নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

" এ কোন সকাল- রাতের চেয়েও অন্ধকার.... ?"

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬



খসখসে উন্নয়নের নিকষ ভোর। ঘুম ভেংগে তাকাতেই- ভেসে উঠে অন্য এক সকাল ! আবেগের ঢেউ লঘূ নিম্নচাপ সৃষ্টি করে হৃদয়ের উপকূলে। দেখি- স্রোতের বিপরীতে শেওলাগুলো অবলিলায় ভেসে থাকে। কাপুরুষ কুৎসিত- জৌলুসে বেঁচে থাকে। অনিয়মের খেসারত তখন মনে মগজে বুনে- বুনো অস্বস্তি। চৈতন্যের পাহাড় ঘেঁষে নেমে আসে বিদিশার অন্ধকার। ঘুঁটঘুটে আঁধারের জমকালো হাত ঢেকে রাখে- নিরীহ সত্য ! বিবেকের আশ্রয়, পতাকার আঙিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাই- হায়েনার পিচাশী উল্লাস। বন্ধকী বিবেক সেই অন্ধকারে পা বাড়ায়। তার উত্তাপ নেয়- আগামের অঞ্জলি ভরে। সবুজ অরণ্য আর নীল জলরাশি চিৎকার করে উঠে। সেখানেও ভংধরা বিকার যৌবন। তবু- অসৎ নিঃশ্বাসের গতি মেপে মেপে অন্ধকারে অন্ধকার ঘষি। সে পথের মাঝে, আলোর ঝরনা খুঁজি- শ্রমিকের হাতে। আসাদের রক্তমাখা শার্টের বুক পকেট থেকে কোন এক মাকে লিখা আহ্লাদি চিঠির রক্তে ভেজা আক্ষেপের বুক- ভেসে যায় লোনার প্লাবনে। বুঝে যাই- বাংলাদেশের কপাল পুঁড়েছে।

শৈল্পিক বাকশালী চোর ডাকাতের উৎপাতে তাই অতিষ্ট জীবন। সোনা চোর, কয়লা চোর, টাকা চোরের হর-হামেশ ফাঁকা বুলি কান ঝালাপালা করে বিরামহীন। বুঝে যাই, টীক্কা ইয়াহীয়ার বংশনুবাদের উচ্ছ্বিষ্ট সুবিধাভোগীরা আজ খামছে ধরেছে আদালতের টুটী। জগৎশেঠের লোলুপ দৃষ্টি নিঃশেষ করছে আমাদের মুষ্টি জমানো চাল। মীর জাফরের বায়োপিক দোসর খুবলে খাচ্ছে মানচিত্রের অলীন্দ- অতল। ক্লাইভের প্রেতাত্নারা তাই দাপিয়ে বেড়ায়- বায়ান্ন হাজার বর্গ মাইলজুড়ে। প্রিয় স্বদেশ, জানি- তুমি ভালো নেই...।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

বাকপ্রবাস বলেছেন: মিডিয়ার সাংবাদিকদের দেশবিরোধী বেঈমানি দেখলে গা ঘিনঘিন করে, এমন নির্লজ্ব দালালি কী করে পারে

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

কিরমানী লিটন বলেছেন: বিবেকের আশ্রয়- সংবাদপত্র
এখন তা বিখাউস
চুলকায়- গাত্র...।

বিবেক বিবস হলেই- বাঁচি ...। ভালো থাকবেন প্রিয়- বাকপ্রবাস, অনেক ভালোবাসা।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: কাব্যিক

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুকামনা জানবেন সুপ্রিয় ব্লগার_প্রান্ত- অনেক শুভকামনা...।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

বলেছেন: শক্তিমান এক লেখা ও লেখক

প্রিয় তুমি ভালো নেই।


অনিন্দ্য সুন্দর।


শুভ কামনা --

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

কিরমানী লিটন বলেছেন: ইসি দালাল ভিসি দালাল
দালাল থানার ওসি,
দালাল ভিড়ে বিবেক এখন
ন্যায়ের গলে- ফাঁসি ...

ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় ল, শুভকামনা জানবেন...

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

বলেছেন: ন্যায় বিচার খুঁজাো বৃথাই
বিচারক বেটা পালায় আমেরিকায় ---



আরো দু লাইন যোগ করে আরো সুন্দর একটা ছড়া হতে পারে - প্রিয় ছড়াকার

ল + ল
লতিফ + লিটন ভাই ভাই
আমাদের ভোটের অধিকার চাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

কিরমানী লিটন বলেছেন: স্বপ্নের গায়ে শেওলা জমেছে
বিবেকের দ্বার বন্ধ,
অসৎ এখানে বসত গড়েছে
সত্যে- দুর্গন্ধ।

ল তে লতিফ- লতিফ ভাইয়ের আদরে
চৈত্রে এলো বান,
ল তে লিটন- লিটন তাতে হাবুডুবু
কাটে খেতের ধান। ভালোবাসা- আবারও...।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: এটা কি গদ্য না পদ্য?
যেটাই হোক ভালো লিখেছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

কিরমানী লিটন বলেছেন: সত্যের মতো- মিথ্যেরা
খেলো গোলার ধান,
পদ্যের মতো গদ্যে তাই
ঢেঁকুর তুলে - প্রাণ ...

ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। অশেষ কৃতজ্ঞতা জানবেন...।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

নীলপরি বলেছেন: দারুণ করে লিখেছেন কথাগুলো ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

কিরমানী লিটন বলেছেন: এখনও আশার পানে- ভক্তেরা দাড়িয়ে
দেবতার দেখা নাই- বেলা যায় গড়িয়ে ...।

অনেক কৃতজ্ঞতা আপনার আন্তরিক মতামতের জন্য। শুভকামনা জানবেন সুপ্রিয় নীলপরি ...

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

অক্পটে বলেছেন: শাণিত শব্দমালার অপূর্ব সমন্বয়! সময়টাকে ধারণ করে নিদারুণ সত্য গুলিকে তুলে এনেছেন কবি। রক্তকণায় আগুন ধরানো লেখা।
পোষ্টটি প্রিয়তে নিলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধতায় মন ভরে গেলো কানায় কানায়- আপনার আন্তরিক আর চমৎকার মন্তব্য পেয়ে। শুভকামনা আর অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় অক্পটে। ভালোবাসা নিরন্তর ...

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

ঢাবিয়ান বলেছেন: ++++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা রইলো, সারাক্ষন- সারাবেলা প্রিয় ঢাবিয়ান ...

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,




সুন্দর একটি মুক্তগদ্য। স্রোতের বিপরীতে তেজস্বী লেখা।

দেশকে নিয়ে আমাদের ভাবার শেষ নেই। কিন্তু যাদের ভাবার তারা জগৎশেঠের লোলুপ দৃষ্টি নিয়ে যে তাকিয়ে আছে আমাদের মুষ্ঠি জমানো চালের দিকে। এর থেকে যে পরিত্রান মিলবেনা কোনকালে!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

কিরমানী লিটন বলেছেন: " এই দুঃসময়ে
এই অবরুদ্ধ মানচিত্রের উপর দাঁড়িয়ে
এখন আর আমাদের ব্যক্তিগত ব্যাপার নেই।
এ জীবন যখন প্রতিদিনের মিছিলে
এ সময় সাইরেনের শব্দাক্রান্ত
ভালোবাসাই যখন স্যাভলন আর ব্যান্ডেজ
তখন আর আমাদের কোন ব্যক্তিগত ব্যাপার থাকেনা...

যুদ্ধ জয়ের শব্দে যখন গর্জে উঠে মিছিল
আমরা তখন সাহসী হই,
আমাদের অতীত ছিল ক্ষত-বিক্ষত
আমাদের ভবিষ্যৎ আরও বেশী বিপর্যস্ত
আমাদের ভবিষ্যৎ- আমাদেরই গড়ার অপেক্ষায়...

প্রিয় আহমেদ জী এস ভাই আপনাকে অজস্র শুভকামনা, শ্রদ্ধায়- ভালোবাসায় ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.