![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১ম পর্ব)
ছোট ছোট সাধ ছিল, ছোট ছোট প্রাণে
হৃদয়টা বড় ছিল- সকলেই জানে।
আমাদের গ্রাম ছিল- শান্তির নীড়
মধুমতি ধানসিঁড়ি ঝিনায়ের তীর।
এক চাওয়া সকলের, একটাই আশা
হৃদয়ের খাল বিল, ভরা- ভালোবাসা।
স্বপ্নের রঙ ছিল- সকালের রোদে,
রাত জুড়ে গড়াগড়ি, জোছনার- চাঁদে।
ধর্মের ভাগ আর রাজনীতি ভেদ
খোঁজে নাই কেউ সেথা- হিংসের ক্লেদ,
রুপবান বেহুলারা বনবাস ছেড়ে
দল বেঁধে ঘর বাঁধে, এইগ্রাম- তীরে।
প্রকৃতিও মিশে ছিল, মানুষের মত
আম জাম জামরুল- গাছ ছিল যত,
রাম জন রহিমেরা সেথা ভাই ভাই
মসজিদ মন্দির- ঈদগাহে যাই।
দ্বিতীয় পর্ব ঃ
আমাদের গ্রাম আজি- ব্যস্ত শহর
এক ছাদ নিচে থেকে- সকলেই পর।
পাড়ার বিপদে কারো- কেউ ছুঁটে না,
শান্তিরা গৃহত্যাগী- সুখ জোটে না।
কেউ থাকে ডানদিকে- কেউ রয় বামে,
কেউ রয় সব দিকে- মাঝখানে থামে।
পাতি নেতা হাতি নেতা- নেতাদের মেলা
গলাগলি- ডলাডলি- রাজনীতি খেলা।
দলাদলি ঠেলাঠেলি- দুই দল ভাগে
হিংসায় আক্রোশে, মিটে ক্ষোভ- রাগে।
ঈদ পুঁজো- পার্বন, উৎসব যত
রাজনীতি চাষাবাদ- বিভেদের ক্ষত।
এই খানে রমণীরা- খাল নদী ভুলে
দরিয়ার স্বাদ খুঁজে- শাওয়ারের জলে।
যমুনার বুক চীরে, ছুটে ট্রাক- বাস
যন্ত্রের সভ্যতা, করে- উপহাস!
সবক’টা জানালা কেউ খোলে না
ওরা এসেছিলো কি-না, কেউ জানে না।
সে খবর বেচাকেনা পণ্যের দরে
চেতনার হাওয়া হয়ে- শাসনের বরে।
সালাম আর রফিকের আত্মার দান
লাখো কোটি স্রোত ধারা- রক্তের বান,
তার সুর প্রেরণায়, আজ বাজে না-
সেই গ্রামে স্বপ্নরা- আর সাঁজে না।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নিঃসঙ্গ সারথী ভাই। পাঠ ও মতামতে কৃতজ্ঞতা রইলো। শুভরাত্রি....
২| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭
ধ্রুবক আলো বলেছেন: শৈশবে যদি একবার ফিরে যাওয়া যেত!
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
কিরমানী লিটন বলেছেন: ঠিকই বলেছেন সুপ্রিয় ভাই ধ্রুবক আলো।সত্যিই মধুর সেই দিনগুলি যদি আবার ফিরে আসতো- কত মজাই না হতো।
পাঠ ও আন্তরিক মতামতের জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনায় শুভরাত্রি।
৩| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
মা.হাসান বলেছেন: পোলাপান তো কৃষ্ণচূড়া গাছের বারোটা বাজাইয়া ফালাইলো। পা বিছিয়ে এর উপরে হাত রেখে লাফ দেওয়ার খেলাটার নাম ভুলে গেছি। স্ট্যাচু অফ লিবার্টির আকারের বেলুন এই প্রথম দেখলাম। আঁকিয়ের কল্পনাশক্তি চমৎকার। অসাধারণ ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০০
কিরমানী লিটন বলেছেন: এর নামই কৈশর- এর নামই দুরন্তপনা - বয়সের দাবী। কি হবে, অথবা না হবে তখন কি সেটা মনে ছিল। তাই কৃষ্ণচূড়ার সৌন্দর্য অথবা গাছের কষ্টকে উপলব্ধি করা ছাপিয়ে নির্মোহ আনন্দটাই তখন মূখ্য ছিল।পা বিছিয়ে এর উপরে হাতে হাত রেখে লাফিয়ে খেলাটিকে আমরা ইচিং বিচিং বলে জানতাম। অন্য এলাকায় ভিন্ন নামও থাকতে পারে।
ছবিগুলো আপনার হৃদয় ছুঁয়েছে জেনে তা সংযোজনকে সার্থক মনে হলো। আশাকরি কবিতা নামক নিরিহ সাহিত্যও ভবিষ্যতে আপনার মনোযোগ পাবে- তাতে গো-বেচারা মানুষগুলো কবিতার ভাবনা আরও প্রেরণা পাবে।
ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা সুপ্রিয় মা. হাসান ভাই। শুভরাত্রি।
৪| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার স্মৃতিময় ছবি আর আপনার অসাধারণ কবিতা।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলাগা আর প্রেরণা পেলাম আপনার আন্তরিক মন্তব্যে। বরাবরই পাশে থেকে প্রেরণায় প্রাণিত করবার জন্য একরাশ কৃতজ্ঞতা প্রিয় স্বপনবাজ। ভালোবাসা জানবেন- ভাই আমার। শুভরাত্রি.....
