|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আমার আকাশ বৃষ্টি ভেঁজা- কাঁদা
উড়তে মানা ফুরফুরে মেঘ- সাদা
দিগন্তে নেই রঙধনু রঙ- আঁকা
অন্ধকারে শুন্য ভীষন- ফাঁকা।
তবু তোমার চোখের দু'কোন- ভেজা
নিয়ন আলোয় অষ্ট প্রহর- খোঁজা
বুকের ভিতর উড়াল পঙ্খি- সাধ
সবটা খোলা উড়ায় তবু - বাঁধ।
এই যে আমার অমানিশা- ঘোরে
নিজের থেকে নিজেই এত- দূরে,
পাঁজর ভাঙ্গা দীর্ঘশ্বাসের- সুর
কে- বা জানে, এইখানে নেই- ভোর?
তোমার রাতে জোছনা মাখা চাঁদ
হাতের উপর লেপ্টে থাকা- হাত,
ইচ্ছে মতো স্বপ্ন আঁচল- গুনো
কার বাগানে অতীত গুলো- বুনো?
পুনঃ ছবি- নেট তেকে।
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৪৯
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৪৯
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ কৃতজ্ঞতা....
ভালোবাসা আর শুভকামনা অশেষ- সুপ্রিয় সুহৃদ, স্বপ্নবাজ সৌরভ।
২|  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫০
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫০
মাআইপা বলেছেন: গোছানো লেখায় যে চার লাইন অসাধারণ লেগেছে
 “এই যে আমার অমানিশা- ঘোরে
নিজের থেকে নিজেই এত- দূরে”
“ইচ্ছে মতো স্বপ্ন আঁচল- গুনো
কার বাগানে অতীত গুলো- বুনো?”
  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫৩
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫৩
কিরমানী লিটন বলেছেন: অনেক প্রাণীত হলাম সুপ্রিয় সুহৃদ মাআইপা। প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর। ভালোবাসা সতত....
৩|  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫৯
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৫৯
খায়রুল আহসান বলেছেন: "কার বাগানে অতীত গুলো- বুনো?” - চমৎকার একটি লাইন দিয়ে কবিতাটি শেষ করে পাঠকের মনে ভাবনার রেশ রেখে গেলেন! 
কবিতায় প্লাস + +
  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:০৫
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:০৫
কিরমানী লিটন বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামত জেনে। পাশে চাই- এভাবেই। অনেক শুভকামনা প্রিয় খায়রুল আহসান ভাইয়া, শ্রদ্ধায়- ভালোবাসায়...
৪|  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১০
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: চিরন্তনী শুন্যতাবোধের সাতকাহনে ভাললাগা
জানেন কবি, আমার কাচৈ এই শুন্যতা, অপূর্ণতাগুলোকে মনে হয় ভ্যকুয়াম ফোর্সের মতো!
অলখে নিত্য চালিকা শক্তি হয়ে এগিয়ে নেয় জীবনকে  
 
+++
  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২৪
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:২৪
কিরমানী লিটন বলেছেন: " অনেকেই ভাবে মরণ অনেক, জীবন- সে নাকি একটাই, প্রতিবার প্রেমে নতুন জীবন- জীবন কি করে- একটাই...."
ঠিক বলেছেন ভাই,
হোঁচট খেয়ে জীবন শিখে
পড়ে পড়ে হাঁটা, 
সুবাস পেতে সহ্য করে
ফুলের সাথে কাঁটা। 
ভালোবাসায় প্রাণীত হলাম সুপ্রিয় বিদ্রোহী। সতত শুভকামনা জানবেন।
৫|  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৩২
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৩২
ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর । 
  ২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৫
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন প্রিয় সুহৃদ ইসিয়াক ভাইয়া, পাশে চাই- এভাবেই....
৬|  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৪৮
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৪:৪৮
অব্যক্ত কাব্য বলেছেন: সুুন্দর
  ২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৭
কিরমানী লিটন বলেছেন: নিরন্তর শুভাশীষ আর ধন্যবাদ জানবেন প্রিয় অব্যক্ত কাব্য....
৭|  ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৫:১৪
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন: 
ব্লগের সব কবির একই কথা, একই সুর?
  ২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:২০
২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:২০
কিরমানী লিটন বলেছেন: চেষ্টা করবো ভিন্ন ভাবে বলার- ভিন্ন আঙিকে।  আপাতত আপনাকে পেয়েই খুশী প্রিয় চাঁদগাজী ভাই। 
শুভকামনা জানবে,  শ্রদ্ধায়- ভালোবাসায়.....
৮|  ২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩১
২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৬:৩১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: বেশ ভাবিয়ে তুললো বিশেষ করে শেষের কথাগুলো !! 
  ২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৭
২৬ শে অক্টোবর, ২০১৯  সন্ধ্যা  ৭:৫৭
কিরমানী লিটন বলেছেন: বিচ্ছিন্ন ভাবনার সংগঠিত  অনুবাদই কবিতা। চিন্তার জ্বালানী তাকে সমৃদ্ধ করে। তাই কবিতা যখন পাঠককে ভাবায়- তখন সেটা লেখকের মনে তৃপ্তির আনন্দ হয়ে দোল খায়।
আপনার আন্তরিক মতামতে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ শুভকামনা জানবেন সুপ্রিয় শুভ্রনীল শুভ্রা আপু।।     
৯|  ২৬ শে অক্টোবর, ২০১৯  রাত ১০:১১
২৬ শে অক্টোবর, ২০১৯  রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
  ২৬ শে অক্টোবর, ২০১৯  রাত ১০:২০
২৬ শে অক্টোবর, ২০১৯  রাত ১০:২০
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা জানবেন সুপ্রিয় রাজীব নুর ভাই - সব সময় পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য। সতত শুভকামনা.....
১০|  ২৯ শে অক্টোবর, ২০১৯  ভোর ৫:৩৮
২৯ শে অক্টোবর, ২০১৯  ভোর ৫:৩৮
ল বলেছেন: কার বাগানে অতীত বুনো --- বিমুগ্ধ হলাম।।।
  ৩০ শে অক্টোবর, ২০১৯  রাত ১:৫৪
৩০ শে অক্টোবর, ২০১৯  রাত ১:৫৪
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় ল....
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৪৩
২৬ শে অক্টোবর, ২০১৯  বিকাল ৩:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লাগলো।