![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নে বুবু সারা বেলা
এই নে সকাল- ভোর,
এই নে বুবু আঁধার রাতে
অমানিশা- ঘোর।
এই নে বুবু দেশ পতাকা
এই নে পাখির গান,
এই নে বুবু মানচিত্র
এই নে সংবিধান।
এই নে বুবু জজের কলম
এই নে ইভিএম,
এই নে বুবু মিথ্যে মূলোর
ভোটার বিহীন গেম।
এই নে বুবু পালের নৌকা
এই নে ধানের শীষ,
এই নে বুবু কাস্তে লাঙ্গল
দাঁড়ি পাল্লাও নিস।
এই নে বুবু বাঁশি- ইসি
এই নে সুশীল মুচী,
এই নে বুবু গণতন্ত্রে
নোবেল জয়ের সূচী।
এই নে বুবু রব কাদের
এই নে কামাল মান্না,
এই নে বুবু মেনন ইনুর
তোষামোদী রান্না।
এই নে বুবু জাসদ বাসদ
এই নে জাকের পার্টী,
এই নে বুবু বদু চাচার
পুরো খেলার মাঠটি।
এই নে বুবু মুক্তিযোদ্ধা
এই নে রাজাকার,
এই নে বুবু হেফাজতি
এই নে স্বৈরাচার।
এই নে বুবু হাজার খুনী
এই নে বুবু কিলার
এই নে বুবু স্বাধীনতা
এই নে সেতুর পিলার।
এই নে বুবু ভারত দাসী
এই নে বুবু জালেম
এই বুবু খুন খারাবী
এই নে বুবু আলেম।
এই নে বুবু দায়রা জজের
এই নে বুবু কোর্ট
এই নে বুবু সিল মারা
ষোল কোটির ভোট।
এই নে বুবু শেয়ার বাজার
এই নে ব্যাংক বীমা
এই নে বুবু লুটের টাকায়
রান্না স্বাদের কিমা।
এই নে বুবু কাশির সিরাপ
এই নে বুবূ নাপা,
এই নে বুবু শফি হুজুর
স্বৈরাচারী জাপা।
এই নে বুবু মুষ্টির চাল
এই নে গোলার ধান,
এই নে বুবু মোহের গদি
ইশতেহারের জ্ঞান ....।
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
কিরমানী লিটন বলেছেন: গণতন্ত্রের সালাম নিন
ভোটের দিনে- ঘুম দিন
২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুবু নিক কিংবা না নিক ,
আপনি ভালো লাগা নিন পোস্টে
লবন হোক বা না হোক
চিকেন পোলাও কিংবা রোস্টে !
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
কিরমানী লিটন বলেছেন: আগাম অতীত হরন করে
হীরক রাজার বেশ
প্রচার করি আমরা এখন
মধ্য আয়ের দেশ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি ছড়া লিখেছেন। কিন্তু কে শুনবে কার কথা!
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
কিরমানী লিটন বলেছেন: এই আকাশে শকুন ছায়া
এই পতাকা ছড়ায় ভয়,
দাসের জীবন এর জনতা
এ নদী জল আমার নয়।
ভালোবাসা প্রিয় খায়রুল আহসান ভাই
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছড়া লিখুন
আমাদের জাগ্রত করুন ।
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
কিরমানী লিটন বলেছেন: মায়ের ভাষা নির্বাসনে
রাষ্ট্রভাষা বুলেট,
রাষ্ট্র নায়ক ফেরিওয়ালা
দেশর গলায় টু-লেট।
ভালোবাসায়- সাথেই আছি..।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
নজসু বলেছেন:
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
কিরমানী লিটন বলেছেন: মানচিত্র খামচে খেলো
উফশী জাতের মিথ্যেরা
সত্য এখন ঘাটের মরা
ভবঘুরে- তীরহারা।
বুকভরা ভালোবাসা প্রিয় নজসু ভাই আমার....
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮
ঢাবিয়ান বলেছেন: তোরা যে যা বলিস ভাই
ক্ষমতা আমি চাইই চাই
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
কিরমানী লিটন বলেছেন: সব শকুনী দখল রাখে
ভাগার অধিকার,
ইচ্ছে ডানার খেঁচর হয়ে
সাঁজে স্বৈরাচার।
লাল সবুজের স্নিগ্ধ ছাঁয়ায়
তেমন পিচাষ মুখ,
নাম রেখেছো স্বাধীনতা
গনতান্ত্রিক সুখ।
নির্বাচনকালীন সরকার নামক মশকরার ভালোবাসা ...
