![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মগজ বিক্রি হওয়ার পর
পা দুটোও মুনিবের হয়ে গেল,
এখন ছায়াটাও লেজ নাড়ায়....!
কাকে বিশ্বাস করি-বলো?
যেদিকে যাই-
ঘাপটিমারা শয়তান, মিচকে হারামী,
সুযোগ পেলে প্রেমিকাও ছিঁড়ে নেয়
বুক পকেট, খামচে ধরে- জামায়.….!
চারিদিকে রঙ করা মুখ
প্রেমিকা ভেবে চুমু খেতে গিয়ে দেখি
সবটা'ই খড়ের কাঠামো,
কারিগরের নির্মাণ।
নতুন শহরে এলে, পকেট সামলানো জরুরী,
অনেক পরে শিখেছি- ততক্ষনে
খুইয়েছি সারা- দিনমান....!
আমজনতার সংজ্ঞাটাই এমন
মাথায় উঁসকো খুঁসকো চুল
গেঞ্জি, বগলের কাছে ছেঁড়া- দন্ডায়মান।
কে যেন বলেছিল,
এদের জন্যই- সংবিধান,
শয়তানও মুখটিপে- হাসে,
হায় ঈশ্বর- ভগবান!!!
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি, শুভকামনা জানবেন, শ্রদ্ধায়- ভালোবাসা...
সরিয়ে নিয়েছি আগের ছবি।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা সব সময়
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজাদার কবিতা, মুগ্ধ কথামালায়
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
কিরমানী লিটন বলেছেন: অনেক ধম্যবাদ প্রিয় কবি নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই। সশ্রদ্ধ ভালোবাস জানবেন।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষটায়তো পুরাই লা জবাব করে দিলেন ভায়া
দারুন
++++++++
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
কিরমানী লিটন বলেছেন: আমার কবিতায় আপনার উপস্থিতি বরাবরই ভিন্নতা যোগা, উদ্দীপ্ত করে তার প্রতিটি শব্দমালা। ভালোবাসা প্রিয় নিদ্রোহী- স্নিগ্ধ শুভকামনায়...
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪০
সোহানী বলেছেন: হুম বুঝলাম..........।
২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩
কিরমানী লিটন বলেছেন: অনেকদিন পর সোহানী আপুকে পােলাম। নিশ্চয়ই ভালো আছেন? শুভকামনা জানবেন। ভালো থাকবেন- সবাইকে নিয়ে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ঠিক আছে তবে ছবিটা বড্ড অশালীন লাগছে। ওটা কে সরিয়ে দিয়ে বিকল্প কিছু দেওয়ার অনুরোধ রাখব।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।