![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা চুমো নষ্ট- প্রেমের
একটা খুঁজে আশা,
একটা কেবল সুঁড়সুড়ি দেয়
একটা ভালোবাসা।
একটা চুমো লজ্জাহীনা
বাজারজাতের দরে,
একটা তাহার আগাম হয়ে
নয়ন জলে ভরে।
একটা চুমো বনের আবাদ
ছোঁয়াছুয়ি- রোগ,
একটা তাহার অতল পেলো
মানবতার মুখ।
নকল চুমো বাজার পেলেও
সত্য আড়াল ঢাকে,
আসল চুমো গুমরে কাঁদে
কাঁটা তাঁরের- ফাঁকে!
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আরোহী আশা, স্নিগ্ধ ভালোবাসায় উদ্দীপ্ত হোক আপনার আগামী। নিরন্তর শুভকামনা...।
২| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬
ফেনা বলেছেন: অনেক সুন্দর। মুগ্ধতা রেখে গেলাম।
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০
কিরমানী লিটন বলেছেন: আমিও মুগ্ধ হলাম- আপনার ভালোলাগা জেনে। অনেক কৃতজ্ঞতা- আন্তরিক মতামতের জন্য। ভালোবাসা আর শুভেচ্ছা রইলো ...।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০
বিজন রয় বলেছেন: শেষ স্তবকে প্রকৃত কথাটি বলেছেন।
আসল আর নকল দেখতে পেলাম লেখায়, পেলাম চুমো'র অনেক সংজ্ঞা।
আপনার গভীর বোধের সবসময় প্রশাংসা করি।
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
কিরমানী লিটন বলেছেন: ভীষণ উজ্জীবিত হই, আপনাকে কবিতায় পেলে- অনুপ্রেরনাও পাই- অ নে ক ...। বোধের গভীরতা ক'জন মাপতে পারে- বলুন? আপনার সে সক্ষমতা আছে....
ভালোবাসা আর শুভেচ্ছা জানবেন- প্রিয় বিজন রয়- দাদাভাই
৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১
হাবিব বলেছেন: আহা কতো সুন্দর লেখা। হৃদয়ের আকুতি পরিপূর্ণতা পেল যেন। চুমু! ভালোবাসা! বেঁচে থাক আসলেরা।
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
কিরমানী লিটন বলেছেন: হাজার নকলের ভিড়ে আসলরা নিরুদ্দেশি- আঁটকে থাকে কাঁটাতারের ফাঁকে । ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় হাবিব ভাই ...।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
কাঁটা তারের ছবিটা ভারত-পাকিস্তান সীমান্তের হওয়ার সম্ভাবনা; অনেক দু:খের সাক্ষী
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
কিরমানী লিটন বলেছেন: সীমান্ত- কাঁটা তার ভুমিকে দ্বিখণ্ডিত করে কিন্তু হৃদয়কে পারে না- ছবিটা তারই প্রমান...।
ভালোবাসা আর অনেক শুভকামনা প্রিয় গাজীভাই ...।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় রাজীব নুর, শুভকামনা রইলো ...
৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
বাকপ্রবাস বলেছেন: জাস্ট সুপার
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা - প্রিয় বাকপ্রবাস, শুভকামনা জানবেন ...।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
সাগর শরীফ বলেছেন: অসাধারণ লেখা ।
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন- শুভকামনা প্রিয় সাগর শরীফ ভাই ...
৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
আরোগ্য বলেছেন: দারুণ লিখেছেন। বিজনদা যথার্থ বলেছেন।
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
কিরমানী লিটন বলেছেন: আপনাদের প্রতিটি মতামত। উজ্জিবনি শক্তি হয়ে আমার লিখার ইচ্ছাকে বাঁচিয়ে রাখে- নিরন্তর। ভালাবাসা আর কৃতজ্ঞতা প্রিয় আরোগ্য- ভাই আমার ...
১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
মাহমুদুর রহমান বলেছেন: নকল চুমো বাজার পেলেও
সত্য আড়াল ঢাকে,
আসল চুমো গুমরে কাঁদে
কাঁটা তাঁরের- ফাঁকে!
চরণদ্বয়ে একরাশ ভালো লাগা++
২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
কিরমানী লিটন বলেছেন: সাঁজের বেলা চাঁদ ডুবে কয়
ছায়ায় আঁধার রাত
ভর দুপুরে চোখ বুঝে পায়
সূর্য ডুবার স্বাদ ...
ছায়ার ভীতর ডুব দিয়ে রয়
ছায়ার আড়াল মন,
ছায়ায় ছায়ায় ছাই হয়ে তাই
ছায়ায়- অন্যজন ।
ভালোবাসা জানবেন প্রিয় মাহমুদুর রহমান ভাই- অনেক শুভকামনা...।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
নজসু বলেছেন: কু চিন্তা আর সুচিন্তার চুমুর পার্থক্যটা খুব সুন্দরভাবে উপস্থান করেছেন।
শেষের চার লাইনে চিরসত্যটাও তুলে ধরেছেন।
ছন্দ তো দারুণ লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয় নজসু ভাই। অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা সব সময় ...।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
মিজান.ঢাকা বলেছেন: খুবই ভালো লাগলো। শুভকামনা।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
কিরমানী লিটন বলেছেন: আপনাদের ভালবাসাই আমার লিখার সার্থকতা। ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় মিজান ভাই ...।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
আরোহী আশা বলেছেন: অসাধারণ লিখেছেন। খুব ভালো লাগছে। শুভকামনা এতো সুন্দর লেখার জন্য