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে অবাক হয়ে ভাবি !!!!
এত এত শিক্ষিত, সচেতন বোধ বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ গুলো কোন আফিমে ভুলে আছে সব !!!
অসাধারণ লেখায় ভালোলাগা রাখলাম।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
কিরমানী লিটন বলেছেন: ভরসা পেলাম রাজাকারে- ভরসা ভুয়াযুদ্ধা,
ভরসা পেলাম চোর ডাকাতে- ভরসা বুদ্ধি-বোদ্ধা।
ভরসা পেলাম সংখ্যালঘু- ভরসা মায়াকান্না,
ভরসা পেলাম নুডুলস দিয়ে- কেকা আপার রান্না।
ভরসা পেলাম শিল্পগুনে- প্রশ্ন ফাঁসের খেল,
ভরসা পেলাম জিপিএ আর একশো ভাগের তেল।
ভরসা পেলাম সাগর রুনী- তনু খুনের রেশ,
ভরসা পেলাম মিথ্যে- মূলো, মধ্য আয়ের দেশ।
আমার আর কোথাও যাবার নেই- কিচ্ছু বলার নেই....
অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় মনিরা'পু।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
লেভেল প্লেইং গ্রাউন্ড.....???
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
কিরমানী লিটন বলেছেন: তুমি দেখো মেঘ জমেছে
বৃষ্টি নামবে অনেক্ষন,
আমরা আকাশ- মেঘ দেখিনা
মন খারাপের বিজ্ঞাপন।
লেভেল প্লেইং গ্রাউন্ড- রেফারী নিজেই সেখানে খেলোয়াড় । ভালোবাসা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
হাবিব ইমরান বলেছেন: গায়ে লবণ দেয়া টাইপের ছড়া লিখেছেন দাদা। ভালোবাসা নিবেন। মিথ্যার আড়ালে সত্য এখন অসহায়। মায়া হয় খুব।
১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
কিরমানী লিটন বলেছেন:
আইনের চোখ নেই
দেখে না সে- কানা,
অন্যের চোখে দেখে
সকলেরই জানা।
চোখ ছাড়া যে আইন
লোকে বলে অন্ধ,
ভন্ডের চোখে দেখে
হারায় সে- ছন্দ.....
শুভকামনা সুপ্রিয় দার্শনিক ইমরান ভাই..।
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: সব সমস্যার কথা লিখত্রে থাকুন।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ শুভকামনা আর ভালোবাসা জানবেন প্রিয় রাজীব নুর ভাই..।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবি আপনি ভাললাগা নিন
আরও কবিতা উপহার দিন।
++++++++++++++++
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫২
কিরমানী লিটন বলেছেন: আপনিও ভালোবাসা নিন- আপনার নীরোগ দেহে নিরাপদ ও সুস্থতা কামনা করছি। শুভকামনা নিরন্তর প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার মত প্রতিমন্তব্যেও বেশ কিছু সুন্দর কথা বলেছেন, কবি!
"এই আকাশে শকুন ছায়া
এই পতাকা ছড়ায় ভয়,
দাসের জীবন এর জনতা
এ নদী জল আমার নয়।" - চমৎকার!
"মায়ের ভাষা নির্বাসনে
রাষ্ট্রভাষা বুলেট,
রাষ্ট্র নায়ক ফেরিওয়ালা
দেশর গলায় টু-লেট।" - এটাও।
এত এত শিক্ষিত, সচেতন বোধ বুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ গুলো কোন আফিমে ভুলে আছে সব !!! - মনিরা সুলতানার মত আমিও এ কথাটা ভাবি।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯
কিরমানী লিটন বলেছেন: কোথায় একুশ লক্ষ শহীদ
আবার ফিরে এসো,
স্বপ্নখেকু দানব চোখে
আসন পেতে বসো।
বর্গি যতই দর্জি হয়ে
করুক কাটাকুটি,
উঠুক জেগে বীর জনতা
ধরুক চেপে টুটী।
অনেক উজ্জীবিত হলাম প্রিয়কবি শ্রদ্ধাভাজন খায়রুল আহসান ভাইয়া- ভালোবাসা জানবেন, নিয়ত শুভকামনায়...
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
বাকপ্রবাস বলেছেন: জাষ্ট অসাধারণ