![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের তো একই পাহাড়ে হেঁটে বেড়ানোর কথা ছিল; ছিল তো ?
---, ছিল না ? ছিল।
একই সবুজ আর বৃষ্টিতে ভিজে হাঁটা আর একই জলে সাঁতার কাটার কথা ছিল।
একই সকাল বেয়ে উঠতে উঠতে একই দুপুর।
দুপুর গড়িয়ে বিকেল, সন্ধে রাত অবধি...
একই আঁধারে উষ্কে উঠার কথা ছিল- ছিলো না ?
দিনের বেশিটা সময় একই দিকে ছুটে গিয়ে
ক্ষুধার্ত জঙ্গল ছেনে ছুনে পাকা ফল কাঁচা ফল,
সরষে হলুদ পাখির বাসা আবিষ্কার করে হেসে ওঠার কথা ছিল।
তারুণ্যকে হাতের মুঠোয় পুরে নিয়ে বলার কথা ছিল-
‘এই দেখো রোদ, জীবন !
এই জীবনের নাম হলুদ ফসল- দেখেছো ? ’
অথচ কিচ্ছু হয়নি। জন্মাবধি ভাষাহীন চোখ; সম্মিলিত কিচ্ছু দেখেনি !
কী যুদ্ধ, কী অবদমিত আহ্লাদ, উড়ন্ত আনন্দ, কী হাসি- কিচ্ছু না !
কোনোদিন কী বুঝেছো ?
রোদের আরেক নামই জীবন- জীবনের সাথেই সব।
বোঝনি; বৃষ্টির অপর নাম ক্ষুধা
আর ভয়ংকর ক্ষুধার্ত রাতের নাম ই যুদ্ধ !
হায় জীবন- হায় সোনালী রোদ...।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
কিরমানী লিটন বলেছেন: একদম....
কিন্তু যুদ্ধেরও শেষ আছে- জীবনের...? জীবনের ওপারেও পরে থাকে অনন্ত অপেক্ষার জীবন- হায়, জীবন!!!
ভালোবাসা আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয়- আখেনাটেন। পাশেই চাই- এভাবেই....।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আশাকে লালন করতে হয়, কর্মকে কন্ট্রোল করতে হয়, পরিবেশের সাথে তাল মিলায়ে কিংবা সংগ্রাম করে টিকতে হয়
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
কিরমানী লিটন বলেছেন: "যে জীবন শালিকের কৃষ্ণচূড়ার- মানুষের সাথে তার হয়নাকো দেখা..।"
আপনার আন্তরিক আর মননের মতামতে বরাবরই উজ্জীবিত হয় আমার লিখার কলম। ভালো থাকবেন- মানুষের মাঝেই..। অনেক ভালোবাসা রইলো প্রিয় চাঁদগাজী ভাই।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
রাজীব নুর বলেছেন: মানুষ কথা দেয়, কথা না রাখার জন্য।
এক জীবনে মানুষের অনেক কিছুই পাওয়া হয় না।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
কিরমানী লিটন বলেছেন: "যেভাবেই তুমি সকাল দেখো- সূর্য কিন্তু একটাই ..."
ঠিক বলেছেন, জীবন মানে- আফসোসের মেঘে, চাতকের চোখ। ভালোবাসা রইলো অতলের গভীর থেকে। শুভকামনা অনেক- প্রিয় রাজীব নুর ভাইয়ার জন্য ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তবতা এমন ই হয়।।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কিরমানী লিটন বলেছেন: ঠিক তাই, বহু বিচিত্র এই জীবন- তার চেয়েও বিচিত্র এর খসখসে পথচলা..। তাই দুইয়ে দুইয়ে এখানে চার হয় না- সব সময় ...। অনেক কৃতজ্ঞতা- আন্তরিক মতামতে পাশে থাকার জন্য। ভালোবাসা প্রিয় আব্দুল্লাহ্ আল মামুন ভাই ।
৫| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা।
২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১
কিরমানী লিটন বলেছেন: অনেক উজ্জিবনি পেলো আমার অকবিতার প্রতিটি পংতিমালা- কৃতজ্ঞ শুভাশিস জানবেন প্রিয় মনিরা সুলতানা আপু। ভালো থাকবেন, সব সময়..।
৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
হাবিব বলেছেন: বাস্তবতা...........
২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
কিরমানী লিটন বলেছেন: মতামতে মুগ্ধতা পেলাম - প্রেরণাও...
ভালোবাসা জানবেন- অনেক শুভকামনা প্রিয় সুহৃদ হাবিব ভাই।
৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫১
সোহানী বলেছেন: অসাধারন কবি.....
২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামত সব সময় আমার লিখার ইচ্ছাকে শাণিত করে, প্রেরনায় উজ্জীবিত হই। অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা প্রিয় সোহানী আপু।
৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
নজসু বলেছেন:
বেশ তো রোদের নাম জীবন।
বৃষ্টির নাম ক্ষুধা।
ভয়ংকর ক্ষুধার্ত রাতের নামই যুদ্ধ।
তাহলে কি দাঁড়ালো?
বৃষ্টি যখন নামে রোদ তখন আড়ালে থাকে।
রোদ যখন সোনালী রোদ ছড়ায় বৃষ্টি তখন নামতে ভুলে যায়।
কারও সাথে কারও সাক্ষাত হচ্ছে না বললেই চলে। ( খেঁকশিয়ালের বিয়ে বাদে )
যুদ্ধ চলাটা স্বাভাবিক।
কারণ দুজনে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছেন।
তাই নিজেদের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে না।
হয় দুজনে রোদ হন।
নয় দুজনে বৃষ্টি হন।
যুদ্ধ নয়; সন্ধি হবে।
প্রিয় কবির, কবিতার শব্দ বুনন আমার অসম্ভব ভালো লাগে।
২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২
কিরমানী লিটন বলেছেন: " যেভাবেই তুমি সকাল দেখো- সূর্য কিন্তু একটাই ...।"
আপনাদের এই ভালো লাগার আন্তরিকতাটুকুই আমার কাব্যের তৃষ্ণাকে বাঁচিয়ে রাখে। অনেক তৃপ্ত হলাম আপনার মননের বিশ্লেষণে আন্তরিক মতামত জেনে। ভালোবাসা জানবেন- অতলান্তিক অতল থেকে। শুভকামনা প্রিয় নজসু , ভাই আমার..।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
ওয়াহেদ সবুজ বলেছেন: জগতের যাবতীয় হতাশার দেখা মিললো এখানে- ‘হায় জীবন- হায় সোনালি রোদ’!
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
কিরমানী লিটন বলেছেন: হোঁচট খেয়ে জীবন শিখে
পড়ে পড়ে হাঁটা,
সুবাশ পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা ...
অনেক ধন্যবাদ প্রিয় ওয়াহেদ সবুজ ভাই- মন্তব্যে পাশে থাকার জন্য ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
আখেনাটেন বলেছেন: জীবন মানেই যুদ্ধ। এই নিয়েই বেঁচে থাকা।