নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

সুসময়- স্বরলিপি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬



যে জীবন স্বাদ পায়, সৎকার- জানাজায়
লাশ হয়ে পঁচবার শৃঙ্খল- দরজায়,
মৃত্যু না আসতেই- তার হয় চেহলাম
কখনও সে জজ মিয়া, কখনও সে জাহলাম।

কখনও সে অসহায়, ঝুলে থাকা
ফেলানি
তনু রুনি সাগরের, সকরুন- কাহিনী।
শাক হয়ে ঢাকবার, মস্তক- বোয়ালের
সস্তায় বলি হয়, তোমাদের- খেয়ালের।

সেঞ্চুরি মানিকের বুনো- উল্লাস
তুফানের তান্ডব করে উপহাস!
কখনওবা পূর্নিমা, বেদনা- বিদুর
জোছনাকে লুটে নিয়ে- পালায়- সুদূর।

গরিবের ঘাামে চলে, পাপিদের পুজা
নির্দোষ হয়ে বহে, সে পাপ- বোঝা।
জাহলাম জজ মিয়া, গিনিপিগ যত
সকরুণ গল্পে- দগদগে-ক্ষত!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

কিরমানী লিটন বলেছেন: নিরন্তর ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই
ভালোবাসা জানবেন

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: ফেলানির লাশটা দেখলে আজো চোখে জল আসে।

আমরা দুঃখি ফেলানি!
আমরা তোমাকে বাঁচাতে পারিনি।
আমরা দুঃখিত হে অসহায়, হে গরিব
আমরা তোমাকে অধিকার ফিরিয়ে দিতে পারিনি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর নিরন্তর শুভাশীষ রইলো সুপ্রিয় সুহৃদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.