নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

লাশ এসেছে- খোকার.....

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩২





জীবন যখন ফুরিয়ে গেছে- নাগাল ছু্ঁলো ধোঁকার,
উপায়হীনের আর্তি ফিরে, ঘুনের বসত- পোকার।
তুমি তখন কুম্ভ কন্যা- ভান করেছো বোকার,
দয়ার সাগর তোমার দয়া, লাশ এসেছে-খোকার!

মৃত্যু চাওয়া মায়ের আঁচল, দেশের মাটি- হাওয়া,
দাওনি সুযোগ করতে পুরন, শেষ মিনতি- চাওয়া।
ত্যাদড় নয়ন কাতর স্বরে- জং ধরানো বিবেক,
মিথ্যে মায়ার নাটক করো- ভং পুরনো আবেগ।

বীর যদি হয় রাষ্ট্রহীনা- চৈত্র দিনের পাতা,
গুমরে কাঁদে মুক্তিযুদ্ধ- সাংবিধানিক পিতা।
বুঝতে কি আর সাঁজতে হবে, জজের কলম- খাতা,
কে চেতনার ফেরিওয়ালা, কিসের- স্বাধীনতা ?

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

ইসিয়াক বলেছেন: বেশ ভালো ।
বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধার প্রতি।
দোষে গুণে মানুষ। মৃত্যু পর তার অতীত ভুল ত্রুটিকে আলোচনা না করে। আমরা সবাই তার জন্য দোয়া করি।
মানুষ কখনো ফেরেশতা হয় না। ভুল ভ্রান্তি ,ভালো খারাপ সব মিলিয়ে মানুষ।
আসুন তার জন্য দোয়া করি।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

কিরমানী লিটন বলেছেন: যে দেশে বীর কদর পায় না- সে দেশে বীরের জন্ম হয় না। কিছু মানুষ আছে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ এব কিছুকেই বাপ- দাদার সম্পত্তি মনে করে। নিজের পাপ দাদা সব হয়তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। নিজে নব্য আওয়ামীলাগের সমর্থক সেজে তারা তাই অন্য দলের মুক্তিযোদ্ধাকেও রাজাকার ট্যাগ দিয়ে- তাদের সব অর্জনকে তাচ্ছ্বিল্য করে একধরনের বিকৃত পুলক অনুভব করে - আফসোস !!

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ভালো থাকুন ওপারে। বাংলাদেশ আপনাকে মনে রাখবে।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই এই মুক্তিযোদ্ধা কে।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা দেশ- মাতৃকার এই বীর সেনানীর প্রতি- মহান করুণাময় তার বিদেহী আত্নার মাগফেরাত দান করুন- আমিন।

আপনাকেও ধন্যবাদ আর ভালোবাসা সুপ্রিয় রাজীব নুর ভাই। সতত শুভকামনা....

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

নুরহোসেন নুর বলেছেন: শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবকে,
দলীয় মতভেদ ভুলে সবার উচিত উনাকে শ্রদ্ধা জানানো।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

কিরমানী লিটন বলেছেন: এই বিপন্ন সময় মুক্তি দিয়েছে তাকে। ওপারে ভালো থাকুক বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা ভাই।

আপনাকেও অনাবিল শুভেচ্ছা সুহৃদ নুরহোসেন নুর ভাই। সতত ভালো থাকুন, সতত শুভেচ্ছা আর শুভকামনা জানবে।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বীর যদি হয় রাষ্ট্রহীনা- চৈত্র দিনের পাতা,
গুমরে কাঁদে মুক্তিযুদ্ধ- সাংবিধানিক পিতা। :(

অসাধারণ লিখেছেন। লাশবাহী গাড়ি দেখলাম। শ্রদ্ধা জানায়।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

কিরমানী লিটন বলেছেন: হ্যাটস অব ইউ শ্রদ্ধাভাজন বীর সেনানী প্রিয় সাদেক হোসেন খোকা। মৃত্যু আপনাকে মুক্তি দিয়েছে এই প্রতিহিংসার বিরুদ্ধ বাতাস থেকে। ওপারে শান্তিতে ঘুমান আপনি - আমরা জেগে আছি.....

