|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
এইদিকে তাকান। এরাও মানুষ- কারো মা, বোন সন্তান। মানুষের নামেই এদের নাম। দেখুন- নাক, চোখ, চুল, ঠোট পোষাক এমনকি এদের কান্নার অবয়বও অবিকল মানুষের মতো। অথচ মানুষ হতে চেয়ে- মানবিক অধিকার প্রয়োগ করতে চাওয়ার অপরাধে আজ তারা হায়েনার লোলুপ লালসা আর ভয়ঙ্কর জিঘাংসার খোঁড়াক। নিজের চাওয়া প্রয়োগ করতে চেয়ে পছন্দের ব্যালটে সিল মারার অপরাধে হিংস্র পিচাশের হাতে ধর্ষিত। এই দৃশ্য শুধু বেদনারই নয়- দাসত্বেরই পূর্বাভাস, উপায়হীন- অসহায়ত্বও !!!
জানি, এই মৃত্যু আমাদের বধীর বৈকল্য বিবেকের আদালতে আরও একটি সংখ্যামাত্র। এও জানি, ধর্ষিত এই মা, তার অসময়ে এতিম হওয়া নিষ্পাপ চার সন্তানের চিৎকার আহাজারির করুণ আর্তনাদ চুলটানা কামাল, খুশী কবীর গংদের চিত্তে এতটুকু করুনার নাগাল পাবে না। বরং উদ্দাম বুনো নৃত্যে মাতাল করবে তাদের তেলতেলে চিত্ত। কেন করবে না, এদের শিকড়টাই তো নেই- এ মাটির গভীরে। এরা ৪৭ এ দেশ ভাগের কলংক। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর মতোই বাণিজ্য আর ওপারের স্বার্থ রক্ষাই এদের একমাত্র মিশন ও ভিশন।
বিবেকের কাঠগড়া- ঢাকা বিশ্ববিদ্যলয়কে এরা বালামখানার রঙমন্চ বানিয়ে রেখেছে। আর এখানকার বধির প্রজন্মও মোবাইলের বাটনে চোখ রেখে বুদ হয়ে আছে- মায়াবী ঘাতক মোহ জালে। হাইব্রিড জিপিএ ফাইভ প্রজন্ম আঙুলের তলায় সপে দিয়েছে তাদের অদৃশ্য  আগামী। অযুত নিযুত মজলুমের আহাজারি, আতর্নাদের চিৎকার- হাহাকারও, এদের মরন ঘুম ভাঙতে পারে না।
কোথায় জাফর ইকবাল, জই মামুন, মতিউর রহমান, মাহফুজ আনাম, ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর, সাঈখ সিরাজ, মাহফুজুর রহমান, মুন্নী সাহা, সুলতানা কামাল, কবীর চৌধুরী, খুশী কবীর গং? আপনারা কোথায়? কোথায় চেতনার সওদাগর, ঘন কিংবা পাতলা জাগরন মন্চ ? কত লক্ষ জীবন, কত হাজার মা- বোনের সম্ভ্রমের মূল্যে আপনারা- আপনাদের বিবেক বিক্রি করেছেন ? একবার এই অসহায় মুখগুলোর দিকে তাকান, তাদের সাথে আপনাদের মা- বোন- সন্তানের মুখগুলো মিলিয়ে দেখুন!!! বলুন- সইতে পারবেন কি-না? আজ আপনাদের বলতেই হবে। নইলে ভাববো আপনাদের হৃদয়ের কালো মেঘের ঔরসেই ধর্ষক সোহেল- তুফানরা জন্ম নেয়- প্রশ্রয় পেয়ে বেড়ে উঠে, ঘৃণার বিষাক্ত বাতাসে জীবাণু ছড়ানোর স্পর্ধা পায়। নইলে জয় বাংলার নিশ্চিন্ত আশ্রয়ে কুলাঙ্গার ধর্ষক সোহেলদের জন্মদাতা, জন্মদাত্রী হিসাবে ওইসব কাপুরুষ বদমাশদের সাথে আপনাদেরও ফাঁসির দাবী একদিন উঠবেই- উঠবে!!!!! 
