![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
কতবার গুটিয়ে নিয়েছি হাত,
কাঁচা লঙ্কা আর লবনের শ্রাদ্ধে
সন্ধি করেছি থালার পান্তা ভাত।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
লুটেরা নেতার কপাল ফিরেছে,
ক্যাসিনোরা ঝলমলে আলোয়
শুদ্ধি নাটকের ভুঁত পালিয়েছে।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
টিসিবির লাইনে মস্করার- ফাঁদ,
নিরূপায় জনতার কাঠ রৌদ্দুরে
অগুন্তি অপেক্ষায়- পূর্ণীমা চাঁদ।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
রূপালী ইলিশের সতীদাহ প্রথা,
পুঁজোর অঞ্জলি করে বর দেয়
মায়াবী দখলদার- চেতনার মাথা।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
সইতে হবে আর কত উপহাস ক্ষন
আর কত- কোথায় তৃপ্তি রাক্ষসী মন
কতটা ফতুর হবে- ক্রীতদাস জনগন...?
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৯
কিরমানী লিটন বলেছেন: কোথাও কেউ নেই বলার-দেখার....
জনগনের লুটের টাকায় জাজিম বানিয়ে ক্ষমতাসীনরা ঘুমায় - আর আমাদের পিঁয়াজ না খাওয়ার নসিয়ত করে। ভন্ডামীর একটা সীমা থাকা উচিত!
মন্তব্য ও পাঠের জন্য অনেক ধন্যবাদ প্রিয় নীল আকাশ, শুভকামনা জানবেন।
২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪১
তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন কবি, পিয়াজের দাম দিন দিন আকাশ ছুইছে।
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে তাই ওটা এখন আকাশের বাসিন্দাদের পন্য। আমরা যারা মাটিতে থাকি প্রধানমনত্রী তাদের পেঁয়াজ খেতে মানা করে দিয়ে দায়িত্ব পালন করেছেন। আহা কি মজা - তাই না !
অনেক ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় তারেক_ মাহমুদ ভাই।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি বলচেন দাদা,
মোনায়েম খান পাকিস্তানে করেছিল মৌলিক গণতন্ত্র চর্চা! ভিন্ন মত বিরোধী মত দমনে!
বঙ্গবন্ধু প্রতিবাদে জেল জুলুম সেয় স্বাধীনতা এনেছিলেন -
তার কন্যা করছে পাকি ষ্টাইলে উন্নয়নের গণতন্ত্রের চর্চা! সব টুটি চিপা উন্নয়নের ঝাঁজে আপনার চোখে জল এল কি আর করা!
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১
কিরমানী লিটন বলেছেন: ভাই,
এখন উন্নয়নের চিপায় পড়ে, পেঁয়াজ ছাড়া ডিম খাই কোন সমস্যা নেই। মাননীয়া হয়তো ক'দিন পর বলবে গেন্জি ছাড়া শার্ট আর জাইঙ্গা ছাড়া প্যান্ট পরতে
৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০
ঢাবিয়ান বলেছেন: কবিতায় +++++++++
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৩
কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম প্রিয় - ভালোবাসা আর শুভেচ্ছা সতত। শুভকামনা প্রিয় ঢাবিয়ান....
৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০
ইসিয়াক বলেছেন: দারুণ লিখেছেন ।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫
কিরমানী লিটন বলেছেন: অনাবিল শুভেচ্ছা আর ভালোবাসা সতত সুপ্রিয় কবি ইসিয়াক ভাই। শুভকামনা অশেষ.....
৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: পিঁয়াজ নামক মূল্যবান রত্ন আলমারিতে সেফ বক্সে রাখা উচিত।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫০
কিরমানী লিটন বলেছেন:
এক তোলা পিঁয়াজে
কতটা জীবন,
সে খবর রাখা আছে
মন্ত্রী ক'জন?
পিঁয়াজ আজ দামী সোনা
একথা সবার জানা
তার ঝাঁজে লুকিয়েছে
সব- উন্নয়ন....
অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রিয় ঠাকুরমাহমুদ ভাই। পাঠ আর মতামতে ধন্যবাদ আপনাকে।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক কথায় চমৎকার, অনবদ্য!!
তোমাকে পাবার জন্য হে পিয়াজ
দাদাদের দিয়েছি কাছা খুলে,
তার পরেও পাইনি তাদের মন
কি করে যায় তারা ভুলে?
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজ মাতা পিঁয়াজ
ইলিশ দিয়ে লিয়াজু
খেতে বলে কম,
তার জ্ঞান ওয়াজে
হেসে কুটি পিঁয়াজে
ছেড়ে বাঁচে দম.....
নূর মোহাম্মদ নূরু ভাই, কিচ্ছু করার নাই - রাণীমাতা জনগনকে পিঁয়াজ খেতে বারন করে - নতুন ফরমান জারি করেছেন। যাতে তার ও নেতা খ্যাতাদের রান্নায় পিঁয়াজ কম না পড়ে।
কৃতজ্ঞ ভালোবাসা আর অনন্ত শুভকামনা জানবে।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫
কিরমানী লিটন বলেছেন: এক তোলা পিঁয়াজে
কতটা জীবন,
সে খবর জানা আছে
মন্ত্রী- ক'জন.....?