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
তাকে নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে উনি বেশী অসুস্থ হয়ে কোমাতে যাওয়ার পরে।
বিভিন্ন কারনে একজনের পাসপোর্ট রিনিউ দেরি বা নাও হতে পারে। তাই বলে তার নাগরিকত্ব বাতিল হয় না

আইনমত একজন দন্ডপ্রাপ্ত ব্যক্তি পাস্পোর্ট পেতে/ রিনিউ পেতে পারে না, ওনার দেশেও আসতে চাওয়ার কথা না।
নিউইয়র্কে বাংগালী কমুনিটিতে অনেক বক্তৃতা করেছেন, কখনোই বলেন নি বাংলাদেশে যেতে চান।
উনি রাজনৈতিক আশ্রয়প্রার্থি আবেদন করেছিলেন। এসাইলেম প্রাপ্ত বা আবেদনকৃত কেউ আক্রান্ত দেশে গেলে রাজনৈতিক আশ্রয় বাতিল হয়ে যায়।

তার ক্যানসারের কথা জানা যায় অল্প কিছুদিন আগে,
মৃত্যু নিশ্চিত জেনে মাত্র ৫ দিন আগে বাংলাদেশে এসে শেষ নিঃসাস ফেলতে চেয়েছিলেন, টুকুর কাছে ফোনে।
একটি টকশোতে টুকু বলেন ৬ মাস আগে টুকুর সাথে নিউইয়র্কে রেষ্ট্রুরেন্টে খাওয়া দাওয়া করেন। তখনো বন্ধুকে বলেন নি তার ক্যানসার, দেশে ফিরতে চাই।
বিদেশে ঘোরাফেরা করতে পাসপোর্ট লাগে, বাংলাদেশে যেতে পাস্পোর্ট লাগার কথা না। দুতাবাস থেকে ওয়ান টাইম ট্রাভেল ডকুমেন্ট নিয়ে শুধু বাংলাদেশে ফিরতে পারতেন।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

কিরমানী লিটন বলেছেন: প্রিয় ব্লগার অনল চৌধুরীর দলান্ধ একপেশে প্রতিহিংসামূলক পোষ্টে কথাগুলি আমি পড়েছি এবং উত্তরও দিয়েছি তার। আওয়ামীলীগ করলে রাজাকার নুরু মৌলানা, ফয়জুল হক, তাজুল ইসলাম চোধুরী, মহিউদ্দিন খান আলমগীর, ফয়জুল হক, খন্দকার মোশারফ, এইচটি ইমামদের মতে অসংখ্য রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায়। আর কাদের সিদ্দি, রব, খোকাদের ৃতো রণাঙ্গনের বীর সিপাহসালারাও রাজাকার আফসোস.....

সাদেক হোসেন খোকা আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে একতরফা বিদ্বেষমূলকভাবে বিচার করপ তার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে শাস্তির মাধ্যমে এই বীরের দেশে ফেরার পথ রুদ্ধ করেছিলেন ক্ষমতাসীনরা। এটা আজ দিবালোকের মতো সত্য। এই বীরের শেষ ইচ্ছাকে তাচ্ছ্বিল্যে উপেক্ষা করার পরিনতি তাদের ভোগ করতে হবেই হবে- সেদিনও হয়তো আমাদের মতো নিরীহ কলম তার বিপক্ষে এরকম উপায়হীন প্রতিবাদ করেই যাবে। কেউ কেউ আজকের উপেক্ষার উদাহরন খুঁজবে তার বিপরীতে।

ভালো থাকুন প্রিয় কাল বৈশাখী ভাই। সত্যকে উপেক্ষা করে নয়, সুন্দরের সাথেই থাকুন।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০

নীল আকাশ বলেছেন: আজ দেশে মুক্তিযুদ্ধাদেরও কোন সম্মান নেই!!
ধিক এই নিকৃষ্ট রাষ্ট্রের!!!
[link|https://www.somewhereinblog.net/blog/nilakas39/30283242|তোমার দাম কত হে বাহে?

