![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার তখন অঢেল অবহেলা
আমায় ভাবার হয়নি সময়- বেলা
আমার তবু আকুল আহাজারি
বুকের ভেতর বিপুল তাবেদারি।
দুঃখগুলো ছাই হলো সব পুড়ে
দিনের আলোয় রাত্রি গেছে মরে
তুমিও পুড়ো, আমিও পুড়ি একা
জলের সাথে নদীর হয়না দেখা।
আমার পথে আমিই পথিক একা
শুন্যতাকে জড়িয়ে আঁকি সখা,
একজীবনে আরেক জীবন পেলে
তোমার হাতে সাগর দিতুম তুলে।
এই জীবনে নেই জীবনের ভাষা
যুদ্ধ করেই ঢেউয়ের উপর ভাসা
নদীর সাথে মাটির সখ্য হলে
আবাসগুলো ভরতো কোলাহলে।
তোমার দূয়ার আটকে দাড়ি- কমা
শুরুর ভুলে উফশী জাতের ক্ষমা,
শপথ ভুলে মিথ্যে কপাট- আড়ি
সত্য- ছোঁয়ায় ভীষণ কারাকড়ি।
আমার তবু আঁধার খোঁজার স্বাদ
জোছনা বিহীন গুনি- ধারাপাত
এক চিমটি স্বপ্ন আঁকা- তাঁরা
আকাশ দেখা- মেঘ বৃষ্টি ছাড়া।
অধিক শোকে বুকটা তবু খাঁ খাঁ
সময় সমেত কষ্ট খেয়ে থাকা
স্বপ্ন পুড়াই- পুড়ে জীবন ছাই
আমি ছাড়া পুড়ার কেহ নাই.....
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
কিরমানী লিটন বলেছেন: অনিমেষ শুভাশিস- ভালোবাসায় অনেক কৃতজ্ঞতা ভাই মাহমুদুর রহমান। শুভকামনা জানবেন।
২| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
নজসু বলেছেন:
আপনার কবিতা পড়ি।
মুগ্ধতা নিয়ে ফিরে যাই।
ভাব ও ছন্দে
মন মজে যায়।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
কিরমানী লিটন বলেছেন: আপনাদের এই মুগ্ধতাই আমার লিখার ইচ্ছার বাঁচিয়ে রাখার প্রেরণা- শক্তি ...
ভালোবাসা আর শুভেচ্ছা নিরন্তর- প্রিয় নজসু
৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮
নজসু বলেছেন:
মন মজাটা কিন্তু বেদনারও হয়।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
কিরমানী লিটন বলেছেন: বেদনারও সুখ আছে- তৃপ্তিও ...
মরনরে, তুহু মম শ্যামও বরনও রে... ।
ভালোবাসা আর শুভাশিস- আবারও
৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় রাজীব নুর ভাই- শুভকামনা সব সময়ের জন্য...।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
হাবিব বলেছেন: ভালো লেগেছে.........
১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ হলাম- অনেক, আপনার আন্তরিক মতামত জেনে, শুভকামনা আর অশেষ ভালোবাসা রইলো প্রিয় হাবিব ভাই..
৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২১
সুমন কর বলেছেন: সব সময়ের মতো সুন্দর। +।
১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
কিরমানী লিটন বলেছেন: বরাবরই উজ্জীবিত হই আপনার মতামত জেনে- নিরন্তর শুভেচ্ছা আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সুমন কর দাদাভাই। সপরিবার শুভকামনা ...।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয়, শুভ কামনা শতত।
১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
কিরমানী লিটন বলেছেন: উদ্বেলিত হলো অতলের গভীর - আপনার মননের মতামত পেয়ে। ভালোবাসা আর সতত শুভাশিস জানবেন প্রিয় শুভ্র বিকেল ...
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো হয়েছে।