 ৫০ টি
    	৫০ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪১
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪১
কিরমানী লিটন বলেছেন: এই লজ্জা- আপনার আমার আমাদের সবার.... 
আসুন, প্রতিবাদী হই- সব নিপীড়নের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে চিৎকার করে বলি, " এই ধর্ষিত জনপদ- এ আমার মানচিত্র নয়
২|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০২
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০২
এ আর ১৫ বলেছেন: জনকন্ঠ  --  ০৩/০১/২০১৯ 
অনলাইন রিপোর্টার ॥ নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা ও ইউপি সদস্য রুহুল আমিনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রুহুল আমিন ধর্ষণের ঘটনায় মূল নির্দেশদাতা ছিলেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরওয়াফদা ইউনিয়ের ৪নং ওয়ার্ডের সেনবাগ ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অপরজন হলেন সুবর্ণচর এলাকার আবুল কাশেমের ছেলে বেছু (২৮)।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, গত রবিবার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে ও পিটিয়ে আহত করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৬
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৬
কিরমানী লিটন বলেছেন: মনে আছে- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিকের কথা। প্রবল জনমতের চাপে তখনকার সরকার বাহাদুর যাকে ইতালির ভিসা হাতে ধরিয়ে দিয়েছিল ? শুনলাম সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চলেছে.... । তাই আর লোক দেখানো গ্রেফতার নাটক দেখতে চাই না। প্রকাশ্য জনসম্মুখে এসব কুলাঙ্গারের শিরচ্ছেদ চাই।
৩|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৩
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৩
সাইন বোর্ড বলেছেন: কী নির্মম পীড়নে বাংলাদেশ, মানবতার কী করুণ স্বাক্ষী এই চিত্র - কিছুতেই সহ্য করার নয় ।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৭
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪৭
কিরমানী লিটন বলেছেন: মানচিত্র পুড়ছে পুড়ুক
এই পতাকা আমার নয় ...
৪|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৫
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৫
খাঁজা বাবা বলেছেন: মূল আসামী মামলার বাইরে। নির্যাতিতার স্বামী নিরক্ষর হওয়ার সুযোগে মূল আসামীকে পুলিশ মামলার বাইরে রেখেছে।
জাতীর বিবেকের ডান চোখ বন্ধ, শুধু বাম দিকে দেখে।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫১
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫১
কিরমানী লিটন বলেছেন: বন্ধকী বিবেক হেরেমের আদর সোহাগে অঘোর ঘুম। এখন সত্য বিক্রি হয়- তেলের দর দামে। তাই বিবেক বিবস হলেই বাঁচি...
৫|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৮
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০৮
ঢাবিয়ান বলেছেন: পুলিশ যদি ধরেও কয়দিন পরই আবার ছেড়ে দেবে।এরপর পুরস্কৃত করা হবে সেই ধর্ষককে তার এই মহান কীর্তির জন্য।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫২
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫২
কিরমানী লিটন বলেছেন: বিচার পাই না- তাই, বিচার চাই না...
৬|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১০
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: আমি সহ্য করতে পারছি না।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৩
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৩
কিরমানী লিটন বলেছেন: আসুন মেনে নেই- মানিয়ে নিই, দেশ গোল্লায়ে রসাতলে যাক ...
৭|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১০
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: ছবিতে যে চারটি শিশু ওরা কি ওই মায়ের?????
আমি সহ্য করতে পারলাম না!!!!
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
কিরমানী লিটন বলেছেন: হ্যাঁ এই হতভাগ্য চার নিষ্পাপ শিশুগুলো ওই ভাগ্য বিপর্যয়ের শিকার ধর্ষিত মায়ের সন্তান।
আমিও পারছি না চোখের জল ধরে রাখতে, ওই চার শিশুর অবয়বে বারবার আমার সন্তানের ময়ূখগুলো ভেসে উঠছে।
৮|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১১
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১১
মাহবুবুর রহমান টুনু বলেছেন: কি নির্মম! এর শেষ কোথায়?
