![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সাকিন
এই নিবাস...
ও আমার বলগা হরিণ ইচ্ছে আঁকা দুপুরগুলো,
ও আমার দস্যিপনা চান্দাদিঘীর পথের ধূলো,
ও আমার ঘুমপাড়ানী মাসীপিসী স্বপ্ন ডাকা
ও আমার একফালি চাঁদ গাছের ফাঁকে ইচ্ছে আঁকা।
ও আমার নকশী কাঁথা শীতল পাটী- তালের পাখা,
ও আমার ভোরের চোখে কুসুম কুসুম প্রাণের সখা,
ও আমার আরাম নগর শিমলা বাজার ভুড়ার বাড়ী,
ও আমার গন্ধমাখা মায়ের আঁচল গরুর গাড়ী।
ও আমার সাঁজের মায়া সন্ধ্যামালা দুপুর বেলা,
ও আমার ডানপিটে মন আম কুড়ানো ছেলেবেলা,
ও আমার মেঠো পথে মল্লিকা দি- সিঁদুর খেলা,
ও আমার একতারা সুর মাঠের ফসল- রাখাল বেলা।
ও আমার হৃদয় দিয়ে প্রাণের বাঁশি স্বপ্ন বাজার,
ও আমার আকাশভরা চন্দ্রতারার- রাত্রি হাজার।
ও আমার লক্ষ শহীদ লাল টুকটুক- সূর্য খানা
ও আমার সবুজ মনে ফুল পাখীদের স্বপ্নবুনা।
সে আকাশ মেঘ বৃষ্টি, ইদুর বিড়াল, রোদের খেলা
রাত্রীও- ঘুমিয়ে পড়ে আলসেমিয়ে অবহেলা,
সে কুলে মন খারাপের সন্ধ্যা ডাকা বিকেল হলে,
এখনও নিত্য ভাসি ইলশেগুড়ি- চোখের জলে।
ছবিঃ নেট থেকে।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
কিরমানী লিটন বলেছেন: পাতার ফাঁকে রোদের খেলায় - সোনালী শালিকের সুখ, বৃষ্টিতে ভীজে ভীজে সৃষ্টি সুখের উল্লাসে মাতা সময়- কোথায় পালালে তুমি? কোথায় হারালো স্মৃতীর শৈশব....?
অনেক কৃতজ্ঞতা ভাই। পাঠে ও আন্তরিক মতামতে বিমুগ্ধ ভালোলাগা। ধন্যবাদ আর প্রণতি জানবেন প্রিয় ইসিয়াক- ভাই আমার।
২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮
চাঁদগাজী বলেছেন:
মোলায়েম সুখ-স্মৃতি
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮
কিরমানী লিটন বলেছেন: দম দিয়ে নাম কেনা- ঘাম দিয়ে রাত
দমহীন হয়ে আজ- গোধূলি হঠাৎ।
কৃতজ্ঞতা সুপ্রীয় গাজী ভাই, শ্রদ্ধায় - ভালোবাসায়....
৩| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
কিরমানী লিটন বলেছেন: আন্তরিক ভালোবাসার এ ছোঁয়া - দাগ কেটে যায় গভীরে। বেঁচে থাকুক এই প্রেরণার হাত। স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক দিগন্তের তটরেখায়।
কৃতজ্ঞতা সুপ্রিয় ভালোবাসার রাজীব নুর ভাই। শুভকামনা অশেষ.....
৪| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
ল বলেছেন: মনে হলো গলা ছেড়ে গাই।।।।
ও ও অ... এ আমার সবুজ মনে ফুল পাখিদের স্বপ্নবুনা -- অ হ অ......এ আমার স্বদেশে সোনাফলা.......
দারুণ সুখ জাগানিয়া বটে++++
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর প্রেরণার পরশ মাখা আন্তরিক মতামত দারুণ উজ্জীবিত হলাম প্রিয় ল- ভাই আমার। স্নিগ্ধ শুভকামনা আর কৃতজ্ঞ ভালোবাসা জানবেন।
৫| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্মৃতি জাগানিয়া কবিতা।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন প্রিয় জুনায়েদ বি রাহমান ভাই। স্মৃতি এক রাতজাগা পাখির নাম- যা আপনাকে ভাবাবেই। ভালোবাসা আর স্নিগ্ধ শুভকামনা জানবেন।
৬| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সময় কে পিছনে ফেলে মানুষ এগিয়ে যায় দৈহিক বয়সে কিংবা মরণের দিকে, কিন্তু পিছনে রয়ে যায় দূরন্ত বেলা এবং আকাশ শৈশব।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
কিরমানী লিটন বলেছেন: প্রিয় শাহাদাৎ হোসেন ভাই ঠিকই বলেছেন, আমরা জীবনের পিছে দৌড়াতে দৌড়াতে মৃত্যুকে এক সময় ধরে ফেলি তবু- স্মৃতি পিছু ছাড়ে না। লেপ্টে থাকে হৃদয়ে। অনাবিল শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।
৭| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন: দুরন্ত শিশুবেলা রে - আহারে - -
০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
কিরমানী লিটন বলেছেন: সেই ফিরে যাওয়া সময়- হারানো নষ্টালজিক আমাদের প্রত্যেককেই ভাবায় - কাঁদায়। সেই দিনগুলি যদি ফিরিয়ে আনা যেত, কতনা মধুর সেই দিনগুলি.....
