নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নরা ফিরুক- স্বপ্নতরীর আঙিনায়...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩



এই মানুষটির কোনো কাজকাম নাই। সারাদিন ঘুরে বেড়ায় মানবতার বিরান পথে পথে। অমুক জায়গায় ও+ রক্ত লাগবে, বি+ রক্ত কারো লাগলে জানান। ওখানে ক্ষুদার্থ পথশিশুরা পেট টানটান করে শুয়ে আছে। ওদের মুখে একমুঠো খাবারের জন্য ঘুরে বেড়ায়- হন্যে হয়ে। অমুকের অপারেশন, ওমুকের চিকিৎসার জন্য বাজারে বাজারে টাকা চেয়ে ক্লান্তিহীন হেঁটে দৌড়ে আজ তিনি ক্লান্ত- ওর মূত্রনালিতে সমস্যা। আগেও একবার অপারেশন হয়েছিলো। এবার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আজ তার অসহায় শুয়ে থাকা হাসপাতালের বিছানায়। হ্যাঁ, খান মুহাম্মদ মুস্তফার কথা বলছি।

স্বপ্নতরী-৭১ এর সভাপতি Khan Muhammad Mostafa, একজন স্বপ্নদ্রষ্টা। আজ যার জীবনের স্বপ্নগুলো থমকে যাবার শঙ্কা জানিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে তার। ৫ দিন আগেও একগাদা স্বপ্নের গল্প শুনিয়েছে আমাকে।
এ সময়ের জন্য একটা উপযোগী সমাজ গড়তে তার স্বপ্নগুলো যুগান্তকারী। পরশু সন্ধ্যায় কেমন আছে জানতে চাইলে তার কথাগুলো হৃদয়ে লাগে। এখনো স্বপ্ন দেখে সে, বেঁচে থাকার স্বপ্ন, এ সমাজের জন্য কিছু করার স্বপ্ন। আজ মোস্তফাদের খু ঊ ব দরকার ক্ষয়ে যাওয়া এই সমাজে। মোস্তফারা এখনও নিখোঁজ মানবতাকে বাঁচিয়ে রেখেছে, ওরা অন্যদের ভেতরেও মানবতা জাগিয়ে তোলে। আশার স্বপ্ন বুনে- হৃদয় থেকে হৃদয়ে।

একজন উদীয়মান সাহিত্যপ্রেমী, একজন মানবতার কর্মী বেঁচে থাকুক আরও বহুকাল। ঘুনে ধরা বিবেক মসৃণ করতে
মোস্তফা সুস্থ হোক, ফিরে আসুক মানবিক সড়কে। আবার বলুক "ভাই রক্ত লাগলে বইলেন"; "ভাই একহাজার প্যাকেট বিরিয়ানির আয়োজন করতে চাচ্ছি পথশিশুদের জন্য, সহযোগীতা চাই"। আসুন, মহান করুনাময় আল্লাহ্‌র দরবারে তার জন্য, সুস্থ দেহে তার ফিরে আসার জন্য প্রাণ ভরে প্রার্থনা করি। আল্লাহ খান মুহাম্মদ মুস্তফার রোগহীন দীর্ঘ জীবন দান করুন- আমীন।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

এমন মহান মানুষদের জন্যই মাঝেমধ্যে নিজেদের অস্তিত্ব বুঝতে পাই। সৃষ্টিকর্তা তাকে রক্ষা করুক। তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে মানবতার কাজে আবারো ফিরিয়ে আনুক।

আপনাকে ধন্যবাদ উনার জন্য দু'আ তথা সহযোগিতার বিষয়টি স্বরণ করিয়ে দেয়ার জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

কিরমানী লিটন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় সৈয়দ তাজুল ইসলাম ভাই। দোয়া করবেন- করুনাময় তাকে যেন দ্রুত আরোগ্য দান করে মানবতার আঙিনায় ফিরিয়ে আনেন।

আপনার জন্য শুভকামনা..।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: গ্রেট ম্যান।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা জানবেন প্রিয় রাজীব নুর ভাই

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: উনার সুস্থতা কামনা করছি। পাশে থাকতে পারলে ভালো লাগবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯

কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা রইলো প্রিয় শাইয়্যানের টিউশন (Shaiyan's Tuition)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনি কি অসুস্হতায় ভুগছেন? উনার পরিবার, স্বজনেরা কি উনার সাথে আছেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

কিরমানী লিটন বলেছেন: ওর মূত্রনালিতে সমস্যা। আগেও একবার অপারেশন হয়েছিলো।
এবার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। পরিবারও পাশে আছে- ইনশাল্লাহ।

দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সুস্থতা কামনা করি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

কিরমানী লিটন বলেছেন: আমীন......
আপনাকে ধন্যবাদ আর শুভাশীষ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ যেনো ওনাকে ভালো করে দেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

কিরমানী লিটন বলেছেন: আমীন..
আপনিও ভালো থাকবেন। আপনি এবং পরিবারের সবার সুস্থ্যতা কামনা করি।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

আখেনাটেন বলেছেন: উনি সুস্থ হয়ে উঠুক এই কামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

কিরমানী লিটন বলেছেন: আমীন....

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

Shohanur Rahaman বলেছেন: আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

কিরমানী লিটন বলেছেন: ধন্যবাদ অনেক

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:০৭

ANIKAT KAMAL বলেছেন: সবই ভন্ডামী । যে‌দিন নি‌জের সা‌থে বিশ্বাসঘাতকতা ছে‌ড়ে দি‌তে পার‌বেন সে‌দিন বল‌বেন ধন্যবাদ। নি‌জে‌কে সুধরান বি‌বেক সুধরান সুধ‌রে যা‌বে গোটা পৃ‌থিবী

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

কিরমানী লিটন বলেছেন: ANIKAT KAMAL কথাগুলি কাকে উদদেশ্য করে বললপন? নিজেই নিজেকে??? নাকি অন্য কাউকে- বুঝিনি

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

কিরমানী লিটন বলেছেন: ANIKAT KAMALআপনি ভুল দরজায় নক করেছেন,....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.