নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

এই সাকিন- এই নিবাস...

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭



আমার গাঁয়ের মাটিতে, কোন সে মায়া- টানেতে,
ঝিনাই আর ঝালুপাড়া- ডাকছে আমায়,
খুঁজে মন কাঁদে এখনও যে নীল যমুনা
আমার আর শিকড় ছোঁয়া হলো না......!

সে বাতাস ঢেউ খেলে যায় মাঠের ফসল
সে মাটি গন্ধমাখা প্রাণের অতল,
সাধের ঐ একতারাটা ডাকছে আমায়- ব্যকুল করে,
মন আমার ধরে রাখা যায় না...।

ও আমার বলগা হরীণ ইচ্ছে আঁকা দুপুরগুলো,
ও আমার দস্যিপানা চান্দাদিঘীর পথের ধূলো,
ও আমার ঘুমপাড়ানী মাসীপিসী স্বপ্ন ডাকা
ও আমার একফালি চাঁদ গাছের ফাঁকে ইচ্ছে আঁকা।

ও আমার নকশী কাঁথা শীতল পাটী- তালের পাখা,
ও আমার ভোরের চোখে কুসুম কুসুম প্রাণের সখা,
ও আমার আরাম নগর শিমলা বাজার ভুড়ার বাড়ী,
ও আমার গন্ধমাখা মায়ের আঁচল মায়ার গাড়ী।

ও আমার সাঁজের মায়া- সন্ধ্যামালা দুপুর বেলা,
ও আমার ডানপিটে মন আম কুড়ানো ছেলেবেলা,
ও আমার মেঠো পথে মল্লিকা দি- সিঁদুর খেলা,
ও আমার একতারা সুর মাঠের ফসল- রাখাল বেলা।

ও আমার সাতপোয়া পোগলদিঘা বয়ড়া বাজার,
ও আমার আকাশভরা চন্দ্রতারার রাত্রী হাজার।
ও আমার জাফরশাহী বাউসী বাজার, চাপারকোনা,
ও আমার সবুজ মনে ফুল পাখীদের স্বপ্নবুনা।

সে আকাশ মেঘ বৃষ্টি, ইদুর বিড়াল, রোদ্দু- খেলার,
রাত্রীও- ঘুমিয়ে পড়ে আলসেমিয়ে অবহেলার,
সে কুলে মন খারাপের সন্ধ্যা ডাকা বিকেল হলে,
ভাসী রোজ নীল জোছনা, ইলশেগুড়ি চোখের জলে।

খুঁজে মন কাঁদে এখনও সে নীল যমুনা
আমার আর শিকড় ছোঁয়া হলো না.....!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

বিজন রয় বলেছেন: শিঁকড়ের টান, মাটির স্পর্শ।
++++

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন প্রিয় বিজন রয়, দাদাভাই।
মাটির আদরেই সযত্নে টিকে থাকে শিকড়। শিকড়ের টান তাই অন্তর্গত বন্ধন- সকলের....

ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুঁজে মন কাঁদে এখনও সে নীল যমুনা
আমার আর শিকড় ছোঁয়া হলো না.....!
সুন্দর লিখেছেন মিতা ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগার আন্তরিক মতামত আমাকে আরও উৎসাহিত করে- সব সময়। ভালোবাসা জানবেন। ভালো থাকবেন- সবাইকে নিয়ে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্র মনোমুগ্ধকর।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

কিরমানী লিটন বলেছেন: সব লিখায়- আপনার প্রেম কাঁটার মতো লেপটে থাকা, দারুন উজ্জীবিত করে আমায়- আমার অকবিতারাও কবিতা হওয়ার স্বপ্ন দেখে। ভালো থাকবেন- সবার ভালোবাসায়। নিরন্তর শুভকামনা জানবেন প্রিয় রাজীব নুর ভাই।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: মাটি মানুষকে টানে....
তাই তো ফিরে যাই গ্রামের পানে...

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

কিরমানী লিটন বলেছেন: একদম ...

অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানবেন। সময় নষ্ট করে পাঠ আর মতামতে জাগিয়ে রাখার জন্য। স্নিগ্ধ শুভকামনা রইলো প্রিয় আর্কিওপটেরিক্স- সুপ্রিয় সুহৃদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.