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৮
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৮
কিরমানী লিটন বলেছেন: এ কোন সকাল- রাতের চেয়েও- অন্ধকার.....?
৯|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১১
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১১
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আমি ক্রস ফায়ার চাই। প্রচলিত বিচার এখানে চাই না। ক্রস ফায়ার করা হোক।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৯
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৯
কিরমানী লিটন বলেছেন: আমিও তাই চাই, কিন্তু কাকে বলবেন শুয়রের বাচ্চা, যে বলবে শুয়রের বাচ্চা- সে নিজেই একটা শুয়রের বাচ্চা...।
১০|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১২
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: এগুলো দেখে হঠাৎ মাতা গরম হয়ে উঠল, আমি কাদঁছি আর লিখছি!
আর পারলাম না লিখতে।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০২
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০২
কিরমানী লিটন বলেছেন: এখনও কিছু বিবেক বিবস হওয়ার বাকি আছে- বিক্রি হয়ে যায় নি। এটাই সব আঁধারের আশা- আলোর সান্তনা ...
১১|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১৯
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:১৯
বাকপ্রবাস বলেছেন: কিছু ছবি এডিট করা প্রয়োজন, দৃষ্টিকটু। আমার অবাক লাগে আমাদেরই একটা অংশ এগুলো এড়িয়ে যায়, আর সাপোর্ট করে, টকশো মারায়, একটা রাষ্ট্রের এতগুলো অংশ দুষিত হলে রাষ্ট্রটা আর রাষ্ট থাকেনা, দানব হয়ে যায়, না শিক্ষক, না সাংবাদিক সবাইতো দলকানা এখন
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৫
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৫
কিরমানী লিটন বলেছেন: আমি এডিট করবো না- মৃত আর বিক্রীত বিবেক দেখুক, নির্মমতা কতদূর হলে- জাতি হয় নির্লজ্জ ...। 
আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু বলার নেই।
১২|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২৩
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন: 
সুবর্ণচরে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনায় মিডিয়া জানার আগেই পুলিশ মামলা গ্রহন করে, ৯ আসামির  ১ জন গ্রেফতার করতে সক্ষম হয়। মিডিয়া ২ দিন পর জানতে পারে 
বাকি  ৯ জন আসামির মুল ২ আসামিসহ গ্রেফতার ৫।
বিম্পি আমলে এই সময়টা হাজার হাজার এরুপ ঘটনা হয়েছিল, কোন মামলাই হয় নি। গ্রেফতার তো দুরের কথা। তখন মিডিয়া জানতে পেরেছিল ১ মাস পর।
বিভৎস ছবিগুলো ডিলিট করে দিন।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১০
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১০
কিরমানী লিটন বলেছেন: প্রিয় হাসান কালবৈশাখী ভাই, ছবিগুলো আমি সচেতনভাবেই দিয়েছি। জাতি দেখুক কতটা আঁধারে আলোর প্রয়োজন ফুরায়...। তাই আমি ছবিগুলো ডিলিট করবো না। মানুষ দেখুক- একটা সমাজ কতটা নিপতিত হলে- এমন নিষ্ঠুর হয়।
১৩|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২৪
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:২৪
শাহাদাত নিরব বলেছেন: অনেকেই ক্রস ফায়ার চাইবে কিন্তু তারাতো মাধক বিক্রেতা না (ধর্ষন কি মাদকের চেয়ে জগন্য নয়?) 
