![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
দোলন বাচ্চা ছেলে। জীবনে প্রথম ইমেইল একাউন্ট খুলতে বসেছে; কম্পিউটার তাকে পাসওয়ার্ড লিখতে বললে সে সরল বিশ্বাসে লিখল nunu. কম্পিউটার সাথে সাথে রিপ্লাই দিল 'your password is too short'! ছোট্ট দোলন টেনশনে পড়ে গেল। ভাবতে লাগল- এরা জানলো ক্যামনে?!
আমাদের অনেক অফিসার আর নেতার সরল বিশ্বাসে বলা কথা ও কাজের অডিও, ভিডিও প্রকাশিত হয়ে গেলে- তারাও টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে, এরা জানলো ক্যামনে?!
২.
সদ্য বুয়েট থেকে পাশ করা এক ইঞ্জিনিয়ার চাকরীর ইন্টারভিউ দিয়ে বেশ ফুরফুরা মেজাজে এক বন্ধুর সাথে দেখা করতে গেল।
সেই বন্ধু জিগাইলো, "তোর আজ ইন্টারভিউ ছিল না, কেমন হইলো?"
- "আর কইসনা দোস্ত, একটা রুমে ঢুকলাম, দেখলাম একজন কালো লেদারের চেয়ারে বসে পা টেবিলের উপরে তুলে রাখছে। আমারে তার ল্যাপটপটা দেখাইয়া কয়, ওটা বাইরে নিয়ে যাও, তারপরে আবার ভিতরে ঢুকে ল্যাপটপটা আমার কাছে বিক্রির চেষ্টা করো।"
- "কস কি? তারপর.."
- "বেটা নিজেরে বিশাল কিছু মনে করছে। সেইরাম ভাব।"
- "তারপর তুই কি করলি?"
- "আমি ঐখান থেকে ল্যাপটপ নিয়ে চইলা আসলাম।"
- "চইলা আসলি মানে কি? তারপর?"
- "তিরিশ মিনিট পরে বেটা আমারে কল কইরা কাইন্দা দিলো। বললো ল্যাপটপ ফিরায়া দেবার জন্য। ঐখানে নাকি ওর সব প্রয়োজনীয় ফাইল-পত্র, ছবি সব আছে। পুরাই কান্নাকাটি।
- " তারপর..."
- "তারপর আর কি" আমি বললাম, "ল্যাপটপটা কিনবা এখন?"
বেটা কইল বাবা তোমার চাকরি ফাইনাল।
৩.
গ্রামে ভ্যাসেকটমি ক্যাম্প শুরু হয়েছে। এক যুবক এলো ভ্যাসেকটমি করাতে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করলো:
তোমার কয়জন সন্তান?
যুবক: আমিতো এখনো বিয়েই করিনি!
ডা: তাহলে ভ্যাসেকটমি করতে চাচ্ছ কেন?
যুবক: ডাক্তার সাহেব, দু:খের কথা কি বলব, এই গ্রামের সবাই ইতোমধ্যে ভ্যাসেকটমি করিয়ে ফেলেছে, এখন কারো বাচ্চার জন্ম হলেই সবাই আমাকে মারতে আসে, এইজন্য ভ্যাসেকটমি করাতে চাই!!!!
৪.
রামু যে বাসায় কাজ করে, সেই বাসার মালিকের হুইস্কির বোতল থেকে দু/এক পেগ চুরি করে খায়, আবার ততটাই জল মিশিয়ে রেখে দেয়।
মালিকের সন্দেহ হত কিন্তু কিছু বলত না।
কিন্তু যখন এটা রোজ হতে লাগল তখন একদিন ড্রইং রুমে বউয়ের সাথে বসে চিৎকার করে রামুকে ডাকল, " রামউউ.....উউ!!"
রামু তখন রান্না ঘরে রান্না করছিল। রামু উত্তর দিল, "হাঁ মালিক!"
মালিক জিজ্ঞাসা করল, "আমার হুইস্কির বোতল থেকে হুইস্কি খেয়ে জল মিশিয়ে কে রাখে?"
রান্না ঘর থেকে কোন উত্তর এল না.....
মালিক আবার চিৎকার করে একই প্রশ্ন করল.....
কোন উত্তর নেই. ..
মালিক রেগে রান্না ঘরে গিয়ে জিজ্ঞাসা করল, "এসব কি হচ্ছে? আমি যখন তোর নাম ধরে ডাকছি তখন উত্তর দিচ্ছিস, আর যখন কিছু জিজ্ঞাসা করছি তখন উত্তর দিচ্ছিস না... কেন ?"
রামু, "মালিক, রান্না ঘর থেকে শুধু নাম শোনা যায়, আর কিছু শোনা যায় না..."
মালিক, "চুপ মিথ্যেবাদী, এরকম আবার হয় নাকি? তুই ড্রইং রুমে যা, মালকিনের কাছে বস, ওখান থেকে আমাকে প্রশ্ন কর, আমি কিচেন থেকে উত্তর দিচ্ছি...!!"
রামু ড্রইংরুমে গিয়ে মালকিনের পাশে বসে আওয়াজ দিল, "মালিক.."
মালিক (কিচেন থেকে), "বল রামু...."
রামু, "ঘরের কাজের মেয়েকে মোবাইল কে কিনে দিয়েছে?"
