![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোঁচট খেয়েও হেসে ওঠায় বড্ড স্বাদ পেয়ে গেছি
পুরোনো তাবিজে গলাবন্দী করে হাসতে পারার নামই জীবন
বুঝে গেছি
দৈনিক সংবাদ পড়ি; দেখিনা অতীত ও ভবিষ্যত কিছু
সাজানো আসবাব দেখি
পোষা প্রাণী, গাছ, জীবজন্তু অবসরে ঘুমোতে যায়
বেলকনির স্বপ্ন নিয়ে ঠাঁই বসে আছে নির্বাক শালিক
দুটো কালো কুকুর দৃষ্টি দিচ্ছে ওপাশের কার্নিসে
বর্ষাবঁধু হাত পা রাঙিয়ে ইচ্ছেমতন হাসে কথা বলে হরদম।
এ পাশের কার্নিসে হাসি মুখে দোল খায় দুঃখচোখ নিশ্চুপ
কেউই বলেনি কখনো-
জেগে আছো; ঘুমোওনি কেনো ?
তুমুল বৃষ্টি হবে, ভিজে যাবে। ঘরে ফেরো
ফিরেছো কি ?
দেরি হবে খুব ?
সাবধানে এসো।
এপাশের কার্নিসে ঘুমিয়ে পড়বো ঠিক একদিন- দেখো,
দেখো -
ঠিক একদিন ফেলে আসা ছায়া হব
পরিচিত অবহেলা হব; নিশ্চিত
ঘুমন্ত বেড়াল হব ঠিক একদিন
আমিই তো পারিনি হতে আর কিছু....
ওপাশের কার্নিসে
পড়ন্ত সুখ
শালিকের মুখ
জলে ধোয়া বুক
ছুড়ে দেওয়া শব্দের অহেতুক সুখ
বুনেছিলে ?
বোনোনি তো- ফসলের রূপ
এপাশের বইগুলো বরাবরই চুপ
জ্বেলেছিলো ? জ্বালোনি তো
উঠোনের এক পাশে ক্ষয়ে যাওয়া ধূপ।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে মুগ্ধ হলাম- অনুপ্রেরনায় উজ্জীবিত হলাম- ভীষণ ...
ভালবাবাসা প্রিয় সুহৃদ- শামছুল ইসলাম ভাই ..।
২| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনবদ্য কাব্য।
++++++
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতায় মন ভোরে গেলো কানায় কানায়। ভালোবাসা জানবেন প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই। শুভকামনা- অনেক ..।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+++
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা স্বজন কবি প্রিয় শাহরিয়ার কবীর ভাই। কৃতজ্ঞ শুভকামনায়- অনেক ভালোবাসা...
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
শামছুল ইসলাম বলেছেন: আপনি তো সেই কিরমানী; যাকে একদিন আমি সৈয়দ কিরমানী নামে ডেকে ছিলাম।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
কিরমানী লিটন বলেছেন: এই আমি সে- গাঁয়ের ছেলে
আমায় চিনো নাকি?
আজ এখানে শহরতলে
ছিন্নমূলে থাকি।
এইতো সেদিন সদর- ভীতর
দুঃখ সুখের গানে,
বাবার স্নেহ, মায়ের আদর
ছিলাম সবার প্রাণে।
হ্যাঁ ভাই- "আমি সেই অবহেলা- উৎসব থেকে ফিরে আসা নত মুখ... "
ভালোবাসায় পাশে চাই- এভাবেই...
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
স্রাঞ্জি সে বলেছেন:
এমন কবিতায় মুগ্ধতা না হওয়া যায় না।
কবিতায় +++
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
কিরমানী লিটন বলেছেন: ডুব দিয়েছি ভীরের জলে, শিকড় ছেড়ে- তীর
সহজ ভুলে জড়িয়ে থাকি- মিথ্যে ভাবী পীর,
তোমরা যতই ফানুস উড়াও- একটু সুখের জন্য
আমার সকাল ভিন্নতা দেয়, অন্য মানের জন্য ...।
ভালোবাসা জানবেন প্রিয় স্রাঞ্জি সে, অনেক শুভকামনা রইলো ...।
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫
শিখা রহমান বলেছেন: মনখারাপ করা একাকীত্বের কবিতা। বিষণ্ণ সুন্দর।
শুভকামনা কবি। কবিতায় প্লাস+++
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯
কিরমানী লিটন বলেছেন: ভোরের পাখী গায়নি সেদিন
পায়নি দেখা ভোরের,
রবি বাবুর ঘুম ভাঙ্গেনি
কান্না কিসে- সুরের?
দূয়ার খুলে তাকিয়ে দেখি
বারান্দতে ভীড়ে
প্রতিবেশী সবাই মিলে
লাশটা আছে ঘিরে।
অনেক উজ্জীবিত হলাম প্রিয়কবি শিখা আপু- নিরন্তর শুভকামনা...
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
নজসু বলেছেন: বলার মানুষটি হয়তো হৃদয়ে সুপ্ত হয়ে আছে।
নিশ্চয়ই একদিন দেখা দেবে আর কবিতায় চাওয়া সব কথা বলবে।
কবিতায় ভালো লাগা।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৫
কিরমানী লিটন বলেছেন: ভীড়ের মাঝে চোখবুজে ডুব
তাকিয়ে দেখি একা,
ভীড়ের স্রোতে গা ভাসালেও
শুন্য উঠোন- ফাঁকা!
তীরেই কুড়ে, তবুও দূরে
মাঝ দরিয়া বাস,
হাঙ্গর কুমির খাদ্য খুঁজে
আমার চতুর্পাশ।
ভালোবাসায় অনেক কৃতজ্ঞতা প্রিয় সুহৃদ নজসু ভাইয়া...।
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭
কিরমানী লিটন বলেছেন: উজ্জীবিত হলাম- ভীষণ....
ভালোবাসা নিরন্তর, শুভকামনা প্রিয় রাজীব নুর ভাইয়া...
৯| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সাইন বোর্ড বলেছেন: অনুভবময়, সুন্দর !
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা সুন্দর মতামতের জন্য- শুভাশিস প্রিয় সাইন বোর্ড...
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০
শামছুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।