৫| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: লেখা চলুক।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬
কিরমানী লিটন বলেছেন: আপনার এই আস্থা - আমাকে আরও শানিত করবে - সুন্দরকে আকড়ে ধরে রাখার সাহস আর শক্তিকে। অনাবিল ভালোবাসা প্রিয় ঠাকুরমাহমুদ ভাই আমার। ভালোবাসা অশেষ। শুভরাত্রি....
৬| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬
নাহার জেনি বলেছেন: শৈশবের স্মৃতি মনে পরে গেল। খুব ভাল লাগলো।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯
কিরমানী লিটন বলেছেন: কবিতার স্নিগ্ধতা আপনার পছন্দের নাগাল ছুঁয়েছে জেনে খুব খুশী হলাম আপু। একরাশ শুভকামনা রইলো আপনাকে। আশাকরি পাশেই পাবো - এভাবেই। শুভরাত্রি.....
৭| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
করুণাধারা বলেছেন: স্মৃতি জাগানিয়া কবিতা, খুব ভালো লাগলো।
কবিতার চাইতে ভালো লেগেছে ছবিগুলো, অসাধারণ সব ছবি!
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
কিরমানী লিটন বলেছেন: আপনার আন্তরিক মতামত একরাশ ফুলেল শুভ্রতায় ছড়িয়ে পরলো আমার ব্লগবাড়ীর জীর্ণ আঙিনায়। অকবিতারাও কবিতা হয়ে উঠার ইচ্ছের স্নিগ্ধ দোলায় প্লাবিত হলো। ভালো থাকবেন সুপ্রিয় করুণাধারা - সবার ভালোবাসা। ভালোবাসা আর কৃতজ্ঞ শুভকামনা। শুভরাত্রি।
৮| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৫
মা.হাসান বলেছেন: ধন্যবাদ, ইচিং বিচিং ই ছিল।
কবিতার ব্যাপারে- সম্ভাবনা দেখি না।
শুভ রাত্রি।
০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৭
কিরমানী লিটন বলেছেন: শুন্য থেকেই হোক না শুরু
সাহসী হোক সকল ভীরু।।।।
আবারও ভালোবাসা সুপ্রিয় মা. হাসান ভাই। কৃতজ্ঞ শুভকামনা সতত।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৯ ভোর ৪:৫৯
জগতারন বলেছেন:
কী সহজভাবে ও সাবলীল ভাষায় আমার ছোট্ট সময়কে আপনি কবিতায় বর্ননা করিলেন।
এই জন্যই আমি বিশ্বাস করি সবাই কবি হতে পারে না। কবি হতে কিছু সহজাত গুনাবলি থাকা লাগে।
কবিতায় খুউব ভালো লাগা রহিল।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩২
কিরমানী লিটন বলেছেন: আমাদের অতীত ছিল ক্ষত- বিক্ষত, বর্তমান আরও বেশী বিপর্যস্ত, আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষায়.....
ফুলেল শুভ্রতায় স্নিগ্ধ সকালের শুভেচ্ছা প্রিয় মা. হাসান- ভাই আমার।
সুপ্রভাত.....
১০| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: পোষ্টে দেরিতে আসায় প্রথমে দুঃখ প্রকাশ করছি ।
এত পোষ্টের ভীড়ে ভালো ভালো পোষ্ট গুলো হারিয়ে যাচ্ছে।
যা হোক কবিতাটি অসাধারণ লেগেছে ......।
১১| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার হারিয়ে দিন
আমার হারিয়ে যাওয়া সময়.......................
অনেক ভাল লাগলো+++++++
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩১
জগতারন বলেছেন:
নোটিফিকেশন দেখিয়া দৌড়াইয়া আসিলাম আবার আপনার ব্লগে !
দেখি আমার প্রিয় কবি; আমার মন্তব্য কী প্রতিমন্তব্য করিয়াছেন !!
আসিয়া, কি দেখিলাম; তাহাকে কি হতাশার নামান্তর বলা হইবে ?
লেখক বলেছেন: আমাদের অতীত ছিল ক্ষত- বিক্ষত, বর্তমান আরও বেশী বিপর্যস্ত, আমাদের ভবিষ্যত আমাদেরই গড়ার অপেক্ষায়.....
ফুলেল শুভ্রতায় স্নিগ্ধ সকালের শুভেচ্ছা প্রিয় মা. হাসান- ভাই আমার।
সুপ্রভাত.....
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩
নিঃসঙ্গ সারথী বলেছেন: বাহ!!!!