![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুবেহ সাদিক কয়- আঁধারেই আছি
দেরী নয় দেরী নয়- খুব কাছাকাছি,
আলো থাকে আড়ালেই- আঁধারের ভীড়
হাতছানী দিয়ে যায়- সকালের তীর।
সেতারা হেলাল কয়, ঘুমো- ঘোর মাখি
রাত জাগা চোখে ঘোর- মেলে নাই আখি,
এখনও এ আসমান, অমানিশা- ঘোর
খুঁজি তব পান্জেরী - আর কতদূর?
আর কত কালো মেঘ- বৈশাখী সুর
আর কত আহাজারী- ভাসে অশ্রুর,
এই কূলে পিচাষেরা, ভাঙ্গে ঘর- দোড়,
ফিরে এসো পান্জেরী- আর কতদূর?
স্বপ্নের সৈকত, ঘিরে সব চোর
অলি গলি রাজপথে- বিনাশী কুকুর,
বিক্ষত জনপদ দেখা নেই তোর
কোথা তব পান্জেরী- আর কতদূর......?
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
কিরমানী লিটন বলেছেন: আমরা যদি না জাগি মা- কেমনে সকাল হবে ...।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুভাশিস জানবেন- প্রিয় নজসু ভাই।
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
করুণাধারা বলেছেন: পাঞ্জেরী কবিতা আমার পাঠ্যতালিকায় ছিল। এতই ভাল লেগেছিল যে, মুখস্থ করে ফেলছিলাম। আপনার কবিতাটাও খুব ভালো লাগলো।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ হলাম আপনার আন্তরিক মতামত জেনে। ভালো থাকবেন- অনেক শুভকামনায় প্রিয় করুণাধারা ...
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: বহুদূর বহুদূর ...
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
কিরমানী লিটন বলেছেন: দূরত্বের পথ ধরেই একদিন কাছের গন্তব্যে পৌছার উপায় পেয়ে যাবো- সে অপেক্ষায় রইলাম। ভালোবাসা আর শুভাশিস প্রিয় ব্লগার_প্রান্ত ভাইয়ের জন্য ।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
সবুজের ইবনে বতুতা বলেছেন: বর্তমান পরিস্থিতি চমৎকার করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
শুভকামনা।
পোষ্টে +++
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১
কিরমানী লিটন বলেছেন: আমাদের অতীত ছিল ক্ষত- বিক্ষত, আমাদের বর্তমান আরও বীভৎস, আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায় ...।
অনেক ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় সবুজের ইবনে বতুতা ভাই।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় একরাশ ভালো লাগা।
ছবিতে এদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া উচিৎ।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
কিরমানী লিটন বলেছেন: আইনের হাত নেই- দেখে না সে অন্ধ
অন্যের দাস ছাড়া- কাজ কাম বন্ধ ...
ভালোবাসা আর শুভকামনা সুহৃদ প্রিয় মাহমুদুর রহমান ভাই।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
কলাবাগান১ বলেছেন: গন্তব্য তো একটাই ...রাজাকারদের গাড়ীতে আবার পতাকা
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
কিরমানী লিটন বলেছেন: কেউ রাজাকার ভাঙিয়ে মুক্তিযোদ্ধা খায়- আবার কেউ মুক্তিযোদ্ধা ভাঙিয়ে রাজাকার খায়!!! সবাই খাদক...।
ভালো থাকবেন- সবার ভালবাসায়..।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সাদা মনের মানুষ বলেছেন: গতকালকের ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপি পরস্পর দোষ দিয়ে পার পেতে চাচ্ছে। আমি বলি প্রত্যেকের চেহারা ক্যমেরায় ধারণ করা আছে। ওরা যে দলেরই হোক আইনের আওতায় নেওয়া হোক।
কবিতায় ভালোলাগা একরাশ।
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
কিরমানী লিটন বলেছেন: সহমত....
সমস্যাটা হলো এদেশের রাজনৈতিক পতিত- পতিতারা আয়নায় আপন অবয়ব না খুঁজে সারাক্ষন অন্যের পশ্চাদদেশের ছিদ্র হাতড়িয়ে ক্লান্ত হয়- হচ্ছে।
মতামতে সত্যটা বলায় অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহ,
পয়লা দু'চরণ আমিও কভু বলেছিলেম কোথাও...
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
কিরমানী লিটন বলেছেন: একদম ঠিক
আমার ফেবু পোষ্টের মন্তব্যে। তা থেকে অনুপ্রাণ পেয়ে এ কবিতার জন্ম। তার জন্য কি করি আজ ভেবে না পাই- ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা- অতলের গভীর থেকে।
নিরন্তর ভালোবাসা জানবেন। কাঁটা দিয়ে কাঁটা তুললাম- মানে আপনার দৃষ্টির আলোয়- আপনার দৃষ্টি কারলাম। সেটাই কবিতার সার্থকতা । ভালোবাসা প্রিয় জেসন ভাই। আবারও কৃতজ্ঞতা
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ইয়ে,
জেসন ভাইটা আবার কে?
