নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

"... .. .আমি ডাকিতাছি, তুমি- ঘুমাইছো না কি "

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮



হ্যাঁ- বিবেকের কথা বলছি। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আজ সত্যের মতো নিখোঁজ, ন্যায়ের মতো অদৃশ্য। কুয়াশার সকালগুলো দুপুর গড়িয়ে সন্ধ্যা, রাত পেড়িয়ে ভোরের তীর ছুঁয়ে যায় বারবার। তবুও বিবেকের সোয়াচান পাখির ঘুম ভাঙ্গেনা। হেরেমের আদর- সোহাগ, বিলাসী আশ্রয়ে অঘোর ঘুমে আচ্ছন্ন সে। বধির সুশীল- হালুয়া রুটির কামড়া কামড়িতে ব্যস্ত। আর প্রশ্ন ফাঁসের প্রসবিত জিপিএ ফাইভ তারুণ্য- আঙুলের তলায় সপে দিয়েছে ভবিষ্যৎ- মায়াবী মোহের জালে...। এমনই এক বিরুদ্ধ সময়ে গণতন্ত্রের চোদ্দ গুষ্ঠি উদ্ধারের আশায় ৩০শে ডিসেম্বরের ভোট নামক ভানুমতির খেল দেখলাম।

রাবিতে পড়ার সময় হলে -" তোমাকে অস্বীকার করা মানে, আমার জন্মকে অস্বীকার করা।" এমনই স্লোগান সমৃদ্ধ বঙ্গবন্ধুর বিশাল ছবিসহ পোস্টার এঁটেছিলাম- পড়ার টেবিলের সামনের দেয়ালে। একদিন সন্ধ্যার পর পাঁচ- সাত জনের শিবির ক্যাডার এসে আমাকেই নিজ হাতে সে পোস্টার ছিড়ে ফেলতে বলল। আমি কিছুতেই রাজী হচ্ছিলাম না। দরকার হলে আপনারা ছিঁড়েন, তবু আমি পারবো না। এক সময় তাদের একজন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, " ছিঁড়বি, নাকি তরে নিয়া- কিয়ামত কিয়ামত খেলবো?' বিশ্বাস করেন, আমি একটুও ভয় পাইনি। ৯৬-এ, আওয়ামীলীগ যখন ক্ষমতায় এলে, সে সময় বিএনপি থেকে নির্বাচিত এমপি আলাউদ্দিন আওয়ামিলিগে যোগ দিয়ে পানি সম্পদ প্রতি মন্ত্রি বনে গেলেন। রাজশাহীর ছাত্র সমাজ ঘোষণা দিলো তাকে রাজশাহীতে প্রতিহত করা হবে। সে দলে আমিও নিজেকে সমর্পণ করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যখন আলাউদ্দিনের গাড়ী পার হচ্ছিল, সে গাড়ির সামনে যে কয়েকজন ছাত্র বুক চিতিয়ে শুয়ে পড়েছিল- আমিও তাদের একজন ছিলাম। বিশ্বাস করেন, একটুকুও বুক কাঁপেনী সেদিন। ২০০১-এ বিএনপি ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে শুরুতেই নিজ দলের যে ক'জন প্রতিবাদির কণ্ঠ ক্রসফায়ারে তালিকাবদ্ধ করেছিল- সে দলে আমিও ছিলাম। বিশ্বাস করেন, সে খবর শুনে এতটুকুও ভয় পাই নি। নিজ স্ত্রী না ফেরার দেশে ফেরার প্রস্ততি পর্বে যেদিন হাসপাতালের বিছানায় শুয়ে লুসি যেদিন ছলছল চোখে দুই সন্তানকে আমার হাতে সপে দিয়ে বলছিল- ওদের দেখে রেখো ..। সেদিনও ভয় পাইনি। ৩০ শে ডিসেম্বর এবারের নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়ে দেখি এলাকারই কয়েকজন যুবক বসে আছে- বুথে। আমি ব্যালট হাতে গোপন কক্ষের দিকে এগতেই তারা আমার পথ আগলে দাঁড়ালো। তারা আমার হাতে থাকা ব্যালট পেপার চাইলে আমি না বলায় আমার উপর ঝাপিয়ে পড়লো। কিল- ঘুষি- লাথি ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যালট ছিড়ে ফেলে বাড়ীর দিকে দে দৌড়। বাড়ী যেতেই অসময়ে এতিম হয়া আমার ক্লাস এইটে পড়ুয়া মেয়ে এগিয়ে এসে বলল- " বাবা, তোমাকে বারবার ভোট দিতে বারন করলাম- তবু এলে, এখন আবার ঝামেলা পাকিয়ে আমাদের কি তুমি বিপদে ফেলতে চাও ...? মেয়ের কথা শুনে আমিতো থ, এমন সময় প্রতিবেশি একজন এসে বললো- " লিটন ভাই, পুলিশ আসছে তোমাকে ধরতে- তাড়াতাড়ি পালাও....। কোন মতে জান নিয়ে দৌড়ে পালিয়ে ঢাকা ফিরে এলাম। বুকে হাত দিয়ে বলছি- এই প্রথম জীবনে ভয় পেলাম।