অনেকেই রিমান্ডের আবেদন করবে কিন্তু তারাতো ডিজিটাল কোনো আইন লঙ্গন করে নি (সেই সাংবাদিক আজও রিমান্ডে কিন্তু ধর্ষক দের এখনো রিমান্ড দেওয়া হয়নি)
এখানে একটা গায়েবী মামলা হওয়া প্রয়োজন কিন্তু বি এন পির কোনো ইন্দন নাই যে । (গায়েবী মামলা কি ভাবে হবে) 
ভিকটিমের স্বামী নিরক্ষর হওয়ায় অনেক আসামী নাগাড়ের বাইরে রয়ে গেছে ।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১২
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:১২
কিরমানী লিটন বলেছেন: "আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি- চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে, নিজেকে দিয়েছি ধিক্কার..."
১৪|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩২
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩২
মোস্তফা সোহেল বলেছেন: দোষীদের উপযুক্ত শাস্তি হোক এটাই চাই।
বাকপ্রবাস ভাইয়ের মত আমিও বলছি,কিছু ছবি এডিট করা প্রয়োজন, দৃষ্টিকটু।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৫
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৫
কিরমানী লিটন বলেছেন: সকলের আপত্তির মুখে এডিট করলাম। আপনার দাবির সাথে আমিও একমত...।
১৫|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪২
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪২
ল বলেছেন: নষ্টদের নিয়ে সাগর লিখলে তবুও হবেনা শেষ!!!
হায় নারীবাদীরা -- 
মানুষ পশুর মাঝে আজ--  
ব্যাবধান কি তুমি পেলে???
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৯
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৯
কিরমানী লিটন বলেছেন: সিরাজেরা বিড়ি বেঁচে -
এখন এই শহরে
উমি চাঁদ শেঠজী-
মালিকানা বহরে...।
১৬|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৬
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ছবিগুলো সরিয়ে নিন প্লীজ! এই ধরনের ছবি প্রথম পাতার জন্য গ্রহণযোগ্য নয়।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪০
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪০
কিরমানী লিটন বলেছেন: সরিয়ে নিয়েছি- ভাইয়া, শুভকামনা রইলো...
১৭|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৩
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৩
রাকু হাসান বলেছেন: 
আমি ছবিগুলোর দিকে তাকাতেই পারছি না   
  
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪২
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪২
কিরমানী লিটন বলেছেন: এমনই বীভৎস বিভীষিকাময় আজ স্বদেশের অবয়ব।
১৮|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৯
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৯
মুক্তা নীল বলেছেন: আহা কী যে কস্ট লাগছে.... এদের বিচার দুনিয়ায় নাই হোক, আখেরাতে অবশ্যই হবে।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৪
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৪
কিরমানী লিটন বলেছেন: আখিরাত, সেতো অমোঘ নিয়তি- তার হাত থেকে কেউ রেহাই পাবে না...।
১৯|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৬
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৬
পলাশবাবা বলেছেন: যে দেশে রেকর্ড সংখ্যাক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দলীয় পরিচয়ে রাষ্ট্রপতি ক্ষমা পেয়ে খালাস পেয়ে যায় সে দেশে এসব দলীয় পিশাচদের গ্রেফতার কে নাটক বলা টা কি ভুল হবে। আপনার মেয়ে কে এরা ধর্ষন করলে আপনি কি আশা করেন যে আপনি বিচার পাবেন - @এ আর ১৫ @হাসান কালবৈশাখী 
আপনাদের পরিবারে নারীরা লীগ দ্বারা ধর্ষিত হোক। তাহলে হয়তোবা আপনারা কিছুটা মানুষ হবেন। চড়া মূল্যে আপনারা মানুষ হোন ।
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৬
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৪৬
কিরমানী লিটন বলেছেন: একদিন ঠিক ঠিক চিনে যাবে দিক
পথ ফুরালে ...
২০|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৪০
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ছবিটা অন্য একটা ঘটনার। যাদের পিতা গুম/হত্যার শিকার হয়েছিলেন। ধর্ষণের শিকার নারীর সন্তান নয়। এটাকে অনেকে ফেসবুকে ভাইরাল করছে যা ঠিক নয়। বরং ধর্ষণকারীর ছবিকে ভাইরাল করে দিতে হবে। যাতে সে আইনের মারপ্যাঁচে মুক্তি পেলেও তার বাকী জীবন মানুষের ঘৃণা নিয়ে পার হয়...
