![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে ছোঁয়ালো রবির আলো
কে ডাকিলো ভোর,
কে লিখেছে স্বাধীনতা
কে বাঁধিছে সুর?
কে বাজালো ঘন্টা- বাঁশি
কার ঠোঁটে ফুঁক, যক্ষা-কাঁশি
কোন প্রহরির হাতের বাড়ি
মন উদাসে টাঁটায় নাড়ী?
এসব প্রশ্ন মাড়িয়ে কি আর
সত্য মিথ্যে খুঁজি,
আমরাতো ভাই মুজিব মানে
স্বাধীনতাই বুঝি!!
মুজিব মানে এই পতাকা
মানচিত্র দেশের- পিতা,
রক্ত জমাট কালোর আখর
সংবিধানের আইন পাতা।
মুজিব মানেই মুক্তি মিছিল
শিকল ছেঁড়ার গান,
মুজিব মানেই ষোল কোটির
একটা হৃদয়- প্রাণ !!
চেয়ার ছোঁয়ার নাগাল পেতে
কে পিতাকে মই বানালো,
মুজিব নামে- স্বাধীনতায়
সে জাতিকে দাস বানালো?
মোহের গদি নিজের করে
স্বৈরাচারী ফাঁস বানালো,
বীর বাঙালির হৃদয় নিয়ে
কেনা- বেঁচার, হাঁট বানালো?
ঢের করেছো বেঁচা-কেনা
শোধ পেয়েছো পাওনা- দেনা
পিতার নামে লেনা-দেনা
ভোটের মালিক- ভোটার বিনা......!
তুমিই একা? ষোল কোটির
দাবী আছে আরও,
দোহাই বুবু এবার পিতার
একক দাবী - ছাড়ো....!!
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
কিরমানী লিটন বলেছেন: এটাই এখন সার্বজনিন চাওয়া। জাতির পিতা কোন দলের একক সম্পত্তি হতে পারে না। তিনি দেশের সবার। কোন বিশেষ ব্যক্তি যদি তাকেে একক উত্তরাধিকার মনে করে ক্ষমতার মই হিসাবে ব্যবহার করে- তখন আর তিনি সার্বজানিন হন না। এটাই কবিতার চাওয়া।
ভালোবাসা আর শুভাশীষ জানবেন প্রিয় সাইন বোর্ড।
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
নুরহোসেন নুর বলেছেন: বিদ্রোহী কবিতায় নিজেদের অধিকার আদায়ের প্রচেষ্টা,
ভাল লাগলো কবি।
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩
কিরমানী লিটন বলেছেন: অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন সুপ্রিয় নুরহোসেন নুর ভাই। শুভকামনা অশেষ .....
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১
হাবিব বলেছেন: সব কথা বলতে নাই
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
কিরমানী লিটন বলেছেন: কোন দাবী এখন মনে
আর করে না - অধির,
জেনে শুনে চুপষে যাওয়া
আমরা এখন বধির.....
আমরা চুপষে থেকে চুপ হয়ে যাওয়ায় চোররা ডাকাতে পরিনত হচ্ছে দিন দিন।তাই এখন ঘুরে দাঁড়াবার সৃয়। দেশ - জনতা আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে। এই কাজে কবিদেরই এগিয়ে আসতে হবে- সবার আগে।
মুগ্ধ কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো প্রিয় হাবিব স্যার।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।
বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হলো, সেদিনই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়লো।
১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২
কিরমানী লিটন বলেছেন: বঙ্গবন্ধু হত্যার পর থেকে আজ পর্যন্ত দেশ প্রেমিক সরকার আর বাংলাদেশে আসেনি। সব লুটেরা স্বৈরাচার ভন্ড দালাল। দেশকে কক্ষপথে ফিরে আসার জন্য আর একটি বঙ্গবন্ধু অনিবার্য হয়ে পরেছে।
ভালো থাকুন প্রিয় রাজীব নুর ভাই। ভালোবাসা অশেষ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭
মি. বিকেল বলেছেন: ভালো লেগেছে।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৭
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসা আর শুভকামনা প্রিয় মি. বিকেল। আপনাকে স্বাগতম আমার জীর্ণ ব্লগ বাড়ীর আঙিনায়.....
৬| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪
হাসান জামাল গোলাপ বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
সাইন বোর্ড বলেছেন: এটা কি গত কালের পাওনা ? বেশ ভাল লেগেছে ছন্দময় আয়োজন ।