![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৃহহীন হয়ে পড়ি, ক্রমে- ক্রমে,
ক্রমে ক্রমে, গৃহের নিবাস ছেড়ে ছুটে আসি,
একটি নিঃষ্পাপ গোধূলীর কলিজার ন্যায়
একা একা, কোথা হেঁটে-যাই,
যাচ্ছি কোথায়- অবেলায়?
চৈতন্যের জঠরে এখন- বৃষ্টিপাত, পাতা পতনের দৃশ্য
বিপন্ন ইচ্ছারা, পুড়ায় যৌবন- ফসল আর শস্যের মাঠ,
আগাম সন্ধ্যারা, গিলে খায় উপোসী বিকাল,
রাক্ষুসী রাতের হিমশীতল পথ ধরে একা একা হেঁটে চলি,
কোথা হেঁটে যাই, এই রাত- নিরালায়....
বৈধব্য বাতাসে, শ্বাস খুঁজে- বিরুদ্ধ আকাল,
বিমূর্ত রাত্রীরা-
বৈকল্য মগজ থেকে প্রসবিত- হা অন্ন- সকাল।
অবাধ্য তারণ্যে, দুপুরের বীর্য থেকে খসে পড়া-রুগ্ন বিকেল।
গৃহহীন হয়ে পড়ি, ক্রমে- ক্রমে,
ক্রমে ক্রমে, গৃহের নিবাস ছেড়ে ছুটে আসি,
একটি নিঃষ্পাপ গোধূলীর কলিজার ন্যায়
একা- একা কোথা হেঁটে-যাই ?
যাচ্ছি কোথায়- অবেলায়....?
২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭
কিরমানী লিটন বলেছেন: পোষ্টের প্রথম মন্তব্যে আপনার দেখা- একরাশ উচ্ছ্বাসে মুগ্ধ ছড়ালো সোনালী রোদের এই কর্মময় মিষ্টি সকাল। তার আমেজ ছড়িয়ে গেল আমার কবিতার প্রতিটি শব্দের ভাঁজে ভাঁজে।
ভালোবাসায় স্নিগ্ধ করুক আপনার সমস্ত পথচলা। ভালো থাকবেন, সকলের মুগ্ধ ভালোবাসায়....
অনেক কৃতজ্ঞতা প্রিয় বিজন রয়- দাদাভাই।
২| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
হাবিব বলেছেন: অসাধারন কবিতায়+++
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞতা সুপ্রিয় হাবিব স্যার- সব সময় পাশে থেকে সব সময় উৎসাহ যুগিয়ে প্রেরণা দেয়ার জন্য। ভালো আর নিরাপদ থাকবেন- সব সময়।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই কিছু মানুষ ঠিকানা জানেনা।
সারা জীবন অজানা গন্তব্যে হেঁটে যায়।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০
কিরমানী লিটন বলেছেন: "কারো কারো- ঘর নেই
কেউ ঘর হারা,
যাতায়াতে পথ নেই
ফিরবার তাড়া...."
আর সেকারনেই হয়তোবা এই গন্তব্যহীন ছুটে চলা...। অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা মোঃ মাইদুল সরকার ভাই। আন্তরিক মতামতে পাশে থাকার জন্য ধনবাদ রইলো
৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২
কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগা আমার লিখার তৃপ্তির খোড়াক। অনেক ধন্যবাদ প্রিয় প্রামানিক ভাই। শুভেচ্ছা নিরন্তর।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: ক্রমে ক্রমে শব্দটি কি আপনার খুব প্রিয়।
তবে আমার কাছে দারুন শব্দ বলে মনে হয়নি।
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
কিরমানী লিটন বলেছেন: আসলে খুব প্রিয় বলে ক্রমে ক্রমে শব্দটি আসে। কবিতার প্রয়োজন মনে হয়নি। আপনার ভালো লাগলে বেশী ভালো লাগতো- আমার। আশাকরি ভবিষ্যতে আপনার ভালো লাগার শব্দমালা পবো...
শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ লিখেছেন ++
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
কিরমানী লিটন বলেছেন: আপনার ছোট অথচ আন্তরিক মন্তব্য দারুন প্রেরণাদায়ক। আশাকরি পাশেই পাবো- এভাবে। ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় স্বপ্নবাজ সৌরভ। ভালো আর সুস্থতা কামনা করি- সব সময়।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১
ল বলেছেন: নিজের অজান্তেই ছুটে চলি
অজানায় --
ঠিকানাবিহীন--
গতিহীন -
নিরন্তর--
কবিতায় মুগ্ধ +++
২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা..।
ভালো থাকবেন নিরন্তর
৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
কালীদাস বলেছেন: কবিতা না লিরিক?
২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
কিরমানী লিটন বলেছেন: কবিতা লিরিক যেটা বলেন..
মন্তব্যের জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভাশিস জানবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: +++!!!