নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু সেজে তাকিয়ে আছি- মুক্তি নিয়ে এসো...।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১



মায়ের ভাষা নির্বাসনে
রাষ্ট্রভাষা বুলেট,
রাষ্ট্র নায়ক ফেরিওয়ালা
দেশের গলায় টু-লেট।

মৃত্যু হেথা মুড়কি মোয়া
পুড়ছে জীবন- খরা,
গ্লিসারিনের বৃষ্টি এসে
তৃষ্ণা বাড়ায়- জরা।

দানব শেখায় মানবতা
কাক সেজেছে কোকিল
মানুষ তাদের দাবার ঘুটি
যম সেজেছে উকিল।

এই আকাশে শকুন ছায়া
এই পতাকা ছড়ায় ভয়,
দাসের জীবন এর জনতা
এ নদী জল আমার নয়।

তাল দিয়েছি- তালগাছটা
রাজ্য দিলাম- রাজত্ব,
তার বদলে আমরা পেলাম
উপায়হীনা- দাসত্ব।

সব দিয়েছি উজাড় করে
আর কি দিবো বল,
আমরা এখন মেঘের সিঁদুর
সব হারানোর দল।

মরেই তবে মরবো এবার
জীতেই হবে জয়,
আর দিবো না বিনামেঘে
লড়েই- পরাজয়।

কোথায় একুশ স্বাধীনতা
যুদ্ধ বুকে বসো,
মৃত্যু সেজে তাকিয়ে আছি
মুক্তি নিয়ে এসো...।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

নজসু বলেছেন: ১

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

কিরমানী লিটন বলেছেন: প্রথম ভালোবাসা প্রথম প্রেমের মতই পুলক ছড়াক আপনার নিত্য পথচলায়- শুভকামনা প্রিয় নজসু, ভাই আমার...।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

নজসু বলেছেন:



কোথায় একুশ স্বাধীনতা
যুদ্ধ বুকে বসো,
মৃত্যু সেজে তাকিয়ে আছি
মুক্তি নিয়ে এসো...।


আমরাও সত্যিকারের মুক্তির সুফল ভোগের অপেক্ষায় আছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

কিরমানী লিটন বলেছেন: আমাদের অতীত ছিল ক্ষত- বিক্ষত, বর্তমান সবচেয়ে বেশি বিপর্যস্ত। আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায়...

ভালোবাসা আবারও সুপ্রিয় নজসু, ভাই আমার...।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

দূর্দান্ত!!

আমার দেশ আমার অহংকার।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

কিরমানী লিটন বলেছেন: সবাই বলে মেঘ জমেছে
বৃষ্টি নামবে অনেক্ষন,
কোথায় আকাশ মেঘ দেখিনা
মন খারাপের বিজ্ঞাপন।

আপনার প্রথম প্লাস আমার কাছে প্রথম প্রেমের পুলকিত হওয়ার মতই পাথেয় হয়ে রইলো আমার অকবিতার প্রতিটি বাঁকে বাঁকে। শুভকামনা জানবেন প্রিয় বিজন রয় দাদা ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায় ..।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: মায়ের ভাষা!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

কিরমানী লিটন বলেছেন: সশ্রদ্ধ ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা সুপ্রিয় রাজীব নুর ভাইয়া...।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

বলেছেন: দেশের গলায় টু- লেট।


দারুণ প্রিয় ভাই।

মুগ্ধতা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

কিরমানী লিটন বলেছেন: এখন তো টু-লেট, ক'দিন পর সেটা সাব-লেট হয়ে যাবে। কোনভাবে নির্বাচনটা যাক ...।

আপনার জন্যও ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় ল- ভাই আমার ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি মৃত্যুই চাই

তবেই মুক্তি মিলবে !!!

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

কিরমানী লিটন বলেছেন: দায়ের জন্য মৃত্যুই উপযুক্ত দাম। তবু শান্তি ফিরুক এই বিষাক্ত বাতাসে ...।

ভালোবাসা জানবেন প্রিয় ভাই অপু দ্যা গ্রেট। শুভকামনা আপনার জন্য।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

বাকপ্রবাস বলেছেন: দারুণ। আপনার ভাবনা ও শব্দমালা দারুণ। কিছু অন্ত্যমিলে একটু দূর্বলতা ছিল ভবিষ্যতে একটুু খেয়াল রাখবেন।
রোদে - কেঁদে
বিহঙ্গ - পতঙ্গ

এই দুইটা একটু দূর্বল।

কবিতা দূর্দান্ত হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কিরমানী লিটন বলেছেন: অনেক খুশি হলাম- অন্ত্যমিলের ভুলগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্য। অন্ত্যমিলের দুর্বলতা আমার মজ্জাগত- আবেগের স্রোত যাকে ডুবিয়ে মারে বরাবর। তবু আপনার মতামত পেয়ে শুধরানোর ব্যর্থ চেষ্টা করলাম। কতটুকু পেরেছি জানালে ধন্য হবো।

ভালোবাসা আর শুভকামনা সুহৃদ বাকপ্রবাস- ভাই আমার...

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

হাবিব বলেছেন: খুব ভালো লাগলো............

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা ছুঁতে পেরে অনেক ভালো লাগলো। ভালোবাসা জানবেন। অনেক শুভাশিস....

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

সাইন বোর্ড বলেছেন: চমৎকার !

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৪

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয় সাইন বোর্ড, নিয়ত শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.