেয়। এই ভাবনা থেকেই ওই শব্দ দুটোর আশ্রয় নিয়েছি- বিকল্প সমার্থক শব্দ খুঁজছি- যুতসই পেলেই পাল্টে নেবো। ভালোবাসা- আবারও ...।

৬| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব তলিয়ে যাচ্ছে মানবের পদভারে, তারপরও বিশ্বের ২০% মানুষ সাথীহীনতায় ভুগছে!



২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

কিরমানী লিটন বলেছেন: আমি একলা পথের পথিক
তুমি আলোর ভীরেই- থেকো
আমার একলা পথই সঠিক
কেন অন্য ভোরে ডাকো ...।

অনেক ভালো লাগে, আশা- বেদনার সব অলেখার মাঝেই আপনাকে পাই বলে। ভালো থাকবেন- সবার ভালোবাসায়। শুভকামনা রইলো ...। কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানবেন।

৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

সেজুতি_শিপু বলেছেন: ভালো লাগলো ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভকামনা রইলো...

৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,




মানুষের কষ্টগুলো এমনি করেই বুকের ঝিনুকের মাঝে মুক্তো হয়ে লুকিয়ে থাকে।
হাযারো মানুষের ভীড়ে প্রতিটি মানুষই মনে হয়ে - একাকী !

কবিতা সুন্দর হয়েছে ।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

কিরমানী লিটন বলেছেন: কারো কারো ঘর নেই- কেউ ঘর হারা
যাতায়াত পথ নেই- ফিরবার তাড়া।
কেউ কেউ থেকে যায়, একা নির্জন
চীরদুঃখী আড়ালেই, ঈদ- পার্বন...

ভালোবাসা প্রিয় আহমেদ জী এস ভাইয়া, আপনাদের মতো কজনার উৎসাহ - মায়ায় বার বার ব্লগের আঙিনায় ফিরে আসি। শুভকামনা রইলো- অনেক...।

৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

সূর্যালোক । বলেছেন: কবিতা মন দিয়ে পড়লাম । ভালো হয়েছে

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

কিরমানী লিটন বলেছেন: আপনাদের ভালোলাগাই- আমার অকবিতাকে কবিতা হয়ে উঠার স্বপ্ন দেখায়, ভালো থাকবেন- সব সময়। শুভকামনা রইলো...

১০| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা সব সময় পাশে থেকে- সাহস যোগানোর জন্য। ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই- শুভকামনা..।

১১| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৯

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ঝিনুক বুকে আগলে রাখা- মুক্তাগুলি-
একলা একা কষ্টে বাঁচে,
দিনের আলোয় লুকিয়ে থাকা শুকতারার
একলা থাকার কষ্ট আছে।......

আমার মনের কথাগুলো যেন সব কবির কলমে ধরা দিয়েছে। ভালো লাগা রইলো। রইলো শুভ কামনা

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

কিরমানী লিটন বলেছেন: কেউ কেউ ঝরে যায়- শুকনো পাতা,
পড়ে থাকে আড়ালের- শুন্য খাতা...

ঠিক বলেছেন আপু, সবার কষ্ট গুলোর রঙ একই- অবয়বও । তাই মিলে যায়।
আড়ালের শুন্যতা ভেদ করে, স্বপ্নগুলি বেঁচে থাকুক- স্নিগ্ধতায় পেখম মেলে... ভালো থাকবেন- অনেক, সবার ভালোবাসায়। শুভকামনা রইলো। পাশে চাই- এভাবেই।

১২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

আব্দুল্লহ আল মামুন বলেছেন: মন ছুঁয়ে গেল।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা- প্রিয় আব্দুল্লহ আল মামুন ভাই। ভালোবাসা আর শুভকামনা...। পাশে চাই- এভাবেই...

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

শামছুল ইসলাম বলেছেন: কষ্টগুলো মুক্তোর মতই ঝিনুকের বুকে লুকিয়ে থাকে।
কিংবা দিনের বেলায় শুকতারারা যেমন লুকিয়ে থাকে।

কষ্টগুলো একান্তই আপন; ভীষণ আপন।

অসাধারণ কবিতা।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬

কিরমানী লিটন বলেছেন: ছায়ার ভীতর ডুব দিয়ে রয়
ছায়ার আড়াল মন
ছায়ার ছায়ায় ছাই হয়ে তাই
ছায়ায়- অন্যজন।

সাঁজের বেলা চাঁদ ডুবে কয়
ছায়ার আঁধার রাত
ভর দুপুরে চোখ বুঁজে পাই
সূর্য ডুবার স্বাদ।

ভালোবাসা জানবেন- অনেক ....।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

সানজিদা দিয়া বলেছেন: কত কাল এমন একটি কবিতার ক্ষুধা ছিলো মনে। তৃপ্ত হলাম।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

কিরমানী লিটন বলেছেন: স্বপ্ন আমার সুদূর ফেরার-
আর আসেনা কুলে,
ফেরার আশায়, চমকে তাকাই-
চোখের দুয়ার খুলে।

স্বপ্ন তখন আমায় ছেড়ে
অন্য বাগান- ফুলে,
কপাট এঁটে সদর ভীতর
আমায় থাকে ভুলে।

অনেক মুগ্ধতা পেলো- আমার বেদনার কাব্যের প্রতিটি শব্দমালা- শুভেচ্ছায়- শুভকামনা নিরন্তর...।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: কষ্ট বিলাসী কবি
দারুণ ছন্দে এঁকেছ কষ্টের ছবি
একাকী সব কষ্টের ভার,
কেন তুমি বইবে বার বার?
কিছু কষ্ট বিলিয়ে দিয়ে
হালকা হও এবার।
ছন্দোবদ্ধ শব্দের গাথুনিতে
উঠে এসেছে নানা কষ্টের প্রকার।
আমার কষ্টেরা সব গেলো পালিয়ে
শব্দের বাঁধনে ধরা পড়ার ভয়ে।
চমৎকার হয়েছে কবিতা, তবে বানানের ব্যাপারে আরো সাবধান হওয়ার দরকার। ধন্যবাদ।
মাল্টিকালার এর জায়গায় “নানা রঙের” শব্দটা ব্যবহার করা যেতে পারে।

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

কিরমানী লিটন বলেছেন: গোলাপ ফোঁটার সময় যখন
সস্তা আবেগ ডুবে
হয়নি সুযোগ তাকিয়ে দেখা
ভোরের রবি- পুবে।

নরম রোদের সকাল গুলো
হয়নি ছুঁয়ে দেখা,
বিকেল দুপুর সন্ধ্যা সাঁজে
পতিত ফাঁকা- থাকা।

আপনার আন্তরিক মতামতে মুগ্ধ হলাম। উপদেশগুলো ধারন করলাম হৃদয়ে- ভালোবাসা জানবেন, অনাবিল শুভকামনা...।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

বনলতা-সেন বলেছেন: আহারে কষ্ট

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮

কিরমানী লিটন বলেছেন: সাদা কালো কষ্ট গুলি- দিনের আলোয় মিশে থাকে
যেমন করে চাঁদের আলোয় সূর্য ঢাকে- জোছনাটাকে ....

শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.