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২৫
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২৫
কিরমানী লিটন বলেছেন: আপনার মতামতের সাথে সহমত জানাচ্ছি। আসলেই.... ধর্ষকের ছবিকে ভাইরাল করে সমজ সংসারে তাদের চিহ্নিত করে রাখা উচিত। কিন্তু আমাদের স্মৃতি খুব দুর্বল - তাই সব ঘটনা আমরা দ্রুত ভুলে যাই। যে কারনে অপরাধিরাও সুযোগ নেয়। ।
ভালোবাসা প্রিয় বিচার মানি তালগাছ আমার ।
২১|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২০
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২০
নতুন নকিব বলেছেন: 
আল্লাহ পাক আমাদের অক্ষমতা ক্ষমা করুন। আমাদের ন্যায়ের পথে পরিচালিত করুন। 
  ০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২৮
০৩ রা জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২৮
কিরমানী লিটন বলেছেন: আসুন আমরা যে যার অবস্থান থেকে সব অন্যায়কে রুখে দেই ...
২২|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৪
০৩ রা জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: মা আর মাতৃভূমি সমার্থক। তারা দেশকে ধর্ষণ করেছে। তারা এদেশে বসবাসের অযোগ্য!!!
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:২৫
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:২৫
কিরমানী লিটন বলেছেন: প্রিয় কবির কবিতার যৌক্তিকতায় পূণর্তা দিতে " সব কিছুই আজ নষ্টদের দখলে...
তাই, কোথাও কেউ নেই, দেখার- বলার....
২৩|  ০৩ রা জানুয়ারি, ২০১৯  রাত ১১:৫৭
০৩ রা জানুয়ারি, ২০১৯  রাত ১১:৫৭
গেম চেঞ্জার বলেছেন: এ ধরনের ঘটনার বিচার করা হয়নি ২০০১-০২ সালে, এখন ২০১৯। এবারো হবে না - কারন ওই আগেরটাই। আমাদের আসলে এইভাবে অনলাইনে নিজেদের হতাশা/ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কিছু করার মত আছে বলেও দেখছি না।
আশা করি ভাল আছেন।
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৩১
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৩১
কিরমানী লিটন বলেছেন: ২০০১-২০০২ এর পাঁপমোচনের প্রত্যাশায় আজ যাদের হাতে সমর্পিত মানচিত্র তারাঔ খুবলে খাচ্ছে প্রিয় মাতৃভুৃমির সতিত্ব। এটাই সবচেয়ে দুঃখের- বেদনার....
২৪|  ০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ১:৫৪
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  রাত ১:৫৪
অনল চৌধুরী বলেছেন: বিবেকবান প্রত্যেকে এই ঘটনার নিন্দা করেছে।
বুদ্ধিজীবি নামধারী স্বার্থান্ধ,নষ্ট,টাকালোভী লম্পট গোষ্ঠী প্রতিবাদ করলো কিনা,সেটা নিয়ে এতো মাথাব্যাথা কেনো?
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিকের কথা। প্রবল জনমতের চাপে তখনকার সরকার বাহাদুর যাকে ইতালির ভিসা হাতে ধরিয়ে দিয়েছিল ? শুনলাম সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চলেছে.... । -এই খবরের উ/সি কি?
সুযোগ পেয়ে অঅওয়ামী বিরোধিতা অার বিএনপি'র পক্ষে প্রচার চালিয়ে নিলেন !!!!
 পুর্ণিমা রানীর ঘটনা কই???? মনে আছে না ইচ্ছাকৃতভাবে গোপন করলেন???
একেই বলে ঝোপ বুঝে কোপ মারা !!!!!!
