![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশটা আমার বাবার
ওয়ারিশের মালিক আমি
রেলের মাথা খাবার।
তুই ব্যাটা কে বলার
প্রতিবাদের ভাষার ছলে
সেই প্রশ্ন তোলার?
আমি দিদি রেল
স্বাধীনতার মানে বুঝি
তোমার কথার- তেল?
তোমার সুরে চলার
উল্টে দিয়ে পাল্টে দেবো
মিথ্যে কথা- বলার!
পিশাচ খবর পায়
উন্নয়নের মুলোর শরীর
রেলের সারা গাঁয়।
মেডেল জয়ী ঠাকুর
পাতাল রেলে আয়েশ করে
তৃপ্তি ছাড়ে- ঢেঁকুর।
সেই থেকে রেল মরা
দূর্ঘটনায় মানিয়ে গেছে
বিশ্ব রেকর্ড গড়া।
গল্পটা নয়- মেকী
রেললাইনে নৌকা পেতে
নতুন নাটক আঁকি।
সেলাম দিদি সেলাম
উন্নয়নের তেলের গল্পে
রেলের দশা- নিলাম.....!
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
কিরমানী লিটন বলেছেন: আমরা চুদির ভাই
নৌকা ভুলে যাত্রী রেলের
কারোর ক্ষমা নাই.....
ভালোবাসা প্রিয় স্বপ্নবাজ। শুভসন্ধ্যা.....
২| ১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
রাইসুল সাগর বলেছেন: আমরা ভীষন, বোকা পোলা
খাইনা তাই কোকা-কোলা
তেনারা তো বুদ্ধিমান,
দেশের মাথা সুদ্ধিখান।
ছড়ায় ভালোলাগা রেখে গেলাম।
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
কিরমানী লিটন বলেছেন: দাদি খুব কামেলকর
জাদু টোনায় বাঁধেন ঘর।
আমারা ভোলা- ভালা
দাদির ভয়ে লুকিয়ে থাকি
মুখে দিয়ে তালা....
ভালোবাসা আর শুভকামনা প্রিয় রাইসুল সাগর ভাই.....
৩| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
ঢাবিয়ান বলেছেন: উন্নয়ন এমন পর্যায়ে পৌছেছে যে রেলের চালকেরা এখন ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন চালায় !!!!
১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
কিরমানী লিটন বলেছেন: রেলওয়ে শ্রমিক লীগের সাঃ সম্পাদক রেলের চালক হলেতো এমনটাই হওয়ার কথা। এতো খাই দায় করলে ঘুমতো আসবেই! তবুও এই রাজপুত্তুররা দয়া করে রেলটা যে চালাচ্চে সেটা আমাদের সাত পুরুষের কপাল।
১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
কিরমানী লিটন বলেছেন: বরাবর পাশে থেকে উজ্জীবিত সাহস যোগানোয় আপনার প্রতি কৃতজ্ঞতা ভাই। ভালোবাসা অশেষ।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
বিদ্রোহী নজরুলের উত্তরসূরী বলেছেন: সুন্দর প্রতিবাদ।
১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
কিরমানী লিটন বলেছেন: এই প্রতিবাদে লুটেরা খুনী কুম্ভকর্ণের ঘুম ভঙ্গবে না - জানি, তবু সুরসুরি দিয়ে নিজেই নিজের বিবেককে জাগিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা।
ভালোবাসা আর শুভকামনা জানবেন প্রিয় বিদ্রোহী নজরুলের উত্তরসুরী ভাই।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
সালাহ উদ্দিন শুভ বলেছেন: বাচতে যদি চান,
লেখালেখি বাদ দিয়ে
দেশ ছেড়ে পালান.।
১৪ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬
কিরমানী লিটন বলেছেন: এর নাম কি বাঁচা
বাঁশ বাগানে বসে থেকে
লুকিয়ে রাখা- হাঁচা....
ঠিকই বলেছেন ভাই- আঠারো কোটি মানুষকেই দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ নেই-
আমারা হবো রোহিঙ্গা
দেশের মালিক দাদি-মা।
ভালোবাসা আর শুভকামনা সব সময়। প্রিয় সালাহ উদ্দাম শুভ ভাই।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
মা.হাসান বলেছেন: ধুর ভাই, সব ষড়যন্ত্র। এই গুলা বিএনপি- জামাতের সময়ে কেনা ট্রেনের ইঞ্জিন আর ঐ সময়ে নিয়োগ পাওয়া ড্রাইভার।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৪৮
কিরমানী লিটন বলেছেন: এই মন্ত্রে জং ধরেছে
আর গিলে না মামী
যতই করো চুদু বুদুর
জানে অন্তর্যামী.....
তোমার যত ফন্দী ফিকির
কিংবা জুজুর ভয়,
তার আঁচলে গুজে রাখো
তোমার পরাজয়....!!
এই মিথ্যের মুখোশ- জনগন চিনে ফেলেছে। তোমার হাত দিয়ে আরেকজন তামাক খেয়ে গেছে? এই ভন্ডামীর জবাব খুব নিকটেই অপেক্ষা করছে।
অনেক ভালোবাসা প্রিয় মা. হাসান ভাই। শুভরাত্রি।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: প্রতিটা দূর্ঘটনা আমাকে ব্যথিত করে।
১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
কিরমানী লিটন বলেছেন: আমরা বারবার ব্যাথিত হই আর যাদের দায়িত্ব তারা আমাদের এই অনুভুতিকে পুঁজি করে আকন্ঠ লুটপাটে নিমজ্জিত।
কেমন আছেন রাজীব ভাই? ফিরেছেন?
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: এমন দূর্ঘটনাগুলো মানুষের স্বপ্নময় পৃথিবীকে নিমিষেই শেষ করে দেয়, প্রত্যেকেই যার যার কাজে শতভাগ দেওয়া উচিৎ। তাহলেই এসব ঘটনা কিছু হলেও কমবে।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:০৮
কিরমানী লিটন বলেছেন: একদম সঠিক উপলব্ধি প্রিয় সাদা মনের মানুষ - ভাই আমার। অথচ বাস্তবতা হচ্ছে, কোথাও কেউ নেই- বলার, শুনার - দেখার.....
অনেক ভালোবাসায় শুভরাত্রি।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১
বিদ্রোহী নজরুলের উত্তরসূরী বলেছেন: এমন আরো লেখেন
কবিতার কলম দিয়ে
ডিজিটালে কীবোর্ড চেপে
এ দেশটাকে দেখেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পিশাচ খবর পায়
উন্নয়নের মুলোর শরীর
রেলের সারা গাঁয়।