কাকে বলবো এই বেদনা- দুঃখের কথা। আমাদের বন্ধকী বিবেক মরে ভুত হয়েছে। আমরা এখন বিবেক- প্রতিবন্ধি। তাই মজলুমের আর্ত চিৎকার, আহাজারি কান্নায় এখন আর সেই বিবেকের সোয়াচান পাখির অনির্দিষ্ট ঘুম ভাঙ্গেনা- ভাঙবে কি কখনও ...???


মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: বিবেক এদেশে অজস্র গুম হয়ে যাওয়া মানুষের মত গুম হয়ে গেছে।তাকে হয়তো আর খুজে পাওয়া নাও যেতে পারে।
আর আপনি ঘটনা না বলিলেন তাহা মনে হইতাছে কোন কল্প কথা।নির্বাচন কিন্তু সুষ্ঠু হইছে ;)

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

কিরমানী লিটন বলেছেন: ভোরের পাখি গায় না এখন
আর করে না- অধীর,
জেনে শুনে চুপ করে রই
আমরা এখন- বধির...

সত্যিই অজস্র গুমের সাথে বিবেক নামের বস্তু এখন আর বেঁচে নেই- নিখোঁজ ।
ভালো থাকবেন- অজস্র শুভকামনা রইলো সুহৃদ মোস্তফা সোহেল ভাই ...

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে !! আহারে আমার সোনার বাংলা!!

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

কিরমানী লিটন বলেছেন: মানচিত্র জ্বলছে জ্বলুক
এই পতাকা আমার নয়
আমার কাছে জীবন মানে
নিত্য বাঁচা- মরার ভয় ...

ভালোবাসা জানবেন সুপ্রিয় মিতা- শুভকামনা নিরন্তর...।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

শামীম সুজায়েত বলেছেন: Click This Link
আজব! আজব এক দেশ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

কিরমানী লিটন বলেছেন: উড়বো আশায় খাঁচায় থাকি
রাজার চাওয়ায় আঁটকে রাখি,
খাঁচার তারে বন্দি জীবন
হুকুম মানা, আদর- যতন...

এমন দেশটি কোথাও খুঁজে, পাবে নাকো তুমি ...

ভালোবাসা আর কৃতজ্ঞতা সুপ্রিয় শামীম সুজায়েত ভাই আপনার লিঙ্কে দেয়া প্রতিবেদনটি পড়লাম - সত্যকে আবারও জানলাম- কাছে গিয়ে। ভালোবাসা আর শুভাশিস নিরন্তর..

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

সাইন বোর্ড বলেছেন: এ আর্ত চিৎকার আজ প্রতিটা দেশ প্রেমিক বিবেকবান মানুষের...