অনেক কৃতজ্ঞতা- পাঠে আর আন্তরিক মতামতে অনুপ্রাণ হয়ে কাছে থাকার জন্য। ভালোবাসা সুপ্রিয় ঠাকুরমাহমুদ ভাই....
৮| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্মৃতিময় সুখের পরম আবেশ প্রতিফলিত হলো কবিতায়।
০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
কিরমানী লিটন বলেছেন: একদম...
প্রণতি জানবেন প্রিয় স্বপ্নবাজ। ভালোবাসায় ভরে উঠুক আপনার জীবন। অনেক শুভকামনা.....
৯| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ছোট কালের স্মৃতিগুলো আসলেই অনেক বিনোদনের; প্রকৃত বিনোদনের
ছড়া ভাল হয়েছে
+++
০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
কিরমানী লিটন বলেছেন: কদম তাই। সেই সব দিনের স্মৃতিগিলো আমৃত্যু তাড়িত করে আমাদের। অনেক প্রেরণায় উজ্জীবিত হলাম আপনার আন্তরিক মতামত জেনে। ভালো থাকুন - সবার ভালোবাসায়। সতত শুভকামনা সুপ্রিয় সৈয়দ তাজুল ইসলাম ভাইয়ের জন্য.....
১০| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
সাইন বোর্ড বলেছেন: স্মৃতিকাব্য অসাধারণ লাগল ।
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭
কিরমানী লিটন বলেছেন: স্মৃতি সব সময়ই দহন করে - দাপিয়ে তাড়ায় যাবিত জীবনের সাথে। আর মজার শৈশব সবাইকে পুড়াবেই....
স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা সতত প্রিয় সাইন বোর্ড। ভালো থাকবেন- সব সময়।
১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫১
মা.হাসান বলেছেন: অসাধারণ ছবি গুলোর জন্য লাইক দিলাম। আমি কবিতা পড়ি না, ঐ বিষয়ে মন্তব্য নাই।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় ভাই মা. হাসান.....
১২| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২
শিখা রহমান বলেছেন: ইশশ!! নস্টালজিক করে দিলেন। কি যে স্নিগ্ধ মায়াময় একটা কবিতা!!
কবিতায় লাইক আর একরাশ মুগ্ধতা। ভালো থাকুন কবি ভালোবাসায় ও স্মৃতিময়তার ছায়ায়।
শুভকামনা নিরন্তর।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২১
কিরমানী লিটন বলেছেন: একদম.... শৈশবের সোনালী অতীত মনে পড়লে আমরা সবাই নষ্টালজিক হয়ে পড়ি। আবেগের তীব্র স্রোতে ভাসি অতীতের তটরেখায়।
মনন আর মমতা মাখানো আন্তরিক মতামতে আপ্লুত হলাম সুপ্রিয় শিখা রহমান আপু। দোয়া করবেন যেন আপনাদের আস্থার নাগাল ছুঁয়ে থাকতে পারি। মুগ্ধ কৃতজ্ঞতা আর শুভকামনা সব সময়। শুভরাত্রি......
১৩| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ও আমার সোনালী সেই দিনগুলো
ও আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
এমন করে হৃদয় পুড়ে হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে কেইবা ভালবাসে
শিশুকালের স্মৃতি হলে হেসে হেসে
সব সয়েও যাই যে আমি হৃদয় পুরে
ও আমার সোনালী সেই দিনগুলো
ও আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
কিরমানী লিটন বলেছেন: অসাধারণ বললেন প্রিয় বিদ্রোহী, ভাই আমার। প্রেরণার এই শানিত হাত আরও উজ্জীবিত করুক আমায় - আমাকে সুন্দরের পথ আকড়ে ধরে থাকার সুতীব্র ইচ্ছেগুলোকে।
স্নিগ্ধ সজীব উচ্ছ্বাস আর ফুলেল শুভ্রতায় ভরে উঠুক আপনার যাপিত জীবন। একরাশ প্রীতি ও শুভেচ্ছা, শ্রদ্ধায় ভালোবাসায়.....
শুভরাত্রি।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
তারেক ফাহিম বলেছেন: শৈশব স্মৃতি সর্বদায় হাসির খোড়াক।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১
কিরমানী লিটন বলেছেন: হাসীর খোড়াকরা তাই স্মৃতী হয়প লেপ্টে থাকে যাপিত জীবনের পথচলা জুড়ে। স্নিগ্ধতা ছড়ায় পাললিক নির্মোহে।
পাঠ আর আন্তরিক মতামতে প্রাণিত হলাম সুপ্রিয় তারেক ফাহিম ভাই। নিরন্তর ভালোবাসায় শুভরাত্রি.....
১৫| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
কিরমানী লিটন বলেছেন: আপনার উপস্থিতি বরাবরই প্রণিত করে আমার লিখাকে। প্রেরণার উচ্ছ্বাসে উজ্জীবিত হই। ভালোবাসা আর প্রীতি ও শুভেচ্ছা রইলো প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। অনেক শুভকামনায় শুভরাত্রি....
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩
ইসিয়াক বলেছেন: হারানো শৈশব ......।আর কভু ফিরবে না এজনমে ।
শুধু স্মৃতি হয়ে রয়ে যাবে মনের পাতায় পাতায় ।......।
খুব ভালো লাগলো ভাইয়া ।