![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি শক্ত সুঁতো দিও
যা দিয়ে বাঁধবো- সকাল
একটা সন্ধ্যা বাতি দিও
দেখবো- মহাকাল।
অথবা-
সম্পর্কের সূতো কেটে মুক্তি দিও,
সহস্র অদেখা বন্ধন....!
শরীর চেয়ো না, অপমানে-
ছিড়ে যায় প্রাণ।
নুয়ে পড়ে প্রিয়মুখ ভালবাসা
কেউ-ই বলেনা কখনো, 'পাশে থেকো'---
দুর্দান্ত কুয়াশা সকাল
তুমি কুয়াশা ভিজিয়ে গাও গান
আমিও খানিক, কথা বলি- সকালের সাথে,
রোদের তৃষ্ণায়
দু’হাত বাড়াই-
এক কাপ চা’য়ের উষ্ণতায়
দু’হাতে কুয়াশা সরাই, আলো খুঁজি- দেখি
সকালের সাথে কথা বলে সাদা কবুতর।
তোমার চৈতন্য জঠরে- কাঁপা থরথর
নিরব কুয়াশা সকাল...।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩
কিরমানী লিটন বলেছেন: প্রসবিত সন্তানের প্রশংসা শুনতে কার না- ভালো লাগে... আমিও তার ব্যতিক্রম নই। মুগ্ধ ভালোবাসা প্রিয় স্বপ্নবাজ সৌরভ । ভালো থাকবেন- আপনিও....।
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
"প্রিয়" ডাক টা দাগ কেটে দিলো।
ভালো থাকবেন। শুভকামনা।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামত এই ডাকে আমাকে ডাকতে বাধ্য করেছে- তার জন্য কৃতিত্ব পুরোটাই আপনার। আবারও শুভকামনা প্রিয় স্বপ্নবাজ, ভালো আর নিরাপদ থাকবেন...
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: ভালো।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা আর অজস্র ধন্যবাদ আপনাকে সুহৃদ রাজীব নুর ভাই...
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম কবি
১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালো লাগায় ভালোবাসার ছোঁয়ায় ধন্য হলাম। ভালো থাকবেন, নিয়ত শুভ্রতায়। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা প্রিয় সাদা মনের মানুষ।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
সাদা মনের মানুষ বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
কিরমানী লিটন বলেছেন: আবারও ভালোবাসার ঋনে বিদ্ধ হলো হৃদয়...শুভকামনা রইলো অনেক কৃতজ্ঞতায় প্রিয় সাদা মনের মানুষ।
৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
হাবিব বলেছেন:
অসাধারণ .......
প্রিয় ছড়াকার লিটন ভাই, খুব ভালো লাগলো....+++
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
কিরমানী লিটন বলেছেন: আপনার এই সহজাত আন্তরিকতা আর নিঃশর্ত ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখে, পথ চলতে শিখার ইচ্ছাকে সুদৃঢ় করে। শুভকামনা আর ভালোবাসা রইলো আপনার জন্য সুপ্রয় হাবিব স্যার। অনেক ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ আপনার লেখা।
ভালো থাকবেন।