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

কিরমানী লিটন বলেছেন: পা বেধেছে শক্ত জালে
উড়ার পেখম তুলে,
আমরা এখন খাঁচার পাখি
উড়তে গেছি ভুলে...।

ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় সাইন বোর্ড ...

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আবার এসো তিতুমির
এসো ক্ষুদিরাম
প্রীতিলতা, সালাম জব্বার
লয়ে ভয় ভাঙ্গানী গান

মনে পড়ে সেই গান
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া
করিতে পারিনি চিৎকার
বুকের ব্যাথা বুকে চাপা দিয়ে
নিজেকে দিয়েছি ধিক্কার!

মনে পড়ে নানার সেই ডায়ালাগ
শালা এক মচ্ছর আদমিকো হিজড়া বানা দেতা হ্যায়
উন্নয়নের মচ্ছর মারার ইঁদুর দৌড়ে
ভুলে যাই আমিও স্বাধীন দেশের নাগরিক।

নিরাপদ হোক আপনার জীবন। সকল ঝড়, ঝঞ্জা, শংকা কেটে যাক।
শুভকামনা সবসময়

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫

কিরমানী লিটন বলেছেন:
স্বেচ্ছাচারী আমলা- দেখায়
ফরমালিনের- আস্কারা,
বিবেকহীনা হৃদয় করে
উফশী জাতের মস্করা...

আপনার জীবনও নিরাপদ আর ছন্দময় হোক- সকলের ভালোবাসায়, শুভকামনা সুপ্রিয় বিদ্রোহী ভৃগু, ভাই আমার।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আমি তো চোখ বন্ধ করে রেখেছি।]
কান বন্ধ করে রেখেছি।
আর বোবা হয়ে গেছি।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

কিরমানী লিটন বলেছেন: অপেক্ষারা ফুঁড়িয়ে গেছে
আর করেনা অধীর
জেনে শুনে চুপসে গেছি
আমরা এখন- বধির ....

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় রাজীব নুর ভাই ....

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

নীল আকাশ বলেছেন: এটাই হচ্ছে চরম বাস্তবতা। কিছু অন্ধ দলকানারা বলে দেশে সুস্ঠু নির্বাচন হয়েছে। কি বিচিত্র সেলুকাস হায় এই দেশে?
এত বড় কারচুপির পরও মিডিয়া একটা টু শব্দ করলো না, জনগন টু শব্দ করল না.........।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

কিরমানী লিটন বলেছেন:

এখনো এখানে আসমান জুড়ে- অমানিশা কালো ঘোর
এখনও রাত্রী ঘুমিয়ে সময়- আসেনি আলোর ভোর,
মৃত্যুরা ভীড় করে, বেঁচে থাকে বিনাশী
ছিন্ন ভিন্ন আর্তনাদের সুর,
বিমুর্ত আহাজারী ঘিরে রয় অলখে অঘোর
তখন আড়াল মিছিলও বেসুর
পান্জেরী, কতদূর- আর কতদূর?

ভালোবাসা প্রিয় নীল আকাশ ...

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ঘুমায়নি মরে গেছে।।। বিবেক এখন কৃতদাসের কাছে লাশ হয়ে আছে। #:-S

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩

কিরমানী লিটন বলেছেন:

রক্ত মাংশ হাড় খেয়েছে
দেশ করেছে নরক
লাশের মিছিল কান্না এখন
মৃত্যু ডাকে- সড়ক।

ঠিক বলেছেন প্রিয় সেলিম আনোয়ার ভাই, বিবেকের মৃত্যু হয়েছে, " ইন্না নিল্লাহে..... রাজেউন।"

৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: বিবেক মরে গেছে েএখন দাফনের অপেক্ষায়

১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন, বিবেক মরে গেছে। ইতিমধ্যে দাফনও শেষ। তাই আর তাকে খুঁজি না- কোথাও...
আমরাও বিকলাঙ্গ বধির।

ভালোবাসা জানবেন- শুভকামনা সুপ্রিয় এম. বোরহান উদ্দিন রতন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.