নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অবহেলার প্রেম- মৃত্যুর চাওয়া...

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯



সাধ ছিলো নীল টিপে তোমাকে দেখার
আরো কিছুদিন দৃষ্টিশক্তি চাই; আর কিছু নয়।
আরো কিছুদিন জলের কিণার, পাখপাখালির গান, বাঁশপাতার সুর
ভেজা কাপড়ে মেঘের ওড়াউড়ি, আকাশ বাতাস নদী
আরো কিছুদিন জলের মিশেলে
বৃষ্টি ছোঁয়া বিকেল
অপলক ভালোবাসা রয়ে গেছে বাকি।

তোমার খয়েরি কামিজে, ঝরে পড়া বাদামি বোতাম
অসাবধানে চশমাটা ভুলে ফেলে যাওয়া দুপুর
দেখার অনেক ছিলো বাকি
আরো কিছুদিন নীল রং নীল থাকে কিনা বোঝার ছিলো
বড্ড ধোঁয়াশা আঁধার সব
আলো খাওয়া হৈচৈ
হিসেবের বাইরেও অনেক হিসেব অবহেলায় মরে যায়
থাকুক সেসব।

নীল, আরেকটু গাঢ় হতে পারো ?
ধোঁয়া গিলে নাও, বেড়ে ওঠো অন্য রঙে
আকাশ পেরিয়ে অন্যখানে যাও
অরেকবার ভালোবাসো পৃথিবী
আমাকে দেখো অন্য ভাবে
বিরাট থলের ভিতর পড়ে আছে অঢেল আবির- তুলে নাও
ছড়াও দু’ধারে, আৎকে উঠুক দশদিক জোরে
কাঁদুক
ভেঙ্গে যাক বর্তমান পাশব সময়
এরকম বর্তমান দরকার নেই আর
এই স্রোত আসলে স্রোত নয় কোনো
এই উচ্ছ্বাসে আনন্দ নেই কোনো
বিকট গভীর ক্ষতের গহ্বর
ভাঙ্গুক
কাঁদুক বাতাস
সূত্রের বাইরেও কঠিন সত্য থাকে পড়ে
থাকুক ।

সাধ ছিলো- তোমাকে দেখার
অপেক্ষা জাগা ভোরে
হলো না কিছুই………
না হোক
ভালো থেকো নীল টিপ, রাঙা হাসি ঠোঁট
ভালো থেকো প্রিয় চোখ; নীলের পীযূষ
ভালো থেকো পরিচিত দূরদেশ'
কাঁটার ছোবল
ভালোবাসা ছোবলে মরে না তত
অবহেলায় মরে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

সাইন বোর্ড বলেছেন: বেঁচে থাকুক ভালবাসা...

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

কিরমানী লিটন বলেছেন: থাকুক...
ধন্যবাদ আর কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় সাইন বোর্ড।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নজসু বলেছেন:



ভালোবাসার মানে যদি অবহেলা হয় ...........
তাহলে এমন ভালোবাসাকে কে চায়?


আমি আপনার নামেও মামলা করবো।
কারণ আপনার কবিতা পাঠ করলে জগৎ সংসার স্থবির হয়ে যায়।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

কিরমানী লিটন বলেছেন: স্থবিরতার পরেই স্নিগ্ধ সকালের মিষ্টি রোদের হাতছানি। সে সকাল চুমো দিয়ে গড়িয়ে পড়ুক আপানার নিকানো আঙিনায়। ভালোবাসা চিরন্তর অনেক শুভকামনা প্রিয় নজসু- সুহৃদ স্বজন ...

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

বিজন রয় বলেছেন: আমি কখনো বুড়ো হতে চাই না।
মানুষ বড়ো হলে কি কবিতা বুড়ো হয়

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

কিরমানী লিটন বলেছেন: হা হা হা ...
সময়ের ভাঁজে ভাঁজে বয়সের ছাপ, তাই কবিতার শরীরে তার বয়েসি ক্ষতের চিহ্ন।
ভালো থাকবেন প্রিয় বিজন রয় দাদাভাই, তারুণ্য উদ্দীপ্ত রাখুক আপনার শরীর- মন, আমৃত্যু ...।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসাধারণ কবিতা.....

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রাণ পেলো আমার কবিতার প্রতিটি শব্দমালা, আপনার আন্তরিক মতামত জেনে। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন- অনেক শুভকামনা ...

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালো লেগেছে মিঃ কিরমানী লিটন

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ পাঠ আর মতামতের জন্য। ভালোবাসা জানবেন প্রিয় সুহৃদ- শুভকামনা জানবেন।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

ভালবাসা মরে অবহেলায়!

বিষন্নতা ছুঁয়ে গেল পরতে পরতে।
ভাল লাগা রইল কবি।

+++

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

কিরমানী লিটন বলেছেন: অনেকদিন পর পেলাম প্রিয় বিদ্রোহির পরশ। ভালো আছেন আপনি? ভালোবাসা আর শুভকামনারা ঘিরে রাখুক আপনার ঘর- দূয়ার। ভালোবাসা জানবেন।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

হাবিব বলেছেন: অন্যরকম অনুভূতি........

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় হাবিব ভাই- শুভকামনা সব সময়ের জন্য।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বিষন্ন ভালোবাসা ফিকে নয় বরং গাঢ় নীল হয়ে থাকুক আজীবন । কবিতা সুন্দর হয়েছে।

শুভেচ্ছা নিয়েন।।

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন- প্রিয়, পদাতিক চৌধুরি ভাই। ভালো থাকবেন সব মময়...

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
তবে আবেগটাকে কন্টোলে রাখুন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

কিরমানী লিটন বলেছেন: আবেগের ঢেউয়ে ভাসে
খেয়ালের ক্ষন,
আবেগটা গিলে খায়
যন্ত্রের মন।

ভালোবাসা আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন- প্রিয় রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.