কোন উত্তর নেই. .....
আবার প্রশ্ন করল, "সেদিন যে দেখলাম কাকে যে পাশে বসিয়ে খুব গদগদ হয়ে ড্রাইভিং করা হচ্ছিল। কে ছিল সাথে?"
কোন উত্তর নেই. ....
মালিক কিচেন থেকে দৌড়ে এসে বলল, "তুই ঠিক বলেছিস তো। কিচেন থেকে শুধু নামটাই শোনা যায়, আর কিছু শোনা যায় না!!!"
ক্ষমতার চেয়ারটা রান্নাঘরের মতো। এখানে একবার বসতে পারলে চোখে শুধু ধইঞ্চার ফুল দেখা যায়। কারো কান্না না, কারো দু:খ না, কিছু না। শোনা যায়, যেটুকু শোনা দরকার......
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫
কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম প্রিয় সুহৃদ- ভাই আামার। শুভকামনা - শ্রদ্ধায়- ভালোবাসায়.....
২| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭
ভুয়া মফিজ বলেছেন:
!
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৭
কিরমানী লিটন বলেছেন:
৩| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মিতা !
২নং এ ইঞ্জিনিয়ার না হয়ে বিক্রয় কর্মি হলে ভাল হত।
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২
কিরমানী লিটন বলেছেন: আহা- মিতা, নিজের ঘরে ঢুকতে পেরেছেন অবশেষে..... ভালোবাসা আর অভিনন্দন আপনাকে।
ঠিক বলেছেন - বিক্রয় কর্মী লিখবো বলেই এডিট করার চেষ্টা করছি। বাট কিছুতেই এডিট করা যাচ্ছে না। আট মাস শুয়ে বসে থেকে সামু মামুর স্ক্রু কিছুটা ঢিলা হয়ে গেছে!! তাই লগ ইন, আপলোড, পোষ্ট দিতে সব কিছুতেই- বিস্তর সমস্যা হচ্ছে।
শুভকামনা আর ভালোবাসা জানবেন।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭
বিষাদ সময় বলেছেন: চমৎকার উইটি লেখা। ভাল লাগল।++
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসা সুপ্রিয় বিষাদ সময়। ভালোবাসা নিরন্তর।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৮
ইসিয়াক বলেছেন: অসাধারন লেগেছে লিটন ভাই ।
খুব মজা লাগলো।
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনাবিল ভালোবাসা আর শুভকামনা অশেষ। সুপ্রিয় ইসিয়াক ভাই। প্রীতি ও শুভেচ্ছা জানবেন।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০
চাঁদগাজী বলেছেন:
আমার জন্য সবগুলো নতুন ছিল, হাসলাম।
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৯
কিরমানী লিটন বলেছেন: শুভকামনা সুপ্রিয় চাঁদগাজী ভাই, শ্রদ্ধায় - ভালোবাসায়.....
৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২
মাআইপা বলেছেন: বেশ মজা।+++
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫
কিরমানী লিটন বলেছেন: সতত শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় মাআইপা। শুভকামনা রইলো.....
৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: চারটাই সুন্দর।
গল্প গুলো কি বাস্তব???
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২
কিরমানী লিটন বলেছেন: এগুলো গল্প হলেও- এটাই এখনকার বাস্তবতা রাজীব নুর ভাই। সতত ভালোবাসা আর শুভকামনা জানবেন।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহারে আমার রাষ্ট্র, তোমারে নিয়ে মানুষ এতো এতো ব্যাঙ্গাত্মক রসের গল্প লেখে তবু তোমার হায়া হয় না!
গল্প ভালো লাগলেও আমাদের জীবনের চলমান ঘটনা প্রবাহ ভাল লাগে না লিটন ভাই। অবস্থা এমন যে, রাষ্ট্র নিয়ে আপনার কষ্ট হলেই আপনি বোকা হয়ে গেলেন।
ধন্যবাদ।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬
কিরমানী লিটন বলেছেন: " মায়ের ভাষা নির্বাসনে
রাষ্ট্রভাষা - বুলেট,
রাষ্ট্রনায়ক ফেরিওয়ালা
দেশের গলায়, টু-লেট !!!
এ কোন সকাল- রাতের চেয়েও অন্ধকা.....
ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় সৈয়দ তাজুল ইসলাম ভাই।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১
মা.হাসান বলেছেন: ফাটায়ে দিছেন।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩১
কিরমানী লিটন বলেছেন:
১১| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না মিতা ভিপিএন , এখনো সিঁদ কেটে ঢুকছি
২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
কিরমানী লিটন বলেছেন: N
ওফ.....
চিন্তা করবেন না মিতা- আট মাসের অভ্যাস তাই চেঞ্জ হইতে সময় লাগছে। UC TURBO ব্রাউজ ইনস্টল করে ফেলুন। প্রধানমন্ত্রীর মতো পিঁয়াজ ছাড়া তরকারি আর কতো.....
ভালোবাসা আবারও......
১২| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০
নীল আকাশ বলেছেন: অসাধারণ। এর চেয়ে বেশি কিছু বলা মানায় না।
পোস্টে ++++++
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৩
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা সুপ্রিয় নীল আকাশ। প্রীতি ও শুভেচ্ছা অবিরাম। পাশে চাই - এভাবেই......
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ অনুগল্প। +++