![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(স্বপ্নের সন্ধানে সৌদি আরবে গিয়ে হত্যার শিকার সেই সব হতভাগা মা- বোনদের স্মরণে। রাষ্ট্র যাদের - পণ্য দাসী হিসেবে পাচার করেছিল.....)
কাফনের সারা গায়- অশ্রুর দাগ
জানি কেউ বইবেনা - মৃত্যুর ভাগ।
হয়তোবা থাকবেনা- ফুল হাতে কেউ
তবু ছুঁবে চারপাশ- রক্তের ঢেউ।
কত দাম দিলে হবে- শোধ এর দায়
রাষ্ট্রও বুঝে না তা- আফসোস হায়!
বুঝবেনা কতটুকু- ব্যথার এ ক্ষত
যার যায় সেই বুঝে- হারালো সে কত?
কতটুকু স্বপ্নের- বিনাশী শকুন
বিলাপের আর্তিতে- ভরেছে উঠোন,
সে খবর চাপা পড়ে- বরষা সজল
প্রার্থীত প্রতিদানে- করুণা আঁচল!
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
কিরমানী লিটন বলেছেন: একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয় ইসিয়াক। ভালোবাসায় স্নিগ্ধ হোক জীবন। শুভকামনা অশেষ। শুভ সকাল.....
২| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
সাইন বোর্ড বলেছেন: এসব মানুষদের সমবেদনা জানানোর ভাষা নেই, খুব খারাপ লাগে ।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬
কিরমানী লিটন বলেছেন:
এইসব অসহায় নির্যাতিত মানুষের আর্ত- আহাজারি, সরকার বাহাদুরদের কুম্ভকর্নে পৌছায় না। তারা ডুবে আছে - আকন্ঠ লুটপাটে।
অনেক ধন্যবাদ প্রিয় কবি। শুভকামনা রইলো।
৩| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাষা হারিয়ে ফেললাম।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৯
কিরমানী লিটন বলেছেন: আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া- করিতে পারিনি চিৎকার, বুকের ব্যাথা বুকে জ জমা করে- নিজেকে দিয়েছি ধিক্কার....
৪| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০০
দেবদাস বাবু বলেছেন: আমাদের দেশে অসংখ্য কলামিস্ট, লেখক থাকা সত্বেও সৌদি আরবের এই বর্বরতা নিয়ে তেমন একটা লেখা পাইনা ।
এই অভাগাচিত্তের মাঝে আপনার ছোট্ট একটি অশ্রুশিক্ত কবিতা পেলাম।
আপনাকে ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৫৭
কিরমানী লিটন বলেছেন: আমাদের বন্ধকি বিবেক সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এই অবহেলা....
আপনার আন্তরিক মতামতে প্রাণীত হলাম সুপ্রিয় দেবদাস বাবু দাদাভাই। সতত শুভেচ্ছা আর ভালোবাসা জানবেন। শুভরাত্রি।
৫| ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
শাহিদা খানম তানিয়া বলেছেন: এ বিষয়টি আমারও মানতে ভীষন কষ্ট হয়। এগুলো বন্ধ হয়ে যাক। আপনার ম্যাসেজ সফল হোক।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০১
কিরমানী লিটন বলেছেন: মানুষের জীবন বিপন্ন করে দাসের যুগে ফিরে যাওয়ার মতো বর্বরতা আর নেই। অথচ আমরা সেটাই করছি এবং এই অমানবিক দিকটিতে কারোরই দৃষ্টিপাত লক্ষ্য করি না - আফসোস....
কৃতজ্ঞ ভালোবাসা আর শুভেচ্ছা নিরন্তর সুপ্রিয় আপু শাহিদা খানম তানিয়া। শুভরাত্রি।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: মনটা বিষন্ন হয়ে গেল।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: দারুণ আবেগময় বাস্তব চিত্র । অসাধারণ