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

কিরমানী লিটন বলেছেন: যারা কাঠ খাবে তারা কয়লা ত্যাগ করবে। এটাই ইতিহাসের শিক্ষা। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিক বা না নিক, তার নির্মম শিকার থেকে কেউ রক্ষা পায় না। এটাই নিয়তি- যার মুখেমুখী সবাইকে হতে হয়।

বিনম্র শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা।

কৃতজ্ঞ ভালোবাসা আর শুভেচ্ছা জানবেন প্রিয় নীল আকাশ।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা। সাদেক হোসেন খোকার প্রতি দোয়া রইল, আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করেন।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৯

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা প্রীয় মুক্তিযোদ্ধা বীর সেনানী সাদেক হোসেন খোকা। আল্লাহ আপনার রুহের মাগফেরাত দান করুন- আমিন।

আপনার জন্য শুভেচ্ছা আর শুভকামনা।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

জোবাইর বলেছেন: যে দেশের স্বাধীনতার জন্য খোকা যুদ্ধ করেছিলেন সেদেশের মাটিতেই তার দাফন হচ্ছে। এতে তার আত্মা শান্তি পাবে। বীর মুক্তিযোদ্ধা খোকা এবং তার যেসব সহযোদ্ধা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি।
কবিতা সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩২

কিরমানী লিটন বলেছেন: বিনম্র শ্রদ্ধা বাংলার বীর দামাল সেনানী মরহুম সাদেক হোসেন খোকা- শ্রদ্ধাবরেষু।

আপনাকেও ভালোবাসা আর শুভকামনা সুপ্রিয় সুহৃদ জোবাইর ভাই আমার।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বিনম্র শ্রদ্ধা বীর। পরপারে ভালো থাকুন।

০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

কিরমানী লিটন বলেছেন: বীরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা কর।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সশ্রস্ত্র সংগ্রামে ইতিহাসে যাদের ভার বেশি তারাই আজ কোনঠাসা
আর যারা কলকাতায় ন মাস কাটিয়ে চাচা আপন প্রাণ বাঁচায় চলেছে
তাদেরই গলার জোর বেশি! তারা চেতনার ফেরিওয়ালা বটে!

কারণটাও সহজ। কারণ তার সত্যটা সে বেশি জানে। তাই গলাবাজি আর আয়নাবাজি দিয়েই টেক থাকতে হয়!
যারা প্রকৃত রণাঙ্গনের সৈনিক তাদের তো সেটা প্রয়োজন নেই। তারা গলাবাজিও করেনা।
আর প্রচারণার এই স্বর্গ যুগে নিজের ঢোল নিজে পেটানোর এই সময়ে তারাই হিরো!!!!

আসল হিরোরা নিভৃতে নিরবে অপবাদে আর স্বৈরাচারিতার ভারে ত্রাহি মধূসুদন হাল।

খোকা তুই কবে আসবি কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল
ছেড়া আর রক্তে ভেজা
মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না।
বলো, মা, তাই কি হয়? তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জনে কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো।

ল‍হ্মী মা, রাগ করো না, মাত্রতো আর কটা দিন।

আজ খোকা ফিরেছে মায়ের কোলে! অনেক অনেক কথা অন্তহীন কথা হোক মায়ের বুকে শুয়ে!
মাৎসানায় অন্ধকার থেকে ফেরাতে ফিরে আসুক খোকা আবারো এই বাংলায় সশস্ত্র সংগ্রামে, গেরিলা হয়ে।


