নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

মাদক- তাহার মূলে....

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬


যে সকালে ভোর আসেনি
দীঘল রাতের শেষে,
বিকেল বেলার স্নিগ্ধ আলো
সন্ধ্যা গেছে ভেসে?

সে আকাশের জোছনা গুলো
নিকষ আধাঁর মাখে,
অনিশ্চিতের ঘোর লেগেছে
তার জীবনের বাঁকে?

যে জীবনের স্বপ্নে ছিল
প্রজাপতির রঙ,
বাবার স্নেহ মায়ের ছায়া
প্রিয়ার শিহরণ।

মাদক নামের ঘাতক কাঁটা
রক্তক্ষরণ- ব্যাথা,
জীবন ভুলে মৃত্যু নদী
হাতরে বেড়ায় সেথা।

তারও ছিল আশার আগাম
একটা আলোর অতীত,
বর্তমানের নেশায় বুঁদে
এখন সেটা পতিত।

আজকে সেথা ঘর বেঁধেছে
অন্ধ চোরাবালি,
শরীর জুড়ে মরনব্যাধী-
হৃদয় জোড়াতালি।

সবাই অবাক সবাই ভাবে
ব্যাপার খানা কি?
বিষ ভেবেছে অমৃত আর
অমৃতকে- ছিঃ...!

এখন বাঁচে অবহেলায়-
অতীত আগাম ভুলে,
লাশের জীবন পর করে সে-
মাদক তাহার মূলে!!!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

শাহিন-৯৯ বলেছেন:



মাদক শুধু একজন মানুষকে শেষ করে না, শেষ করে একটি পরিবার একটি সমাজ তথাপি একটি দেশ।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

কিরমানী লিটন বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। মাদক জীবন থেকে জীবনকেই শুধু কেড়ে নেয় না- সেখানে মৃত্যুর বিভিষিকাও আঁকে...
ভালোবাসা আর শুভকামনা অশেষ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: মাদক খুব খারাপ। অথচ মাদক খুব সহজলভ্য।

২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

কিরমানী লিটন বলেছেন: একদম সঠিক বলেছেন ভাইয়া....

ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা জানবেন সিপ্রিয় রাজীব নুর ভাই। দ্বিতীয় জন্মের দ্বিতীয় মন্তব্যকেটাতেই আপনাকে পেয়ে ভালো লাগলো- খুউব। সাথেই আছি- পাশেই চাই- এভাবেই.... ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা জানবেন সিপ্রিয় রাজীব নুর ভাই। দ্বিতীয় জন্মের দ্বিতীয় মন্তব্যকেটাতেই আপনাকে পেয়ে ভালো লাগলো- খুউব। সাথেই আছি- পাশেই চাই- এভাবেই....

৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন,




সব মাদকই নিঃশেষ করে দেয়না জীবন! ব্লগিংয়ের মাদকতা কিন্তু নিঃশেষ করেনা জীবনে অন্য অর্থ এনে দিয়ে বাঁচিয়ে তোলে।
এই যেমন, বেঁচে উঠে এখন মুক্ত সামু ব্লগে জীবনের সরব আনাগোনা, আপনার - আমার - আমাদের!

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৮

কিরমানী লিটন বলেছেন: প্রিয়
আহমেদ জী এস ভাইয়া,
কলমের জন্ম হয়েছে- জ্ঞান চর্চার উপকরন হিসাবে। কিন্তু কেউ যদি সেই কলম দিয়ে কাউকে ছুরিকাঘাতের মতো আঘাত করে তবে সে বিক্ষত হবে। তাই যে মাদকতায় মন মগজে বিবেক আর প্রাণের উচ্ছ্বাস অঙ্কুরিত হয় তার বিস্তার অবশ্যই কাঙ্খি। কিন্তু যার প্রয়োগ আর ব্যবহারিক ফলাফল আঁধারে মৃত্যুকে হাতছানি দিয়ে যায়। সৃষ্টিকে ধ্বংশের দিকে ধাবিত করে তাকে রুখতেই হবে- প্রাণের আকুতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে। আমি সেই মাদকতার কথা বলেছি- কবিতায়। সৃষ্টি সুখের উল্লাসকে বাঁধাহীন পথ চলার প্রয়োজনে- বিনাশকে ঠেকাতে।

বেঁচে থাকুক সামুর মাদকতা- সৃষ্টি সুখের- উল্লাসে। আপনার আমার সকলের বিমুগ্ধ বাঁচার আঙিনায়। শুভকামনা জানবে, শ্রদ্ধা- ভালোবাসায়.....

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছন্দে ছন্দে বাস্তবতা বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৫

কিরমানী লিটন বলেছেন: কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা জানবেন সুপ্রিয় জুনায়েদ বি রহমান ভাই। অনাবিল শুভেচ্ছা....

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম। মাদকের ভয়াবহ ছোবল নিঃশেষ করে সব কিছু। প্রতিরোধ গড়া জরুরি।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা সুপ্রিয় স্বপ্নবাজ সৌরভ ভাই। ঠিক বলেছেন অনেকদিন পর...

সতত শুভকামনা রইলো। ভালো থাকবে....

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: মাদক একটা অভিশাপ ।

২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১

কিরমানী লিটন বলেছেন: এই অভিচাপ থেকে বাঁচতে আমাদেরই এগিয়ে আসতে হবে ভাই। ভালোবাসা আর শুভকামনা জানবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.