নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

আবার ফিরে- জঙ্গলে....

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০



আমার ছিল হাজারটা ভুল, তোমার ছিল ক্ষমা,
আমার চলায় ছন্নছাড়া, তোমার দাঁড়ি- কমা।
তোমার পথে উদয় রবি, অস্তে পানে নামা,
সবক'টা পথ মাড়িয়ে শেষে আমার পথে থামা।

অল্প চাওয়ার আমার আকাশ- উল্টো করে বাঁধা,
এক টুকরো পথ চলতে- এক ফালি চাঁদ সাধা।
তোমার চাওয়া পূর্ণীমা চাঁদ, আকাশজুড়ে থাকে,
জোনাক মালা জোছনা হয়ে আলোর ভিড়ে ডাকে।

আজ সে পথে বাঁধার পাহাড়- দুরত্বটাও জানা,
প্রতি পদে রক্ত ঝরায়- বর্গিরা দেয় হানা।
সব দীনতা গ্রাস করেছে, আমার চলার পথ
প্রজাপতির পাখায় তোমার- জীবন জয়ের রথ।

আমার খোলা জানলা জুড়ে- নিকষ কালো মেঘ,
বৈশাখী ঝড় ঝাপটা লাগে- হাওয়ার ভীষন বেগ।
তোমার ভাদর বৃষ্টি শেষে আকাশ ভরা চাঁদ,
জোছনা মাখা ফাগুন ঝরে- মুগ্ধ করুক রাত।

আমার যত হুতুমপ্যাঁচা অমঙ্গলের ডাক,
অলক্ষীদের আবাদ করে- আমার কাছেই থাক।
তোমার স্বপন সদলবলে খিলখিলিয়ে হাসে,
ঘুমপাড়ানী মাসি- পিসি, দু'চোখ পেতে বসে।

আমার সকাল ক্লান্ত শুরু, রাত্রী জাগা- ভোর,
দিনের আলোয় নিত্য পুড়ে, কষ্ট আড়াল- ঘোর।
তোমার উষা রবির নাচন- কপাট খুলে দ্বোর,
দোয়েল শীষে রাত্রী ফুড়ায়, ঘুম ভাঙ্গানি সুর।

আমার দুপুর সন্ধ্যা গড়ায়- বিকেল হওয়ার আগে,
জোনাক বুকে দুঃখ জ্বেলে, রাতের শরীর ঢাকে,
তোমার বিকেল সন্ধ্যা দুপুর, ফুল পাখীদের গানে,
পূর্ণীমাতে গড়িয়ে পড়ে, রাতের কানে- কানে।

হয়তো তুমি পথ ভুলেছো- আড়াল সুখের- দেয়াল,
আমার চাওয়া, পথ ভুলেছো- তোমার মনের- খেয়াল।
তবু আমার সকল পথই, তোমার চাওয়া- মঙ্গলে,
স্মৃতির টানে পিছন ছুটে, আবার ফিরে- জঙ্গলে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

হাবিব বলেছেন: বেশ সুন্দর........
সুখপাঠ্য

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা সুপ্রিয় হাবিব স্যার। অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকবেন- সব সময়।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

বাকপ্রবাস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

কিরমানী লিটন বলেছেন: ভাালোবাসি- ভালোবাসা এবং ভালোবাসা প্রিয় বাকপ্রবাস!!!

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লাগলো।
মনের আরাম।

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সেইসাতে একরাশ ভালোবাসা আপনার জন্য প্রিয় স্বপ্নবাজ সৌরভ। কৃতজ্ঞ শুভাশীষ জানবেন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

শিখা রহমান বলেছেন: কি যে সুন্দর কবিতাটা!! সারাদিনের কাজের শেষে ব্লগে আসতেই আপনার কবিতাটা ক্লান্তি কমিয়ে দিলো।

প্রথম দুটো লাইন খুব খুব ভালো লেগেছে। শুভকামনা কবি আর অবশ্যই কবিতায় লাইক।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামত সমৃদ্ধ ছড়ালো আমার কবিতার প্রতিটি শব্দমালা। অনেক মুগ্ধতায় ডানামেলে তাকালো স্বপ্নের প্রান্তর। ভালো থাকবেন প্রিয়কবি শিখা রহমান। কৃতজ্ঞ শুভকামনা জানবেম।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব সুন্দর সুপাঠ্য কবিতা। ++++
আমার নতুন লেখাটির পাঠক হওয়ার আহ্বান করছি।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ধন্যবাদ আর শুভকামনা জানবেন প্রিয় সুহৃদ মেহেদী হাসান হাসিব। ভালো থাকবেন সবাইকে নিয়ে। ভালোবাসা নিরন্তর।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
আসলে কবিতা তো আবেগের খেলা।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

কিরমানী লিটন বলেছেন: বরাবরই আপ্লুত হই আপনার আন্তরিক মতামত জেনে। ভালোবাসা জানবেন সুপ্রিয় রাজীব নুর ভাই। শুভেচ্ছা জানবেন অনেক ভালোবাসায়।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়কবি সেলিম আনোয়ার ভাই। আপনার উপস্থিতি বরাবরই উজ্জীবিত করে আমাকে, আমার অকবিতার কবিতা হয়ে উঠবার চেষ্টার পথচলার প্রতিটি পদক্ষেপকে। আপনাকে কে আন্তরিক ভালোবাসা।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

অক্পটে বলেছেন: চমৎকার একটা কবিতা পড়লাম।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোবাসা প্রিয় অকপটে। অনেক উজ্জীবিত হলাম আপনার মতামত জেনে। ভালো থাকবেন নিরন্তর শুভকামনায়।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

সাইন বোর্ড বলেছেন: বেশ প্রাণবন্ত, অনুভবময় !