চেনেন নাকি?
সত্যিই চেনেনতো?
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
কিরমানী লিটন বলেছেন: চিনি মনে হয়- " তোমাকে কোথায় যেন দেখেছি.... "
আপনার আত্মা- প্রেতাত্মাও হতে পারে।
ভালোবাসা- আবারও ...
১০| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিতা কলাবাগানের সাথে একদিন সারাদিন আড্ডা দেয়ার বড়ই হাউস.....
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
কিরমানী লিটন বলেছেন: দেরি নয় দেরি নয়- খুব কাছাকাছি ....
কিন্তু অনেকের ভিসা নাকি- কনফার্ম, সমস্যাটা সেখানেই। অর্থাৎ " তারা যাবে মার্কেটে বাড়ীতেই নেই... "
১১| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন: দেশের নেতারা খালি কয় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই ; এখনও এদেশের সাধারণ জনগণের জানা হল না, এই অশুভ শক্তি কী!
কবিতা ভালো লেগেছে++
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
কিরমানী লিটন বলেছেন: তিন চারে বার হয়- এই সহজ বোধটাই তাদের হলো না আজও- তাই তারা ভোলানাথের নব্বইই থেকে গেলো ...। " দিনে দিনে সব বাড়িছে দেনা ..."
ভালোবাসা আর শুভকামনা প্রিয়কবি শাহরিয়ার কবীর ভাই, অনেক শুভকামনা জানবেন।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
নিত্যন চক্রবর্তী। বলেছেন: অসাধারণ।
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন সুপ্রিয় সুহৃদ নিত্যন চক্রবর্তী দাদাভাই ..।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
সাইন বোর্ড বলেছেন: অাশাবাদি মানুষ, দেরীতে হলেও সে তার লক্ষ্যে পৌছাবে একদিন...
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
কিরমানী লিটন বলেছেন: আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়, আসছে আগামী সুন্দরেরই জয় হবে....
ভালোবাসা আর শুভকামনা রইলো- শুভ দিনের প্রত্যাশায়।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
কলাবাগান১ বলেছেন: "কি করি আজ ভেবে না পাই বলেছেন: মিতা কলাবাগানের সাথে একদিন সারাদিন আড্ডা দেয়ার বড়ই হাউস..... "
আড্ডা দিবেন তবে আমি বাংলাদেশে আসলে......কিন্তু যে দেশের মানুষ এই দেশের প্রতিস্ঠা করার মহানায়কের হত্যা দিবসে আনন্দ উৎসবে ফেইক জন্মদিন পালন করে সেই দেশে ফিরে আসার জন্য মন কাদে না ....আড্ডা দেওয়ার জন্য ও না
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
কিরমানী লিটন বলেছেন: ... আড়ালে তার সূর্য হাসে ...
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে???
শুভকামনা রইল প্রিয় কলাবাগান১- অনেক ভালবাসায়।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ গুলোতে এরকম হবেই।
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: তবুও- এ অবস্থার পরিবর্তন হোক, আলো আসুক ...
শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা সারাক্ষন- সারাবেলা।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আমাদের সবার ই প্রশ্ন আর কত দূর ?
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
কিরমানী লিটন বলেছেন: একদিন ঠিক ঠিক, চিনে যাবো দিক- পথ ভুলে গেলে ...
সুদিন আসুক- আমাদের মানচিত্রে, শুভকামনা জানবেন সুপ্রিয় মনিরা সুলতানা আপু- সশ্রদ্ধ শুভকামনা জানবেন।
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আসবেই নতুন সকাল। যদি রাখি প্রত্যয়।। হবে হবেই জয়
১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
কিরমানী লিটন বলেছেন: "... বুকের গভীরে আমরা জেনেছি যে, আমরা করবো জয়- একদিন...।"
ভালো থাকবেন- সবাইকে নিয়ে, শুভকামনা সব সময়ের জন্য সুহৃদ প্রিয় আব্দুল্লাহ্ আল মামুন ভাই।
১৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
শামছুল ইসলাম বলেছেন: পাঞ্জেরী কবিতার কথাটা স্মরণ করিয়ে দিলেন।
দারুণ প্রতিবাদী কবিতা।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছে, ফররুখ আহমেদের পাঞ্জেরী কবিতা থেকে অনুপ্রাণ পেয়ে বর্তমানের আবহে এ লিখা। ভালো থাকবেন প্রিয় শামছুল ইসলাম ভাই, নিরন্তর শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
নজসু বলেছেন:
এদের জীবনের মায়া নেই।
এরা কি পরিণতির কথা ভাবে না?
তবু আমরা অপেক্ষায় থাকি।
সকাল একদিন হবেই।