নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

এসো মিলি একতায়, হাত রেখে- হাতে ...

১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭



এইখানে নদীদের মৃত কোলাহল
চৈত্রেও থৈ থৈ বর্ষা- সজল,
তার জলে জড়াজড়ি আবাদী পলল
তবু তার দুই তীর মরু চলাচল।

এইখানে দিন আসে- অলখের সুর
কান্নায় শুরু তাই- জীবনের ভোর।
লালসার তাপে পুড়ে- ক্রোধের দুপুর
ইচ্ছের পায়ে মল- শিকল- নুপুর।

ফ্যাকাশে বিকেলজুড়ে- এই জনপদ
সন্ধ্যের অমানিশা ভয়াল শ্বাপদ,
রাতগুলো জেগে রয় ভীতু হাহাকারে,
প্রভাতের ঘুম ভাঙে ভীত- চিৎকারে।

জ্ঞানের ছায়ায় দেখি- মুখোশ ভাঁরুর
নবীনের ভয় চোখ, অলস- ভীরুর।
হুকুমে কপাট খোলে, বিবেকের দোড়
শকুনের মুখে খই- আবেগের ঘোর।

এইখানে জেগে থাকে- পিতার কবর,
বুকেজুড়ে খেলাকরে, ফসুলে- জঠর
দুই চোখ এই আকাশ, এপাড়- ওপাড়,
তিনি এই পতাকা- পিতা আমাদের।

এ জাতির অহমিকা শৌর্যের স্থান
মুক্তির নেশা লাগে, তার- আহ্বান,
শৃংখল ছিঁড়ে দিয়ে, পেতে- অধিকার,
উড়িয়েছি পতাকা, স্বাদ- স্বাধীনতার!

পতাকাকে উচু করে, বাঁচা- সম্মান
মৃত্যুকে রুখেছিল- হয়ে বলিদান,
কে তার কাঁধে আজ পাষান- সওয়ার?
একে একে কেড়ে নেয়, সব- অধিকার!!

সেই নাম পুঁজি করে, কে রুটি- রুজি করে?
কে কত ভোগে ডুবে, কার কত পুঁজি বাড়ে?
এইসব প্রশ্নের উত্তর পেতে
এসো মিলি- একতায়, হাত রেখে- হাতে।

কোন দিল, দরিয়ায়- ভৈরবী বান
কোন বুকে বয়ে চলে, ঝড়ের - তুফান,
দেশমাতা প্রয়োজন, হায়দারী- হাঁক,
কাঁধে- কাঁধ রুখে দেই, বিনাসের ডাক।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সময়োপযোগী আহ্বান। ++

১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

কিরমানী লিটন বলেছেন: হৃদয় নিংড়ানো ভালোবাসা- ভালো থাকবেন সুপ্রিয় সুহৃদ- জুনায়েদ বি রাহমান ভাই। অনেক ধন্যবাদ আপনকে ...

২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার, ছন্দময়; সুখপাঠ্য কবিতা।

১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় জুনায়েদ বি রাহমান ভাই- আবারও শুভকামনা আপনাকে- সপরিবার।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

অক্পটে বলেছেন: অনন্য! সুখপাঠ্য জাগরণী গানের মতোই লাগল।
বিবেকের দুয়ার খুলেছে আগেই, পথে বেরুতেই যা সময় লাগছে।

শুভকামনা কবি।

১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

কিরমানী লিটন বলেছেন: আপনার পছন্দের কিনার ছুঁয়ার আনন্দে মন ভরে গেলো- কানায় কানায়। ভালোবাসা আর অনেক কৃতজ্ঞতা সুপ্রিয় অকপটে। ভালো সুস্থ আর নিরাপদ থাকবেন- সব সময় ...।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

বাকপ্রবাস বলেছেন: ++++++++ এইখানে সুখেদুখে এই জনপদ
সুখেদুখে ভাগাভাগি বিপদ আপদ।
---
খুব সুন্দর

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর অনেক অনেক মুগ্ধতা প্রিয় বাকপ্রবাস, সুখে দুঃখে পাশে চাই- এভাবেই..।
শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



দারুন।

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভকামনা প্রিয় নতুন নকিব। সুস্থ আর নিরাপদে থাকবেন।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: টিউনিং মানে মেল বন্ধন। এর বিকল্প নেই।

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

কিরমানী লিটন বলেছেন: " এসো চুল খুলে পথে নামি- এসো, উল্লাস করি ...."

অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয় রাজীব নুর ভাই। ভালো থাকবেন- অনেক ...

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর ভালোবাসা সুহৃদ প্রিয় মাহমুদুর রহমান ভাই। সুস্থতা আর নিরাপদ জীবন কামনা করছি...।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

আখেনাটেন বলেছেন: ইদানিং আপনার কবিতাগুলো সুখপাঠ্য মনে হচ্ছে।

একটি মসৃন প্রবাহের মতো শুরু থেকে শেষ হচ্ছে। বেশ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামতে ধন্য হলাম। দোয়া করবেন যেন আপনাদের আস্থার যোগ্য সম্মান দেয়ার চেষ্টাটা বাঁচিয়ে রাখতে পারি। ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন। ভালো থাকবেন- অনেক সুস্থতায় ...

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

সাইন বোর্ড বলেছেন: সময়ের উপলব্ধি, অনেক ভাল লাগা রইল ।

১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞ শুভাশিস সুপ্রিয় সাইন বোর্ড । ভালো আর সুস্থ থাকবেন- সব সময়।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! চমৎকার কবিতা ও তার আহবান । স্রোতস্বিনীর মতই গতিময়। ++++


চতুর্থ স্তবকের শেষ লাইনে পিশাচের হবে কিনা কবিতা একটু ভাবতে বলবো।


শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।


১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

কিরমানী লিটন বলেছেন: আপনাদের পছন্দের নাগাল ছুঁতে পারলেই তুষ্ট হয় আমার কাব্যের তৃষ্ণা। ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় পদাতিক চৌধুরি। আপনার মতামতের আন্তরিকতা একরাশ মুগ্ধতা নিয়ে এলো আমার লিখার প্রতিটি শাখায়- শাখায়। পাশে চাই- এভাবেই...

চতুর্থ স্তবকে সংশোধন এনেছি। আশাকরি এবার মানানসই হয়েছে। ভালো থাকবেন- সপরিবার। শুভকামনা নিরন্তর।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: চমৎকার হয়েছে আপনার কবিতা

১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সোনালী ঈগল২৭৪ । ভালোবাসা নিরন্তর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.