পিঁয়াজ আজ দামী সোনা
এ কথা সবার জানা
তার ঝাঁজে হারিয়েছে
যত উন্নয়ন।
অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা সুপ্রিয় ঠাকুরমাহমুদ ভাই।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: আমার মতোন দরিদ্র মানুষদের জন্য পেঁয়াজ নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে।
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজ এখন ক্যাসিনো পণ্য। তাই তা অসাধারণের জন্য। সাধারণের নাগাল থেকে পিঁয়াজকে মুক্তি দিতেই এত তেলেসমাতি কান্ড। টাকার জাজিম বানিয়ে -টাকার বালিশে ঘুমানো তথাকথিত উন্নয়নের বংশিবাদকদের কানে তাই আমাদের হাহাকার পৌঁছায় না। আমাদের হা-পিত্যাসটাই কেবল দীর্ঘস্থায়ী হয়।
কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা জানবেন।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৫
নতুন নকিব বলেছেন:
সুন্দর লিখেছেন। +++
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা জানবে।ন। শুভেচ্ছা নিরন্তর সুপ্রিয় নতুন নকিব ভাই। সতত ভালোবাসা রইলো।
১১| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ব্যফক মজা পাইলাম লিটন ভাই, কবি সামসুর রহমান আজ বেঁচে থাকলে আপনাকে নোবেল দেওয়ার জন্য অবশ্যই চিঠি লিখতেন
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২
কিরমানী লিটন বলেছেন: শামসুর রাহমান বেঁচে থাকলে হয়তো তাকে নতুন করে লিখতে হতো- অদ্ভুত পেঁয়াজের নিচে চাপা পড়েছে- স্বদেশ! উনি মরে গিয়ে বেঁচে গেছেন। তাই আমরা এই চুন পোঁড়া ঢেকুর দেই।
অনেক ধন্যবাদ ভাই- সময় নষ্ট করে পাঠ ও মতামত দেওয়ার জন্য। ভালোবাসা নিরন্তর।
১২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫
কিরমানী লিটন বলেছেন: আবার ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই - স্নিগ্ধ শুভকামনায় শুভরাত্রি....
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
আখেনাটেন বলেছেন: পেঁয়াজ নিয়ে মহাকাব্য রচিয়াছেন জনাব। যে ভাবে দাম আকাশ ফুঁড়ে উর্ধ্ব গমনে যাচ্ছে, তাতে এই অতি দামি জিনিসের তরে আরো উপন্যাস, নাটিকা, সিনেমা না তৈরি হয়।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫
কিরমানী লিটন বলেছেন: এর উপকার অনেক, যেমন -
দেহের ব্যথা কমায়
বিজ্ঞানীরা বলেন এটা
ক্যান্সারও যে দমায়!
কেউবা চুলের শাইন বাড়াতে
মাখছে এটা চুলে
আরও অনেক গুণ আছে এর
নাই বা বলি খুলে!
বুঝুন তবে যে-বস্তুটা
এত্ত উপকারী
তার কেজি বস্ একশো হলে
মুখ কেন হয় হাঁড়ি?
জিনিসটা যে পেঁয়াজ বোধ হয়
বুঝেই গেছেন, নাকি?
খাই না এখন! গন্ধ শুঁকেই
মনকে খুশি রাখি!
ভালোবাসা বস অনেক শুভকামনা....
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৭
সোহানী বলেছেন: দেশের কোন জিনিস নিয়ন্ত্রণ এ আছে? কেউ কি বলতে পারবে !�
আজকে পেয়াজ কালকে চাল পরশু সাকিব তরশু নদী দরশু ইইয়াবা ..
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫
কিরমানী লিটন বলেছেন: ভালো থেকো জয় বাংলা
ভালো থেকো জিন্দাবাদ,
আলী বাবা তালি বাবা
হরিলুটের সিন্দাবাদ।
ভালো থেকো চুনোপুঁটি
রাঘব বোয়াল বালিশ চোর,
ভালো থেকো সাগর চুরি
হাজার কোটি লুটের ঘোর।
ভালো থেকো পর্দা খেকো
আঁধার রাতের ভোট চোর,
ভালো থেকো ডিসি ইসি
ওসি ভিসি ঘুষ- খোর।
ভালো থেকো মিথ্যেবাদী
ছল- চাতুরী মায়ার সুর,
ভালো থেকো ইলিশ পুঁজো
ফেনী নদী- জলের তোড়।
ভালো থেকো জিকে শামীম
ওমর ফারুক- দুলাভাই,
বদি বৌদি, জুয়ার আসর
ভালো থেকো- ভয় নাই।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭
কিরমানী লিটন বলেছেন: অনেক শুভকামনা আর কৃতজ্ঞতা সুপ্রিয় সোহানী আপু, আপনার আমার প্রিয় বাংলাদেশ ভালো নেই.....
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ ভালোবাসায় নিবিড় রাতের শান্ত আকাশের মতো ভালো থাকুন। শুভরাত্রি সুপ্রিয় কবি সেলিম আনোয়ার ভাই....