০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

কিরমানী লিটন বলেছেন: মামলার পর মামলা।
১৩ বছরের জেল। সম্পত্তি বাড়ি ঘর ক্রোক। তারপরও বিদেশে চিকিৎসার মধ্যেই উনি দেশের মাটিতে শেষ নিঃশ্বাসটা নিতে আকুল হয়ে উঠেন। দুই বছর আগে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নের আবেদনও করেন। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি। ফিরিয়ে দেয়া হয়েছে বারবার। অথচ যে পাখিকে নিজের ঘরে ফেরার অধিকার দেয়া হয়নি, তার মৃত্যুর অন্তিম মুহুর্ত নিশ্চিত হলে শুরু হয় পাখি শিকারীর ‘মায়াকান্না’।আফসোস, সেই মায়াকান্নাটা দেখে যেতে পারলেন না নীড়হারা সেই মুক্তিযোদ্ধা!

যে মাটির জন্য যুদ্ধ করলেন সেই মাটিতেই ফিরলেন একজন মৃত্যুপথযাত্রী মুক্তিযোদ্ধা লাশ হয়ে। ফ্যাসিবাদের অসম্মান ও করুণা নিয়ে? এতো বর্বরতা বা নির্মমতাই শুধু নয়- এর চাইতে বড় অন্যায় ও অসভ্যতা আর কিছু কি আদৌ হতে পারে? একজন মানবিক ও মহাপ্রাণ মানুষকে সম্মান- শ্রদ্ধা জানাতে না পারার মত ইতরতার নাম যে রাজনীতি, সেই রাজনীতির মুখে থু দেই!!!

ভালো থাকবেন সুপ্রিয় বিদ্রোহী। অনেক ভালোবাসা আর শুভকামনা।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৬

মা.হাসান বলেছেন: আইনমত একজন দন্ডপ্রাপ্ত ব্যক্তি পাস্পোর্ট পেতে/ রিনিউ পেতে পারে না
জঘন্য মিথ্যা কথা।
সহজ প্রমান দেই, এরশাদ বহুবার দেশের বাইরে গিয়েছেন।
খালেদা জিয়া এখনো সাজা খাটছেন, নেগোসিয়েশন চলছে, সব মিললে উনিও বাইরে যাবেন।

খোকার কপাল ভালো, লাশের পাসপোর্ট লাগে না। লাশের পাসপোর্ট লাগলে কার্গো হয়েও আসতে পারতেন না।

আরেকটি জঘন্য মিথ্যা-- উনি দেশে আসতে চান নি। তাহলে কি শোকেসে সাজিয়ে রাখার জন্য পাসপোর্টের আবেদন করেছিলেন? খোকার স্ত্রীর কি অপরাধ ছিল? তিনিও পাসপোর্টের অপ্রাপ্তির কারণে আগে দেশে আসতে পারেন নি। স্বল্প সময়ে পাসপোর্ট দিতে না পেরে দুতাবাস খোকার স্ত্রীর জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে।
নীল আকাশ ভাইয়ের পোস্টে যেমন বলেছি, খোকা দেশের জন্য যুদ্ধ করে ভুল করেছিলেন, রাজাকারি করলে ক্ষমতাবান কারো বিয়াই হয়ে আরামে থাকতে পারতেন।

নীল আকাশ ভাইয়ের পোস্টের লিংকঃ তোমার দাম কত হে বাহে?

