![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসব- পার্বনে, নিত্যই রোজা
ঠেলাগাড়ী পরিবারে, আরও ক্ষুধা- বোঝা,
ঘামে ভেজা নিঃশ্বাস, নতঃশীর- কুঁজা
বোধ- প্রতিবন্ধী, সুজাত আলী সুজা।
নিয়তির করুনায়, বাঁচে- মশকরা
ক্ষুধিতের হাহাকার, ভাগারের- মরা,
অসময়- দায়ে ফুটা, নতমুখ- ঝরা
সুজাত আলী সুজা তিনি, সাং- সাতকুড়া।
চৌকিদার দাদা ছিল- হুকুমের প্রজা
কবিরাজ বাবা তার- নামকরা ওঁঝা,
মা ছিল বিধাতার- বন্দনা পুঁজা
সুজাত আলী নাম তার, লোকে বলে- সোজা।
হাট ঘাট মসজিদ, যেথা যাক সুজা,
শুধাবার উত্তরে, "বলে কেন- সোজা"
সেই থেকে সুজাত আলী, সুজা নয়- সোজা
জুতা নাই স্যান্ডেলও- পায়ে থাকে মোজা।
একদিন ভোরে ছিল প্রতিদিন- রূপ,
বাবা ছিল বাড়িতেই, মা নিশ্চুপ।
সারা বাড়ী মৌ মৌ, লোবান আর ধূপ
সুজাত আলী সেই শেষ- হেসেছিল- খু উ ব...।
এরপর গল্পটা- শুধু কান্নার
ইট কাঠ পাথরের- বুনো হাহাকার।
কেঁদে ভেসে মাকে খুঁজে, দিন রাত- ভোর,
সুজা হলো ভবঘুরে- ভুলে ঘর- দ্বোর।
এ জীবন কেন শুরু, কোথা তার শেষ,
কেন তার এত রূপ, কত তার- বেশ !
বোধ- প্রতিবন্ধী, তবু বুঝে সুজা
বাঁচবার সব পথ, বাঁকা- নয় সোজা...।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগার গন্তব্য ছুঁতে পেরে আন্দোলিত হলাম- অ নে ক ...
ভালোবাসা জানবেন প্রিয় সারথি- অগ্নি সারথি ভাই, শুভকামনা সব সময় ....।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা আর ভালোবাসা অফুরান- প্রিয় রাজীব নুর ভাইয়ার জন্য ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা পাঠ মুদ্ধ করলো।
++++
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
কিরমানী লিটন বলেছেন: আমিও উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মতামত জেনে। ভালোবাসা জানবেন প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই, অনেক শুভকামনা রইলো।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংলার নাগরিক সুজা
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন প্রিয় চাঁদগাজী ভাই- অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো...।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুজা।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
কিরমানী লিটন বলেছেন: সুজাত আলী সুজা
জঞ্জাল সমাজের তিনি এক বোঝা
বাঁকা পথে ভিড় তাই
তার চলা- সোজা...
ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা সুপ্রিয় কবি- সেলিম আনোয়ার ভাই।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
হাবিব বলেছেন: আসলেইকি সোজা? কবিতা সুন্দর হয়েছে
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
কিরমানী লিটন বলেছেন: আসলেই ভাই- সোজা....
ভালোবাসা নিরন্তর।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭
নজসু বলেছেন:
সাতকুড়ার সুজাত আলী একদিন ঘরছাড়া ঠিকানাবিহীন।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১
কিরমানী লিটন বলেছেন: সুজাত আলী- সুজা
ঘরহীন ভবঘুরে
বাঁকা, নয় সোজা ...।
ভালোবাসা আর অতলের শুভেচ্ছা প্রিয় নজসু ভাই। শুভকামনা সব সময়।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
অগ্নি সারথি বলেছেন: বাঁচবার সব পথ, বাঁকা নয় সোজা!
সুন্দর হয়েছে কবি!