১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

কিরমানী লিটন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা সুপ্রিয় সাইন বোর্ড। ভালোবাসা রইলো নিরন্তর শুভকামনায়

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: একটানে মন ভালো করে দেয়া কবিতা !
চমৎকার ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মনিরা সুলতানা আপু। আপনাদের এ প্রেরণাই আমার অলিখাগুলো লিখা হয়ে উঠবার ইচ্ছাকে বাঁচিয়ে রাখে। মুগ্ধতা ছড়িয়ে আলোর মশালের দিকে ছুটবার শক্তি যোগায়। ভালো থাকবেন। নিয়ত শুভকামনা আপনাকে- সপরিবা।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,




তেমন কাউকে ক্ষমা করে দেয়াই যায়, নিজের আকাশটাকে অন্ধকারে রেখে তার রাতের আকাশটাকে জোছনায় ভরে দেয়াই যায়। নিজের অমঙ্গল ডেকে কামনা করা যায় তার মঙ্গলও!

বেশ ছন্দবদ্ধ কবিতা। ভালো লাগলো।

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

কিরমানী লিটন বলেছেন: আহ্লাদি অভিমান ভুলে- কখনো জীবন ক্ষমার পথে হাঁটে। হেঁটে দৌড়ে ক্লান্তি ছড়ায়। ফিরে যেতে চায় স্মৃতির সকালে। কিন্তু ততোক্ষণে অনেক বেলা গড়িয়েছে- গন্তব্য ছাড়িয়েছে দূরত্বের সীমা। তাই এই আক্ষেপের আশ্রয়ে বিলাপের সুর।

ভালোবাসা জানবেন প্রিয় আহমেদ জী এস ভাই- আপনারমতো গুণীদের পদচারণ মুগ্ধতা ছড়ায় আমার কাব্যের আঙিনা। কৃতজ্ঞ শুভকামনা রইলো। ভালো থাকবেন- সব সময়।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
ছন্দমিলে অন্তমিলে দারুন কাব্য পাঠে ভাললাগা :)

+++

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন প্রিয় বিদ্রোহী ভৃগু, ভাই আমার
নিরন্তর শুভকামনা জানবেন..।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

মুক্তা নীল বলেছেন: কবিতা লিখতে পারি না কিন্তু কবিতার মানে বুঝি, ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও তাঁর প্রতি ভালোবাসা নিঃশেষ হয় নাহ।

অনেক আবেগ আর মায়ায় জড়ানো কবিতা।
শুভেচ্ছা রইলো।

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

কিরমানী লিটন বলেছেন: একদম ঠিক বলেছেন, ভালোবাসা কিংবা ভালবাসার মানুষ কখনো হারায় না, বারবার ফিরে ফিরে আসে আমাদের যাপিত জীবনে- প্রতিটি কর্মেই লেপটে থাকে তার ছোঁয়া। ডেকে যায় অলখের প্রান্তে।

অনেক শুভকামনা জানবেন সুপ্রিয় মুক্তা নীল। ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন- সবাইকে নিয়ে।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: খুব আবেগী ব্যান্ড মিউজিক হতে পারে আপনার কবিতাটি নিয়ে। প্রথম কলাইন পড়ে সামনে আরো পড়ার ইচ্ছে হলো। বিস্তারিত পাঠে ক্লিক করে হতাশ হইনি। বেশ হয়েছে, মসৃণ পথে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত ছন্দ হেঁটে গিয়েছে!

পোস্টে প্লাস অবশ্যই!

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

কিরমানী লিটন বলেছেন: খুব খুশি হলাম আপনার আন্তরিক মতামত জেনে। আপনাদের প্রেরনা আমার কাব্যের তৃষ্ণা বাড়িয়ে দেয়- অনেকগুন। আপনার পছন্দের নাগাল ছুঁয়ার আনন্দে মন ভরে গেলো কানায়- কানায়...।

ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন- অনেক শুভকামনা প্রিয় সামু পাগলা০০৭ ...।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর হয়েছে লিটন ভাই!
পথ ভূলোদের জন্য শুভকামনা!

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

কিরমানী লিটন বলেছেন: আপনার পছন্দের নাগাল ছুঁয়ার আনন্দে মন ভরে গেলো কানায়- কানায়..। ভালোবাসা আর শুভকামনা প্রিয় অগ্নি সারথি ভাই আমার। ভালো ও নিরাপদ থাকবেন- সবাইকে নিয়ে....।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইদানিং মন্তব্য খুব কমে গেছে।

এমন সুন্দর কাব্যেও তেমন মন্তব্য নেই।

++++++

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩

কিরমানী লিটন বলেছেন: " দিবে আর নিবে, মেলাবে- মিলিবে.... "
লেনদেনের এই বাণিজ্যিক জামানায় বিশুদ্ধ ভালোবাসা খোঁজা বোকামিই...। তবুও কবিতার প্রতি আপনাদের মতো কিছু মানুষের ভালোবাসা প্রতিদানকে প্রেরণা হিসাবে নিয়েই আমার লিখার ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখি । ভালোবাসা আর কৃতজ্ঞ ধন্যবাদ জানবেন সুপ্রিয় মোঃ মাইদুল সরকার ভাই। ভালো থাকবেন- সবাইকে নিয়ে।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

তারেক ফাহিম বলেছেন: সুখপাঠ্য ++

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা রইলো- প্রিয় সুহৃদ তারেক ফাহিম ভাই। ভালো থাকবেন- সব সময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.