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২৭

কিরমানী লিটন বলেছেন: সাদেক হোসেন খোকারা একত্তরের আগে থেকেই বনেদি। ৭১এ তাদের ঢাকা শহরে ৬/৭ টা বাড়ী ও নিজস্ব গাড়ী ছিল। সেই নিজেদের গাড়ীতে করেই খোকা প্রয়াত বিএনপির মহাসচিব মুক্তিযোদ্ধা মান্নান ভুঁইয়াকে রণাঙ্গনে পৌছে দিয়েছিলেন। সেই খোকাকে তার অনুপস্থিতিতে এক তরফা প্রহসনের বিচারের মাধ্যমে বেআইনিভাবে অবৈধ সম্পদ অর্জন মামলায় শাস্তি দিয়েছিলো- ফরমায়েসী আদেশে। অথচ যারা এলাকায় গরু চুরি, ছাগল চুরি, মুরগী চুরি করে লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে- লঞ্চে ভাসতে ভাসতে ঢাকা শহরে এসে পৌছেছে- আজ তারা আলাদিনের চেরাগের মতো হাজার হাজার কোটি টাকার মালিক। কৈ তাদেরকে তো অবৈধ সম্পদের মামলায় একবারও ধরা হলো না? রাজাকারের কাছে সন্তান বিয়ে দিয়ে সন্তান উৎপাদন করে- সেসব রাজাকার সন্তানকে রাষ্ট্রীয় কোষাগার উজার করে বিদেশ- বিভুঁইয়ে রাজার হালে লালন করছেন। আর একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাওয়াকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দেওয়া হয়। এই লজ্জা কোথায় রাখবো? এই অপমানের দহনে আজকের ক্ষমতার মসনদে জগদ্দল পাহাড়ের মতো জেকে বসা ক্ষমতাসীনর পোড়াবেই.....

বিনম্র শ্রদ্ধা প্রিয় বীর মুক্তি সেনানী সাদেক হোসেন খোকা। স্যালুট আপনাকে। আমরা তোমায় ভুলবো না......

১২| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০০

সোহানী বলেছেন: বিনম্র শ্রদ্ধা একজন অকুতোভয় মুক্তিসেনাকে। তুমি ভালো থাকো যেখানেই থাকো..........

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

কিরমানী লিটন বলেছেন: ""যে জাতি বীরকে সম্মান দিতে জানে না - সে দেশে বীরের জন্ম হয় না।" আর বীর না জন্মালে সেখানে ডায়নীর আবির্ভাব ঘটে। আমাদের বিভৎস বর্তমান সে কথাই স্মরণ করিয়ে দেয়।

বিনম্র শ্রদ্ধা প্রি সাদেক হোসেন খোকা। আপনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন লিখেছেন প্রিয় কবি।শ্রদ্ধাঞ্জলি থাকলো ।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২

কিরমানী লিটন বলেছেন: শ্রদ্ধান্জলী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।

আপনাকেও ভালোবাসা প্রিয় গাসু মামা। শুভকামনা জানবে।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আইনমত একজন দন্ডপ্রাপ্ত ব্যক্তি পাস্পোর্ট পেতে/রিনিউ পেতে পারে না.
কোন অবস্থাতেই না।
এরশাদ উচ্চ আদালতের নির্দেশে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট পেয়েছিলেন।

খোকা ভাইয়ের দেশে অবস্যই আসতে বাধা ছিলনা। দেশে মামলা না লড়াতে একতরফাভাবে রায় হয়ে গেছে।
দেশে আসলেই জেল। উনি দেশে আসতে চাওয়ার প্রশ্নই আসে না। দেশে আসার সত্যই ইচ্ছা থাকলে মামলাগুলো ঠিক ভাবে চালাতেন। এইসব মামুলি অপরাধে জেল ফেল কিছুই হওয়ার কথা না।
ওনার পাসপোর্ট দরকার হয়ে ছিলো লন্ডন যাওয়া আসা করতে

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: যে আদালতের রায়ে একজন রং হেডেড দেশের চারবারের প্রধানমন্ত্রী হয় - কিন্তু একজন রণাঙ্গনের যোদ্ধা স্বদেশের মাটি জলে মৃত্যুর অধিকার পায় না - সে আদালতের রায় প্রশ্নহীন নয়।

সশ্রদ্ধ স্যালুট বীর সেনানী সাদেক হোসেন খোকা। আপনাকেও শুভকামনা প্রিয় কাল বৈশাখী।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

কিরমানী লিটন বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.