নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

অমানিশার পথ ধরে, পিতৃত্বহীন থেকে নেতৃত্বহীন.....

০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮



আজ ৩রা নভেম্বর। জেল হত্যা দিবস। বাঙ্গালী জাতি ,বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কময় দিন। পিতৃহীন হবার পর নেতৃত্বহীন হলো দেশ ও জাতি- এই দিনে। যে নক্ষত্রের পতন হয়েছে সে শূন্যস্থান পূরণ হবার নয়। এমন মানুষ, এমন নেতা আর কি আমরা পাবো?

এই সব হত্যার যথাযথ বিচার হোক। সেই সাথে আরো যেসব হত্যা এদেশের মানুষকে আজ বিহব্বল করে ফেলেছে প্রতিটি হত্যার বিচার হোক। বিচারের বানী যেন অসহায় হয়ে নিভৃতে না কাঁদে। শেষ হোক সকল অরাজকতা আর নৃশংসতার। আমরা মুক্তি চাই এমন অমানবিক পরিবেশ থেকে। মুক্ত হোক জাতি। মুক্ত হোক জাতির বিবেক। কলঙ্ক মুক্ত হই আমরা। পথ হীন লক্ষ্য হীন আঁধারের যাত্রী হয়ে আর কতকাল? বিচার চাই। বিচার হোক।
বাঁচি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক আবিলতা মুক্ত স্বদেশে। বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক। প্রসারিত হোক আমাদের স্বপ্ন গুলো দিগন্ত ব্যাপি। অবসান হোক সকল বোধহীন সংস্কৃতির । শহীদ
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান - এই চার নেতার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। তারা বেঁচে থাকলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত!

জেল হত্যা মামলার নিকৃষ্ট খুনীদের দেশে ফিরিয়ে আনা হোক! তাদের শাস্তি কার্যকর করা হোক। আজকের দিনে এই হোক সকলের অঙ্গীকার ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: তাজউদ্দিন একজন গ্রেট নেতা।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

কিরমানী লিটন বলেছেন: এরা সবাই এক একজন গ্রেট নেতা। তবে এটাও ঠিক তাজউদ্দীন সাহেব গ্রেটদের গ্রেট।

ভালোবাসা আর শুভকামনা সতত সুপ্রিয় রাজীব নুর ভাই।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনাদের প্রতি রইলো শ্রদ্ধা

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০১

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা....

অনেক ধন্যবাদ জানবে। আপনাকেও শুভেচ্ছা অশেষ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৬

সাইন বোর্ড বলেছেন: সব হত্যার'ই বিচার হওয়া উচিৎ ।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪

কিরমানী লিটন বলেছেন: যেদিন আমরা এই বিচারহীনতা আর দায়মুক্তির অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো- সেদিনই আমাদের স্বাধীনতা অর্থবহ হবে।
অনেক ধন্যবাদ আর শুভকামনা সুপ্রিয় ভাই- সাইন বোর্ড।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ইসিয়াক বলেছেন: সব হত্যার বিচার হওয়া উচিৎ ।
সব সত্য উন্মোচিত হোক ।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

কিরমানী লিটন বলেছেন: সহমত জানাচ্ছি প্রিয় ইসিয়াক। সব সত্যের উন্মোচনই মুখোসের আড়ালে লুকিয়ে তাকা ইতিহাসের পথ খুলে যাবে। সব হত্যার বিচারপর রাস্তা প্রসারিত হবে। ভালোবাসা আর সতত শুভাশিস ভাই।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৮

জগতারন বলেছেন:
রাজীব নুর বলেছেন: তাজউদ্দিন একজন গ্রেট নেতা।

সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান - এই চার নেতার

মধ্যে আপনার মাত্র একজনকে পছন্দ হইলো ক্যান ?

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২

কিরমানী লিটন বলেছেন: এরা সকলেই বাংলাদেশ বিনির্মানের বিরামহীন কারিগর ছিলেন। তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে, তাজউদ্দীন আহমদ সাহেব- গ্রেটদের গ্রেট।

ভালোবাসা নিরন্তর প্রিয় জাগতারন ভাই। শুভেচ্ছা নিরন্তর।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫২

জগতারন বলেছেন:
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান - এই চার নেতার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। তারা বেঁচে থাকলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত!

সহমত !!!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা জাতীয় চার নেতার বিদেহী আত্নার প্রতি।
তাদের দেখিয়ে দেওয়া পথ হোক আমাদের আগামীর গন্তব্য। এই হোক আজকের প্রর্থনা।

ভালোবাসা আবারও - প্রিয় ভাই জগতারন।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসব হত্যার বিচার হওয়া উচিৎ ।
.........................................................
এধরনে র হত্যা কখোনই কাম্য নয় ।

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

কিরমানী লিটন বলেছেন: প্রয়াত জাতীয় চার নেতার বিচারের রায়ের কার্যকরই হোক আজকের প্রত্যাশা। সব নির্মম নিষ্ঠুর হত্যাকান্ডের সঠিক বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হোক।

অনেক ধন্যবাদ আর শুভকামনা প্রিয় স্বপ্নের শঙ্খচিল.....

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৪

কিরমানী লিটন বলেছেন: প্রয়াত জাতীয় চার নেতার বিচারের রায়ের কার্যকরই হোক আজকের প্রত্যাশা। সব নিসংস নির্মম হত্যাকান্ডের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হোক।

আমাপনাকেও ভালোবাসা আর শুভকামনা অশেষ প্রিয় স্বপ্নের শঙ্খচিল।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

শিখা রহমান বলেছেন: চার নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।

পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় কবি।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এরা সবাই এক একজন গ্রেট নেতা। তবে এটাও ঠিক তাজউদ্দীন সাহেব গ্রেটদের গ্রেট।

ভালোবাসা আর শুভকামনা সতত সুপ্রিয় রাজীব নুর ভাই।

তাজ উদ্দিন আহমেদের উপর লেখা বই নেতা ও পিতা বইটি পড়েছেন?
উনার মেয়ে লিখেছে।

১১| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

বাংলার জামিনদার বলেছেন: এদেশ ফাকিস্তান বানানোর চেষ্টার অন্যতম মাইলষ্টোন হলো এইসব মহান লোকদের নির্মম ভাবে হত্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.