  ০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৭
০৪ ঠা জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪৭
কিরমানী লিটন বলেছেন: প্রিয় অনল চৌধুরী ভাই- আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সবিবয়ে বলছি- আমি কোন ঝোপ খুঁজিনা, তাই কোপও মারি নি। এই ঘটনার মতো ইয়াসমীন পূর্ণীমা ফেলানী বাসন্তি সব অসহায়  মুখের আর্তনাদই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়-কাঁদায়। আপনার মতো আমিও চাই প্রতিটি ঘটনাার দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু সমস্যা হলো আমরা সব ক্ষেত্রেই একটা অপকর্মকে অতীত অপকর্ম দিয়ে আড়াল করার চেষ্টা করি। আর সেই বিভক্তির ফাক গলে এই বদমাশরা পার পেয়ে যায়। যা কখনও কাংখিত নয়। আর সে জন্যই আমাদের বিনেকের পতিত অধঃগতি।
ভালো থাকবেন। ভুল বলে থাকলে মাফ পাবো আশাকরি।
২৫|  ০৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:১৩
০৫ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:১৩
অনল চৌধুরী বলেছেন: প্রত্যেকে যদি দলীয় দৃষ্টিভঙ্গীর উর্ধে উঠে সব অপরাধকে অপরাধ বলতে পারে।তাহলে তো দেশে অার কোন অপরাধই থাকতো না।
কিন্ত এদেশের জনগণ এমন একটা নষ্ট সংস্কৃতি তৈরী করেছে যে ন্যায়-অন্যায় নির্ধারিত হয় দলীয় স্বার্থ অার অনুগত্যের ভিত্তিতে,অপরাধ দেখে না।
এথেকে কোনদিন মুক্ত হওয়া যাবে কিনা ,জানি না।
অামি এই অপরাধের সবচেয়ে কঠোর প্রতিবাদ করেছি।এসব অপরাধীকে বিচারের নামে জামিন লাভের সুযোগ অার অত্যাচারিত মহিলাকে মেডিকেল টেষ্ট,জেরা-জিজ্ঞাসাবাদের নামে অারো অপমাণ করা পরিবর্তে তাদের ক্রসফায়ার করতে বলেছি।
মাণিকের বিরুদ্ধে অামিও বহুবার লিখেছি কিন্ত সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চলেছে-এই খবর কোথায় পেলেন?
  ০৬ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:২১
০৬ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:২১
কিরমানী লিটন বলেছেন: অনল চৌধুরী বলেছেন: প্রত্যেকে যদি দলীয় দৃষ্টিভঙ্গীর উর্ধে উঠে সব অপরাধকে অপরাধ বলতে পারে।তাহলে তো দেশে অার কোন অপরাধই থাকতো না।
কিন্ত এদেশের জনগণ এমন একটা নষ্ট সংস্কৃতি তৈরী করেছে যে ন্যায়-অন্যায় নির্ধারিত হয় দলীয় স্বার্থ অার অনুগত্যের ভিত্তিতে,অপরাধ দেখে না।
এথেকে কোনদিন মুক্ত হওয়া যাবে কিনা ,জানি না। 
আমিও আপনার এই মতের সাথে- সহমত পোষণ করি। আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস মুক্তির কাছ থেকে শুনেছি- সম্প্রতি মানিক নাকি ঢাবি'র শিক্ষকতার জন্য জোর তদবির করছে- তবে আমার আর এক নাট্যকার বন্ধু সাইফ আহমেদ, যে কিনা জাহাঙ্গীর নগরের নাট্যকলা বিভাগের ছাত্র ও মানিকের সহপাঠী, তার কাছ থেকে গতকালই শুনলাম কিছুদিন আগে মানিক নাকি ইতালিতে ব্লাড ক্যানসারে মারা গেছে- কোন সংবাদ সঠিক তা নিশ্চিত করে বলতে পারবো না। 
ভালোবাসা জানবেন- অনেক শুভকামনা...
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০২
০৩ রা জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০২
তারেক ফাহিম বলেছেন: নিত্য ধর্ষকদের চিত্র আমরা দর্শক হিসেবেই দেখে যাচ্ছি 
  