নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

কিরমানী লিটন › বিস্তারিত পোস্টঃ

ভোগ আর উপভোগের গল্প .....

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০




এক গাছে দুই ডালে
দুই দল পাখী,
এক দল খায় আর
বাকীরা তা দেখি।

যারা খায় সারাক্ষন
তাকে বলি ভোগ,
যারা শুধু দেখে যায়
সেটা- উপভোগ।

ভোগ মানে কষ্টের
হোক যত নামী,
দেখে বেশী মজা তাই
উপভোগ দামী।

ভোগে কোন সুখ নেই
শুধু বদনাম,
এক তোলা শখ তার
আশি টাকা দাম।

এই বলে ভোগে মাতে
রাজা- বাহাদুর,
উপবাসী উপভোগে
প্রজা- মজদুর।

ভোগবাদী দলে দেয়
উপভোগে গালী,
উপভোগী খালী পেটে
দেয়- হাততালি।

এক মন ধান চাষ
কতটুকু ঘামে,
জানে সেটা উপভোগী
নিরুপায় দামে।

এক ভরি পেঁয়াজের
কতটা জীবন,
হাঁড়ে হাঁড়ে টের পায়
উপভোগী মন।

উপভোগী তবু রয়
অদেখা আশায়,
স্বপ্নের সমতল
ভোগের খাঁচায়.....

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২

ইসিয়াক বলেছেন: দারুণ লাগলো।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

কিরমানী লিটন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানবেন প্রিয় ইসিয়াক। বরাবর পাশে থেকে উজ্জীবিত করার জন্য। সতত ভালো থাকার কামনা। একরাশ ভালোবাসা জানবেন।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছন্দেই হোক প্রতিবাদ । ++

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

কিরমানী লিটন বলেছেন: ছন্দই হোক কপাল মন্দ
ফ্যাসিবাদের গদি,
প্রতিবাদের ছন্দ দিয়ে
চোখ বুঝি-আর মুদি...

ভালোবাসায় ভালো থাকুন সুপ্রিয় স্বপ্নবাজ সৌরভ। অশেষ কৃতজ্ঞতা।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

নুরহোসেন নুর বলেছেন: ভোগ বিলাসীত সব এলিট নেতাদের জন্য,
সাধারন মানুষ আলু সিদ্ধ খেতে পারে।
আমাদের আলু সিদ্ধই খাওয়া উচিত,
কারন আমরা নিজেদের অধিকার আদায় করতে জানিনা;
বরং যারা আমাদের অধিকার লুট খাচ্ছে তাদেরকেই সহযোগীতা করছি নিজেরা ভাল থাকার জন্য!
এজন্য কেউ ভাল নেই না দেশ না জাতি।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

কিরমানী লিটন বলেছেন: আপনার ক্ষোভের সাথে আমি সম্পুর্ণ একমত। লিয়াল কুকুর শকুন পিশাচের সাথে যারা আপোষ করে সব কিছু মেনে কিংবা মানিয়ে নেয়। তাদের নেতা ক্লাইভ, জগতশেঠ, মীরজাফরই হওয়া উচিত। সকাল বিকাল নিময় করে লাথ্থি উষ্টাই এদের পরিনতি হওয়া উচিত।

ভালো থাকবেন প্রিয় নুর হোসেন নুর ভাই। শুভকামনা সব সময়।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১

নীল আকাশ বলেছেন: আজকে ১ম হলাম।

০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২

কিরমানী লিটন বলেছেন: কোথায় ভাই, আমিতো দেখছি চতুর্থ। নাকি উপরের তিনজনের ফলাফল স্থগিত?

প্রথম আর সর্বশেষ যেটাই হোন না কেন। আপনারা সব সময় স্পেশাল। ভালোবাসা অশেষ....

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

নীল আকাশ বলেছেন: পারলে আগের মন্তব্য ডিলিট করে দিন। আমি মন্তব্য দেয়ার সময় কেউ ছিল না।
৮ নাম্বার লাইনে "করে উপভোগ" দিলে কেমন হয়?
আপনি তো দিন দিন দেখছি প্রমাণিকদা'কেও ছাড়িয়ে যাচ্ছেন ;) । পর পর ২টা ভালো লেগেছে। :)
আপনি কি জানেন, ছড়া লেখা এমন একটা আর্ট যেটা ইচ্ছে করলেই কেউ লিখতে পারে না।
অভিনন্দন আপনাকে।

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

কিরমানী লিটন বলেছেন: কোনটা ভোগ আর কোনটা উপভোগ তা বুঝানোর জন্য "সেটা" ব্যবহার করেছি। এর দ্বার কোনটা উপভোগ তা পরিচয় করিয়ে দিয়েছি। করে উপভোগ সমাপিকা ক্রিয়া। সেটা উপভোগ তা নয়- এজন্যই সেটা ব্যবহার করেছি।

ভালোবাসায় স্নিগ্ধ শুভকামনা সুপ্রিয় নীল আকাশ। পাশেই চাই- এভাবেই......

৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: মজার।

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

কিরমানী লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা রইলো....

৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

হাবিব বলেছেন: খাঁচায় আটকে রেখে
মজা নেয় কেউ
কেউ সমাধীতে দেখি
কারো মনে ঢেউ।

ভোগের রাজ্যে আছে
শকুনের পাল
গরীবের দিকে নেই
রক্ষার ঢাল!

শেয়াল মামাকে দেখি
মুরগির ফ্যান
স্বাধীন করার নামে
করে ঘ্যান ঘ্যান।

ভরতে শেয়ালের পেট
সবই চাল ফন্দি
বঙ্গে চলে তাই
অসমান সন্ধি।

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

কিরমানী লিটন বলেছেন: রাজা নেয় হাত ভরে
প্রজা রয় নিঃশ্ব,
প্রজা সব চাষ করে
রাজা খায় শস্য.....

প্রিয় ভাই হাবিব স্যার, Every action has It's equal & opposit reaction.
হজম করতে না পারলে এর দায় হয় ভয়াবহ.....

অসাধারণ লাগলো আপনার লিখাটা। ভালো থাকবেন ভাই। সতত শুভকামনা রইলো।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় রাজীব নুর ভাই। শুভকামনা রইলো....

আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২২

কিরমানী লিটন বলেছেন: আবারও কৃতজ্ঞতা প্রিয় রাজীব নূর ভাই, শ্রদ্ধায়- ভালোবাসায়.....

শুভরাত্রি।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

শিখা রহমান বলেছেন: হুউউউউ...ছন্দে ছন্দে অনেককিছুই বলে দিলেন। ছন্দ কবিতা ভালো লেগেছে।

শুভকামনা কবি।

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০২

কিরমানী লিটন বলেছেন: আপনার ভালোলাগার নাগাল ছুঁয়ার আনন্দে উজ্জীবিত হলো কাব্যের প্রতিটি পঙ্তিমালা। অনে শুভকামনা প্রিয় শিখা রহমান আপু। শুভরাত্রি।

১০| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

কিরমানী লিটন বলেছেন: বুলবুলের ভয় পেরিয়ে সুখুর বুলবুলিরা ফিরে আসুক কবির আঙিনা। ভালোবাসা প্রিয় সেলিম আনোয়ার ভাই। শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.