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:১৫
ল বলেছেন: তোমাকে পাবার জন্য হে ঝাঁজালো পিয়াজ।।।।
দারুণ +++
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫
কিরমানী লিটন বলেছেন:
.
কী বিপদ ঘটে গেল সেই দিন রিয়াজের
মাথা ঘুরে পড়ে যায় দাম শুনে পিয়াজের।
একটাই ছেলে সেই আহমেদ নিয়াজের
অমায়িক এই ছেলে হলোটাই কী আজ এর!
.
মানুষের সমাগম হয়ে যায় বাজারে
আয়ু তার খোঁজে আজ কত লোক হাজারে।
কেউ ছুটে মাসজিদ কেউ ছুটে মাজারে
কেউ বলে আল্লাহ কেউ বলে খাজারে।
.
এক লোক বলে উঠে নিয়ে এসো পিয়াজ
তার নাকে ঝাঁঝ দিলে হয় দেখি কী আজ।
পিয়াজটা নিতে গিয়ে দাম শুনে জ্বী আজ;
পড়ে গিয়ে সব লোক হয়ে যায় রিয়াজ!
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৬
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোবাসায় শুভরাত্রি প্রিয় ভাই ল
১৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২৭
কিরমানী লিটন বলেছেন:
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৪
শিখা রহমান বলেছেন: শামসুর রাহমান বেঁচে থাকলে হয়ত নতুন করে এই কবিতাই লিখতেন।
স্যাটায়ার কবিতা ভালো লেগেছে, পেঁয়াজের মতোই ঝাঁঝালো!!
শুভকামনা কবি। টক মিষ্টি ঝালে ঝাঁঝে ভালো থাকুন সবসময়।
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৭
কিরমানী লিটন বলেছেন: পিঁয়াজ হলে ভালোই হতো
করতো লোকে তোয়াজ,
কবি লিখতো কাব্য কতো
হুজুর করতো ওয়াজ।
পঁচিশ থেকে দেড়শো টাকা
উঠতো বাজার দর,
আমি হতাম অভিজাতের
ছেড়ে গরীব ঘর।
হাটে মাঠে বাজার ঘাটে
সবার মুখেই আমি,
স্বর্ণ ফেলে আমায় সবাই
আদর দিতো চুমি।
হীরে মানিক তুচ্ছ করে
আমিই হতাম কিং,
শিখা আপু আমায় দিয়ে
গড়তো কানের রিং.....
একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন সুপ্রিয় শিখা রহমান আপু। শুভরাত্রি.....
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩২
উম্মে সায়মা বলেছেন: আহা। পেঁয়াজ এবার সত্যিই সবাইকে কাঁদিয়ে ছাড়ল
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৮
কিরমানী লিটন বলেছেন:
বলুন দেখি আপু,
পিঁয়াজ বিনে তরকারী
সালাদ ভাঁজি- টেকসই?
না না বাপু এই কারনে
দেকান পাটে হাট বাজারে
ছাড়ায় কিলো একশই.....
অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানবেন। শুভরাত্রি। প্রিয় উম্মে সায়মা আপু....
২০| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আবার ভালোবাসা প্রিয় রাজীব নুর ভাই - স্নিগ্ধ শুভকামনায় শুভরাত্রি....
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৮
কিরমানী লিটন বলেছেন: অনেক প্রাণীত হলাম সুপ্রিয় রাজীব নুর - ভাই আমার। আপনার উপস্থিতি বরাবরই শানিত করে কবিতার আঙিনা। শুভ সকাল....
২১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৭
সেজুতি_শিপু বলেছেন: আহা আহা পেঁয়াজ! তোমার সেকি ঝাঁঝ! কতজনকে কাঁদালে, কত কবিতা লেখালে.।
৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন- সুপ্রিশ সেজুতি_ শিপু আপু,
পেঁয়াজের ফাঁদে
দেশবাসী কাঁদে,
ক্ষমতার ঢং
পেঁয়াজের রঙ....
অনেক অনুপ্রেরণা পেলাম আপনার আন্তরিক মতামতে। শুভকামনায় শুভ সকাল....
২২| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৮
তারেক ফাহিম বলেছেন: এখনকার পিঁয়াজ কাটতে গেলে গিন্নি হাসে
৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫
কিরমানী লিটন বলেছেন: উন্নয়নের মাইনক্যা চিপা - পিঁয়াজের ঝাঁজ গ্রাস করে ফেলেছে। তাই গিন্নীদের চোখে কান্নার বদলে তাচ্ছিল্যের হাসি - এটা আমাদের উপায়হীন সামর্থ্যকেই উপহাস করে।
ভালোবাসা আর শুভকামনা অশেষ। কৃতজ্ঞ ভালোবাসা প্রিয় তারেক ফাহিম ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৯
নীল আকাশ বলেছেন: ভালো লিখেছেন। বেশ সময় উপযোগী লেখা।
আমার সামনেই সেদিন দেখলাম একজন গুনে গুনে ৪টা পিয়াজ কিনলো।
দেশে কি অবস্থা চিন্তা করুন?