![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারলাম সব শক্তি দিয়ে
শয়তানরে পাথর
শয়তান হেসে বলে আমি
মোবাইলের ভিতর...
একবার নবী করিম (সঃ) সাহাবিদের সাথে কথপোকথনে বললেন, " হে আমার উম্মত, আমি তোমাদের যে জিনিসটাকে বেশী ভয় করি, তা হলো রিয়া। তোমরা হয়তো বড় ধরনের শিরক সবাই করবে না। কিন্তু আমি তোমাদের ছোট শিরকের ভয়ে অস্থির হয়ে থাকি। সাহাবারা বললেন, ইয়া রাসুলুল্লাহ, ছোট শিরক কি আবার? তার উত্তরে রাসুল( সঃ) বললেন, সেটা হলো- রিয়া, লোক দেখানো- প্রদর্শনের ইচ্ছা।
তোমাকে খুব দেখবে, তোমার খুব প্রশংশা করবে- এইটা তোমার তামান্না বা ইচ্ছা। এর নামও শিরক। ছোট শিরক। কিয়ামতের দিন আল্লাহতালাহ বলবে তুমিতো অনেক ভালো কাজ করেছো- মসজিদে দান করেছো, মসজিদ চালিয়েছো, কৃষকের ধান কেটে দিয়েছো, ইফতার বিতরন করেছো। কি জন্য করেছো আমি জানি। মানুষের কাছে অনেক নাম কুড়াতে চেয়েছো। যাও ওদের কাছেই যাও- আমার কাছে তোমার কিছু নেই। আরেকটি হাদিসে আছে, রসুলুল্লাহ (সঃ) বলেছেন, কিয়ামতের দিন এমন অনেক লোক আছে যারা পাহাড় সমান নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কিছুক্ষনের মধ্যে তাহার পাহাড়সম নেকি সব ধুলো হয়ে উড়ে ধুলিচ্ছাস হয়ে নিঃশেষ হয়ে যাবে- কিচ্ছু থাকবে না। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলুল্লাহ এরা কারা, যারা পাহাড়সম নেকি নিয়ে এসেও দেখবে কিচ্ছু নেই। সব নেকি ধুলা হয়ে উড়ে নিঃশেষ হয়ে যাবে? রাসুলুল্লাহ (সাঃ) বলনেন এরা ঐ সমস্ত লোক, যারা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করতো কিন্তু যখন একা একা থাকতো, কিসের নেক কাজ- সব গুনার সমুদ্রে আকন্ঠ ডুবে থাকতো। আল্লাহ তায়ালা ফেরেস্তদের ডেকে বলবেন, দেখ, এ সেই লোক, যে নিজের রিয়ার জন্য বা লোক দেখানোর জন্য নিজের প্রসংশা কামানোর জন্য, আমার সঙ্গে উপহাস করতো- আমার সাথে মস্করা করতো- যেন আমি কিছু বুঝিনা। আমি সব জানি সব বুঝি। এদের অবস্থান জাহান্নামের নিকৃষ্টতম স্থানে।
মহান সৃষ্টিকর্তা আমাদের সকল প্রকার রিয়া মুক্ত করুন এবং সবাইকে হেদায়েত দান করুন- আমিন।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
কিরমানী লিটন বলেছেন: একদম....
মানুষের মাঝেই ভালো- মন্দের অন্তর্নিহীত তাৎপর্য। ভালো থাকুন সব সময়। পাঠে আর আন্তরিক মতামতে আপনাকে ধন্যবাদ আর ভালোবাসা সুপ্রিয় রাজীব নুর ভাই।
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর পোস্ট ভাই।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
কিরমানী লিটন বলেছেন: স্নিগ্ধ শুভকামনা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় স্বপ্নবাজ - ভাই আমার......
৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
করুণাধারা বলেছেন: ভালো লাগলো পোস্ট। সাথে ছবিটি পোস্টের কথার সাথে খুব মানানসই হয়েছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
কিরমানী লিটন বলেছেন: একরাশ প্রীতি আর শুভেচছা প্রিয় করুণাধারা। স্নিগ্ধ ভালোবাসায় ভরে উঠুক আপনার সমৃদ্ধ পথচলা। ভালোবাসা অবিরাম।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮
নীল আকাশ বলেছেন: এত সুন্দর একটা ছবি কোথায় পেলেন!!! দারুণ।
ভালো বিষয় নিয়ে লিখেছেন। অজান্তেই এই ভয়াবহ কাজ মানুষ করে থাকে। আবার অনেকে ইচ্ছে করেও ক রেথাকে।
সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।
ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
কিরমানী লিটন বলেছেন: ছবিটি আমার এক বন্ধু আমাকে ম্যাসেন্জার সেন্ড করেছিলেন গত হজ্বের সময় এ নিয়ে কিছু লিখার জন্য। লেখাটিও তখনকার সময়ের।
কৃতজ্ঞ ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় নীল আকাশ। সতত শুভকামনা।
৫| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
মা.হাসান বলেছেন: ছবিটিকে দু ভাবে দেখা যায়। এক-- কঙ্কর নিক্ষেপের সময় একজন সেলফি তুলছে।
দুই- নিজেকে আয়নায় দেখে নিজের নফসের উপর পাথর নিক্ষেপ করছে।
উভয় ক্ষেত্রেই চরম মিনিংফুল।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৯
কিরমানী লিটন বলেছেন: আপনার কথাও ঠিক। কিন্তু বাস্তবে সে সেলফিই তুলে রাখছে - যার দ্বারা তিনি নিজেকে জাহির করতে পারে। তাই শয়তানকে পাথর ছুড়বার চেয়ে নিজের জাহিরটাই তার কাছে মূখ্য হয়ে দেখা দিচ্ছে। এটাকেই বলে রিয়া- আর আমার পোষ্টের বিষয়বস্তুও রিয়াকে নিয়ে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় মা. হাসান ভাই - সময় করে পোষ্টটি পড়া, তা অনুধবন এবং সেটা নিয়ে সুচিন্তিত মতামত দেয়ার জন্য। ভালোবাসা জানবেন নিয়ত... শুভকামনায় শুভরাত্রি।
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫
মা.হাসান বলেছেন: লিটন ভাই, লেখা নিয়ে একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম। আপনি কি অনুগ্রহ করে আমাকে [email protected]
এই ঠিকানায় একটা ইমেইল করবেন? আমার ফেসবুক নেই, মেইলে আলোচনা করতে পারতাম।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৫২
কিরমানী লিটন বলেছেন: প্রাণীত হলাম প্রিয় মা. হাসান ভাই। আপনার দেওয়া ঠিকানায় মেইল করেছি। সুস্থ ও নিরাপদে থাকুন, এই কামনায় অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: মানূষের চেয়ে চেয়ে শয়তান এই দুনিয়াতে আর কি আছে!